ভবঘুরেকথা
বিজয় সরকার

রেডিও রেডিও আছে তোর হৃদয় সেন্টারে।
দিবারাত্র কতো সংবাদ জানায় নানা প্রকারে।।

ভালো কথা প্রায়ই বলে কম
হরেক রকম বলে যায় হরদম
ছন্দহারা দ্বন্দ্বভরা মন্দ কথার যম;
করে পথিকের পথের ব্যতিক্রম
ঘুরায় ঘোর অন্ধকারে।।

বাহিরে যতো রেডিও গ্রাম
সময় সময় আছে তার বিশ্রাম
তোর অন্তরের রেডিও যন্ত্র চলে অবিরাম;
লোকের ঘুম ঘোরে নাই তার বিশ্রাম
চরে অবিরাম ধারে।।

মূলমহাজন যন্ত্রের গোড়াতে
এই যন্ত্র চলে তার ইচ্ছাতে
কেউ যদি যোগাযোগ রাখতে পারে তার সাথে;
সে ধান্দাবিহীন আঁধার রাতে
পার হয়ে যায় ওপারে।।

ষড়রিপুর প্রবল প্রেরণায়
ইন্দ্রিয়গণ কুপথে চালায়
পাগল বিজয় কয় তখন যদি কেউ সংবাদ শুনতে যায়;
সেই সংবাদে বিসংবাদ বাঁধায়
বেতাল বাজে বেতারে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!