ভবঘুরেকথা

এরে ভিখারি সাজায়ে কী
রঙ্গ তুমি করিলে,
হাসিতে আকাশ ভরিলে ॥

পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়,
ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়-
কতবার তুমি পথে এসে, হায়,
ভিক্ষার ধন হরিলে ॥

ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে,
কাঙাল মরণে জীবনে।
ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে
দিনশেষে এল তোমারি আলয়ে-
আধেক আসনে তারে ডেকে লয়ে
নিজ মালা দিয়ে বরিলে ॥

………………….
রাগ: পিলু-বারোয়াঁ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ জ্যৈষ্ঠ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: রামগড়
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!