ভবঘুরেকথা
হরিচাঁদ ঠাকুর মতুয়া

পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অষ্টোত্তর শতনাম-

১. রামকান্ত রাখে নাম ‘বাসুদেবেশ্বর’।

২. ‘পূর্ণ হরিচাঁদ’ নাম ধরাতে প্রচার।

৩. ‘হরিদাস’ বলে ডাকে পিতা যশোমন্ত।

৪. মাতা অন্নপূর্ণা ডাকে ‘হরি প্রাণবন্ত’।

৫. গোলক রাখিল নাম ‘জয় গৌর হরি’।

৬. দশরথ রাখে নাম ‘পর ব্যাথা ধারী’।

৭. ‘শ্রীনন্দ দুলাল’ বলে ব্রজ মহামতি।

৮. রাখাল বালক ডাকে ‘রাখালের পতি’।

৯. হীরামন রাখে নাম ‘কমল লোচন’।

১০. নাটুবর রাখে নাম ‘জীবের জীবন’।

১১. বিশ্বনাথ রাখে নাম ‘প্রাণ দাতাহরি’।

১২. দীননাথ নাম রাখে ‘দীনবন্ধু হরি’।

১৩. রামরত্ন রাখে নাম ‘নদীয়ার গোরা’।

১৪. লোচন রাখিল নাম ‘হরি ননী চোরা’।

১৫. মৃত্যুঞ্জয় রাখে নাম ‘মদন মোহন’।

১৬. ‘কর্ণধর’ বলে ডাকে গৌঁসাই বদন।

১৭. মহানন্দ রাখে নাম ‘ক্ষীরদ বিহারী’।

১৮. শ্রীরামভরত বলে ‘সূত্রধর হরি’।

১৯. চৈতন্য রাখিল নাম ‘দর্পচূর্ণকারী’।

২০. শ্রীরাম কুমার বলে ‘হরি বিষ হরি “।

২১. তারক রাখিল নাম’ গৃহীব্রহ্মচারী’।

২২. অশ্বিনী রাখিল নাম ‘বাঁকাসখাহরি’।

২৩. বুদ্ধি মন্ত রাখে নাম ‘বাবা জগবন্ধু’।

২৪. মঙ্গল রাখিল নাম ‘হরি প্রেম সিন্ধু’।

২৫. শ্রীহরি ‘ওঝার ওঝা’ বলে কালাচাঁদ।

২৬. শ্রীউমাচরণ বলে ‘আকাশের চাঁদ’।

২৭. শান্তিমাতা রাখে নাম ‘দেব নারায়ন’।

২৮. কেনাই রাখিল নাম ‘ভক্তপ্রাণধন’।

২৯. মালাদেবী রাখে নাম ‘স্বয়ং ভগবান’।

৩০. রামকৃষ্ণ রাখে নাম ‘হরিচাঁদ প্রাণ’।

৩১. উদয় পাগল বলে ‘শ্রীমধুসূধন’।

৩২. হরিপাল রাখে নাম ‘পতিত পাবন’।

৩৩. লালচাঁদ রাখে নাম ‘হরি তমোনাশ’।

৩৪. ‘জগৎ পালক’ বলে দাদা কৃষ্ণদাস।

৩৫. গোলক কীর্ত্তুনে বলে ‘তারক ব্রহ্মহরি’।

৩৬. অক্ষয় রাখিল নাম ‘হরি পুরী পুরী’।

৩৭. ভবানী রাখিল নাম ‘পিতা মৃত্যুঞ্জয়’।

৩৮. ‘দারুব্রহ্ম’ বলে ডাকে ভক্ত পান্ডাদ্বয়।

৩৯. জানকী রাখিল নাম ‘দুর্ব্বাদল শ্যাম’।

৪০. চন্দ্রকান্ত রাখে নাম ‘ধনুর্ধারী রাম’।

৪১. শ্রীগুরুচাঁদ রাখে নাম ‘অনাদির মূল’।

৪২. সত্যভামা রাখে নাম ‘অকুলের কুল’।

৪৩. কোষ্ঠীশ্বর রাখে নাম ‘স্বয়ং অবতার’।

৪৪. রামচাঁদ রাখে নাম ‘হরিমূলাধার’।

৪৫. জগদিশ রাখিল নাম ‘হরি ইচ্ছাময়’।

৪৬. যুধিষ্ঠির রাখে নাম ‘হরি দয়াময়’।

৪৭. কমল রাখিল নাম ‘ত্রিভঙ্গ কানাই’।

৪৮. পার্ব্বতী রাখিল নাম ‘চৈতন্য গোঁসাই’।

৪৯. ডিকমাতা রাখে নাম ‘ভুবন মোহন’।

৫০. ‘ব্রহ্মণ্য দেবের দেব’ বলে দ্বিজগণ।

৫১. রামধন রাখে নাম ‘নিদানের বন্ধু’।

৫২. স্বরূপ রাখিল নাম ‘করুণার সিন্ধু’।

৫৩. কামিনী রাখিল নাম ‘হরি চিন্তামণি’।

৫৪. ভুজঙ্গ নাচায়ে হোলো ‘ভুজঙ্গের মণি’।

৫৫. নায়েরী রাখিল নাম ‘বাঞ্ছাপূর্ণকারী’।

৫৬. মহেশ রাখিল নাম ‘শ্রীমুরারী হরি’।

৫৭. চকমন রাখে নাম ‘হরি রক্ষাকারী’।

৫৮. জয়চাঁদ রাখে নাম ‘মহাবীর হরি’।

৫৯. গোবিন্দ রাখিল নাম ‘মনপ্রাণ আত্মা’।

