ভবঘুরেকথা
বিজয় সরকার

যে নামে জেনেছো যেজন সেই নামেতে ডাকো।
ধর্ম জেনে কর্ম মেনে সত্যের পথে থেকো।।

হিন্দু-মুসলমানজাতি ধর্ম দরদি
জৈন শিখ বৌদ্ধ খৃস্টান আরো জাতি ইহুদি;
সবার আসা যাওয়া একই বিধি
বিধির বিধান দেখো।।

আল্লা হরি খোদা কিংবা বলে ভগবান
গড বলে কেউ কেহ তারে বলে পাথিয়ান;
যদি মর্মে থাকে ধর্মের ঈমান
বিফল হবে নাকো।।

একি আকাশ একি বাতাস একি গাছের ফল
একি আন্নে পালিত একি নদীর জল;
ওরে কে বুঝবে সেই বিধাতার কল
মনের খাতায় আঁকো।।

জল পানি আর ওয়াটার বলে মানুষের ধরণ
যে নামে সে জানে মানে পিপাসার কারণ;
যদি পিপাসা নিবারণ
বিভেদ কেন রাখো।।

পাগল বিজয় বলে, বিশ্বকর্তা একি সত্তা জানি
শশা ফেলে খোসা লয়ে আমরা করি টানাটানি;
তার জ্ঞান প্রেমের ভক্তি ও রওশনি
নয়নপাাতে মাখো।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!