ভবঘুরেকথা
সাধক কবি রামপ্রসাদ সেন

(জংলা-একতালা)
রসনে, কালী নাম রটরে।
মৃত্যুরূপা নিতান্ত ধরেছে জঠরে॥

কালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে,
কেবল বাদার্থমাত্র ঘট-পটরে॥

রসনারে কর বশ, শ্যামানামামৃতরস,
তুমি গান কর পান কর, সে পাত্র বটরে॥

সুধাময়ী কালীর নাম, কেবল কৈবল্যধাম,
করে জপনা কালীর নামে, কি উৎকটরে॥

শ্রুতি রাখ সত্ত্বগুণে, দ্বি-অক্ষর কর মনে,
প্রসাদ বলে দোহাই দিয়া, কালী বলে কাল কাটরে॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!