ভবঘুরেকথা

হরি ভজলেম না তোমায় আমি,
জম্মিয়া ধরায়।
ক = করুণ ত্রন্দনে হরি ডেকেছি তোমায়।
খ = খালাস করহ, বড় জ্বালা মা উদরে।।
গ = গর্ভেতে পঞ্চম মাসে থেকে অগ্নিকুন্ডে।
ঘ = ঘোরতর এভাবে ডাকিনু হেট মুন্ডে।।
ঙ = উদ্ধার করিতে জ্বালা; এলে দয়াময়।
চ = চিরদিন ডাকিব, বলেছি সে সময়ে।।
ছ = ছদ্মবেশে একবার নিলে সপ্ত মাসে।
জ = জমিয়া ওয়ানা বলি ভুলে রঙ্গরসে।।
ঝ = ঝলমল পূর্ণ শশী দয়ার সাগর।
ঞ = একান্বর রূপরাশী ভুলেছি এবার।।
ট = টলমল রঙ্গরসে দেখি এ ব্রহ্মান্ড।
ঠ = ঠেকে মহামায়ার হাতে সত্য করি পন্ড।।
ড = ডুবিয়া রয়েছি আমি ভবকূপ নীরে।
ঢ = ঢলিয়া পরেছি ভব সংসার সাগরে।।
ণ = নবরঙ্গ মঞ্চ মাঝে ভাসিয়ে বেগাই।
ত = তরাইতে তরী নিয়ে এস হে গোসাই।।
থ = স্থাব জঙ্গমে তুমি সর্ব্বময় হরি।
দ = দয়া যদি হয় দয়া, কর দয়া করি।।
ধ = ধরাধামে সবেরে করহ তুমি দয়া।
ন = নহে দয়ার যোগ্য আমি নাহি সাজে দয়া।।
প = পবিত্র চরিত্র যেন, জন্মাবধি রাখি।
ফ = ফিরে না এ আঁখি যেন তব রূপে রাখি।।
ব = বশীভূত থাকি যেন তব রূপ সনে।
ভ = ভজন সাধন যাতে করি প্রাণপনে।।
ম = মনবাঞ্ছা পূর্ণ কর শ্রীমধুসুদন।
য = যনমে তোমার নাম না ভুলি কখন।।
র = রয়-তে রজনী গতে রবি হৃদাকাশে।
ল = লয়-তে রাধিকা শক্তি বসিয়াছে কাছে।।
ব = বয়-তে বসন্তকালে বসুমতি হাসি।
শ = শয়-তে শরৎকাল দাড়াইল আসি।
ষ = ষয়-তে সুমতি হয় যাহার সহায়।
স = সয়-তে সরল হয় তাহার হৃদয়।।
হ = হয় তে হরিনাম সে করে দিবারাতি।
ক্ষ = ক্ষীরোদে বিহারী এসে হয় তার সাথী।।
দীনাবলে পদতলে রাখ হরি মোরে।
পূনঃ পাঠাইও না হরি মায়ার সংসারে।।
তব পদ পাশে যেন থাকি দিবা রাতি।
দাস করি রাখ পদে হেরিব মূরতী।।
চৌত্রিশ পদাবলি সমাপন হ ইল।
প্রেমে ভাসি জগৎবাসি হরি হরি বল।।

……………………….
চৌত্রিশ পদবলী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!