ভবঘুরেকথা
দিনপঞ্জি জানুয়ারি’২২  (পৌষ-মাঘ)

জানুয়ারি মাসের দিনপঞ্জি (পৌষ-মাঘ)
২০২২ খ্রিস্টাব্দ

 

জানুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ মোতাবেক বাংলা পৌষ-মাঘ মাসে অনুষ্ঠিত সাধুসঙ্গ, সাধুগুরু, সাধনমার্গের দিন-ক্ষণকে সংক্ষিপ্তাকারে একত্রিত করা এবং ভক্ত-আশেকান-অনুসারি-অনুরাগিদের কাছে সেই তথ্য তুলে ধরার জন্য ভবঘুরেকথা.কম-এর এই আয়োজন। যাতে ভক্ত-আশেকানরা তাদের কাঙ্খিত তথ্য পেতে ও দিতে পারে। এটি একটি চলমান প্রকৃয়া। যাতে প্রাপ্ত নতুন তথ্য যুক্ত করে আরো সমৃদ্ধ করা হবে। জয়গুরু 

 

জানুয়ারি মাসের তিথিসমূহ

  • জানুয়ারি মাসের পূর্ণিমা:
    • পৌষ পূর্ণিমা।
      • সোমবার।
      • ১৭ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।
      • রাত ৩:৪৮ মিনিট থেকে পরদিন রাত ৫:৪৭ মিনিট।
  • জানুয়ারি মাসের অমাবস্যা:
    • বকুল অমাবস্যা।
      • রবিবার।
      • ১৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।
      • ২ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • রাত ১২:৫৬ পর্যন্ত।
  • জানুয়ারি মাসের একাদশী:
    • পৌষ পুত্রদা একাদশী।
      • বৃহস্পতিবার।
      • ২৯ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।
      • ১৩ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • ভোর ৬:৪৩ মিনিট থেকে রাত ১০:১৯ মিনিট।
    • ষটতিলা একাদশী।
      • শুক্রবার।
      • ১৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।
      • ২৮ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • ভোর ৬:৪০ থেকে সকাল ১০:২১ মিনিট।
  • জানুয়ারি মাসের উপবাস:
    • ২৯ পৌষ ১৪২৮/১৩ জানুয়ারি ২০২২
      • একাদশীর উপবাস (পুত্রদা)।
    • ১লা মাঘ/১৫ই জানুয়ারি-
      • লোকনাথ বাবার উপবাস।
    • ১৪ মাঘ/২৮ জানুয়ারি-
      • একাদশীর ষটতিলা উপবাস।

 

