ভবঘুরেকথা

হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে
জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে ॥

তোমার বাণীতে সীমাহীন আশা,
চিরদিবসের প্রাণময়ী ভাষা-
ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে ॥

এ শুভলগনে জাগুক গগনে অমৃতবায়ু,
আনুক জীবনে নবজনমের অমল আয়ু।
জীর্ণ যা-কিছু যাহা-কিছু ক্ষীণ
নবীনের মাঝে হোক তা বিলীন-
ধুয়ে যাক যত পুরানো মলিন
নব-আলোকের স্নানে ॥

……………………….
রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: রমা মজুমদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!