৬০. বিধবা রমনী বলে ‘হরি ত্রাণ কর্ত্তা’।

৬১. শ্রীউদয় বালা বলে ‘ব্রহ্ম সনাতন’।

৬২. ‘ভবপারের মাঝি’ বলে ভকত ভজন।

৬৩. শ্রীবংশী রাখিল নাম ‘অন্তর্যামী হরি’।

৬৪. শ্রীনব গোপাল বলে ‘পারের কান্ডারী’।

৬৫. কাশীশ্বরী রাখে নাম ‘প্রাণকান্ত হরি’।

৬৬. অক্রুর রাখিল নাম ‘হরিচক্রধারী’।

৬৭. মহানন্দ রাখে নাম ‘অমৃতের খনি’।

৬৮. ‘বাঞ্ছাকল্পতরু’ বলে ভক্তা তীর্থমণি।

৬৯. আনন্দ রাখিল নাম ‘দুর্ব্বলের বল’।

৭০. দুঃখিনী রমনী বলে ‘ঠাকুর দয়াল’।

৭১. অলকা রাখিল নাম ‘মহাশক্তিধারী’।

৭২. শোভনা রাখিল নাম ‘জ্যেতির্ময় হরি’।

৭৩. নকুল রাখিল নাম ‘অকুল কান্ডারী’।

৭৪. যাদব রাখিল নাম ‘চতুর্ভুজধারী’।

৭৫. গোপাল রাখিল নাম ‘বিপদভঞ্জন’।

৭৬. আনন্দা রাখিল নাম ‘দুঃখিনীর ধন।

৭৭. হরিবর রাখে নাম ‘নয়নের মণি’।

৭৮. ‘ভকত বৎসল’ বলে ডাক্তার তারিনী।

৮৯. দেবীচাঁদ রাখে নাম ‘চারু চন্দ্রানন’।

৮০. অমৃত রাখিল নাম ‘পুরুষ মহান’।

৮১. বিচরন রাখে নাম ‘জগতের পিতা’।

৮২. ইন্দুমতী রাখে নাম ‘প্রাণের দেবতা’।

৮৩. বিপিন রাখিল নাম ‘পদ্মরাগ মণি’।

৮৪. তিন কড়ি রাখে নাম ‘হৃদয়ের মণি’।

৮৫. কাঞ্চান রাখিল নাম ‘জগতের পতি’।

৮৬. ধীরেন্দ্র রাখিল নাম ‘অগতির গতি’।

৮৭. ভরত রাখিল নাম ‘জগৎ জীবন’।

৮৮. রূপচাঁদ রাখে নাম ‘মনুষ রতন’।

৮৯. পরিক্ষীৎ রাখে নাম ‘দয়ার সাগর’।

৯০. মালঞ্চ রাখিল নাম ‘প্রভু সর্ব্বেশ্বর’।

৯১. রমনী রাখিল নাম ‘শমন দমন’।

৯২. পাষন্ডীরা রাখে নাম ‘পাষন্ড দলন’।

৯৩. যজ্ঞেশ্বর রাখে নাম ‘প্রভু কমলাখি’।

৯৪. রতন রাখিল নাম ‘মন প্রাণ পাখি’।

৯৫. শ্রীরাম চরন বলে ‘ভকত মোহন’।

৯৬. কৃষ্ণধন রাখে নাম ‘অধম তারন’।

৯৭. তপস্বী রাখিল নাম ‘প্রভু গুণধাম’।

৯৮. ‘বিশ্বপতি’ বলে ডাকে ভক্ত চিন্তারাম।

৯৯. সাধুবৈদ্য রাখে নাম ‘অনাথের মাথ’।

১০০. রজনী রাখিল নাম ‘প্রভু জগন্নাথ’।

১০১. যাদব মল্লিক বলে ‘মহাভাব ময়’।

১০২. শ্রীকুঞ্জ রাখিল নাম ‘প্রভু প্রেমময়’।

১০৩. রাধ্যাখ্যাপা রাখে নাম ‘ব্রহ্ম পরাৎপর’।

১০৪. ব্রহ্মণ উকিলে বলে ‘প্রভু জাতিশ্বর’।

১০৫. শ্রীনীলরতন বলে ‘প্রণ কৃষ্ণধন’।

১০৬. কুলের কামিনী ডাকে ‘ব্রজের জীবন’।

১০৭. সিন্ধুমণি রাখে নাম ‘ব্রজনীল মণি’।

১০৮. ভক্তগনৈ রাখে নাম ‘ভক্ত শিরোমনি’।

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরো পড়ুন:
আল্লাহর ৯৯ নাম
বুদ্ধের ২৮ নাম
মহাদেবের ১০৮ নাম
শ্রীকৃষ্ণের ১০৮ নাম
মা দুর্গার ১০৮ নাম
মা কালীর ১০৮ নাম
মা লক্ষ্মীর ১০৮ নাম
মা সরস্বতীর ১০৮ নাম
শ্রীশ্রী নৃসিংহদেবের ১০৮ নাম
শ্রীশ্রী গণেশের ১০৮ নাম
শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম
লোকনাথ বাবার ১০৮ নাম

শ্রী রামকৃষ্ণ ১০৮ নাম
শ্রীশ্রীমা সারদার ১০৮ নাম
শ্রীশ্রী বামাক্ষ্যাপার ১০৮ নাম
হরিচাঁদ ঠাকুরের অষ্টোত্তর শতনাম
শত কৌরবের নাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!