ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

যে জন বৃক্ষমূলে বসে আছে।
তার ফলের কি অভাব আছে।।

কল্পবৃক্ষে যে-জন বসে রয়
বাঞ্ছা করলে সে ফল হাতে পায়,
ভুবনজোড়া গাছের গোড়া
মূল শিকড় তলাতে আছে।।

গাছের গোড়ে বসে যে রয়
চৌদ্দ ভুবন সে দেখতে পায়,
এ-কুল ও-কুল দু’কুল যায়
জনম হবে না পশুর মাঝে।।

ডাল নাই তার পাতা আছে
তিন ডালে জগৎ জুড়েছে,
লালন বলে ভাবিস মিছে
ফুল ছাড়া ফল রয়েছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!