জানুয়ারি মাসের পরবসমূহ

  • ১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/২৭ জামা আউ ১৪৪৩ হিজরী/শনিবার
    • চতুর্দ্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গশ্চি শাহী দরবার শরীফে মুর্শিদ কেবলা হযরত শাহ্ ছুফি ছৈয়্যদ মোহাম্মদ মতিউর রহমান ওরফে মতি ফকির (ক) এর পুত্র বাবাজান কেবলা হযরত শাহ্ ছুফি মওলানা ছৈয়্যদ মোহাম্মদ আবদুল জব্বার আল্ মতিয়া (রহ) এর ৩য় বার্ষিক ওরশ।
      • খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরি মুনাজাত ও তবারুক বিতরণ।
      • এই ওরশে জাতি ধর্ম নির্বিশেষে সকল আশেক ভক্তবৃন্দগণ স্ব-বান্ধবে আমন্ত্রিত।
      • আরজগুজার- ছৈয়্যদ মোহাম্মদ ইউছুপ (আল্ মতিয়া)
      • সাজ্জাদানশীল গশ্চি শাহী দরবার শরীফ।
      • গশ্চি, দেওয়ানপুর, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • চট্টগ্রাম-কাপ্তাই বাস যোগে ধরেরটেক সংলগ্ন মাজার গেট দিয়ে কিছুটা দক্ষিণে।
    • হযরত খাজা গরীবে নেওয়াজ হাছান ছানজেরী (র) এর ৪১তম বার্ষিক ওরশ।
      • খতমে কোরান, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, তবারুক বিতরণ।
      • উক্ত ওরশে আপনারা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবান্ধবে আমন্ত্রিত।
      • গুমানমর্দ্দন, পেশকার হাট, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • সরকারহাট থেকে যে কোনো পরিবহনে পেশকারহাট ওরশ প্রাঙ্গণে যাওয়া যাবে।
    • ভিক্ষু সাধু ফকির (র)-এর ২০তম ওফাত দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বাউল সন্ধ্যা।
      • সকল ভক্ত আশেকান, বাউল ও সাধু-গুরু-ভক্ত আমন্ত্রিত।
      • সাধু মঞ্জিল।
      • গাওচুল্কা, দৈইখাওয়া, হাতিবান্ধা, লালমনির হাট।
    • বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত দমসাধক সাধুগুরু হুমায়ন ফকির এর আগমনে স্মরণে ২২তম লালন স্মরণ উৎসব।
      • রাত ৯টা থেকে শুরু ভাব গানের আসর।
      • কুষ্টিয়া, ঢাকা ও নরসিংদীর স্থানীয় শিল্পীবৃন্দ।
      • আয়োজনে- লালন একাডেমী, নরসিংদী।
      • লালন একাডেমী, টাওয়াদী, নরসিংদী, বাংলাদেশ।
    • হযরত বদর শাহ কাশ্মিরী (র) ঘোড়াপীর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ১০ দিনব্যাপী ওরশ।
      • সকলে আমন্ত্রিত।
      • ঘোড়পীর মাজার।
      • নবীনগর, আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ।
    • ২১তম মধুর মেলা।
      • ২ দিনব্যাপী এই মেলায় দেশের খ্যাতিমান বাউল শিল্পীরা বিচার গান, বৈঠকি গান, পালাগান ও জারি গান পরিবেশন করবেন।
      • এমপি মমতাজ বেগমের বাড়ি।
      • বাউল কমপ্লেক্স-ভাকুম, জয়মন্টপ, সিংগাইর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • সৈয়দ আজিমউদ্দীন শাহ্ (আজিম পাগলা) এর ১ম ওফাত বার্ষিকী সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১৭ পৌষ বার্ষিক ওরশ পালিত হবে।
      • এছাড়া প্রতিসপ্তাহে গুরুবার মেনে সঙ্গ অনুষ্ঠিত হয়।
      • সৈয়দ আজিমউদ্দীন শাহ্ (আজিম পাগলা) এর মাজার।
      • চালকচর, মনোহরদী নরসিংদী।

 

  • ২ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/২৮ জামা আউ ১৪৪৩ হিজরী/রবিবার
    • অমাবস্যা।
    • ফকির মনোরঞ্জন গোঁসাই-এর ৮ম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ সাধুসঙ্গ।
      • অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, ধুমপান, মাংস ও মাদক বর্জিত সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • ফকির মনোরঞ্জন গোঁসাই-এর আখড়া।
      • মাগুরা, বাংলাদেশ।
    • বাজেবিশাড়া হজরত আনছার আলী শাহ্ রঃ এর ১৬০তম দুইদিনব্যাপী বার্ষিক ভক্ত-মহাসম্মেলন।
      • ২ দিনব্যাপী ওরশ উৎসব।
      • রাতব্যাপী বাউল-বিচার ও পালা গানের আসর।
      • বাজেবিশাড়া আনছারি দরবার শরীফ।
      • রতনপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • চেরাগে জান বাবা জাহাঙ্গীরের সুফি ধ্যান-সাধনার স্কুলে শুভাগমন উপলক্ষ্যে ওরশ।
      • প্রতি বছরের ন্যায় এবারও আসছে আগামী ২ জানুয়ারি আধ্যাত্মিক সেমা-সঙ্গীতের আয়োজন করা হয়েছে।
      • উক্ত ওরশে আপনারা সকলে আমন্ত্রিত।
      • ধ্যান সাধনার স্কুল।
      • নৌকাঘাটা, জয়নগর, শিবপুর, নরসিংদী, ঢাকা, বাংলাদেশ।

 

  • ৩ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৯ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/২৯ জামা আউ ১৪৪৩ হিজরী/সোমবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হযরত শাহ্ বায়েজিদ (রহ) এর মাজার বার্ষিক ওরশ।
      • রাতব্যাপী জিকির আজকার ও মরমী গানের আসর বসে। ভোরে আখেরী মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটে।
      • বুল্লা বাজার, লাখাই, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • মনছুর আলী চিশতী নিজামী (রহ) এর ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৯ পৌষ বার্ষিক ওরশ পালিত হয়।
      • মনছুর আলী চিশতী নিজামীর মাজার শরীফ।
      • উদিবাড়ি দায়রাপাক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ৪ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২০ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/৩০ জামা আউ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • দ্বিতীয় একোদ্দিষ্ট ও সপিগুন।
    • মৌলানা নবিদর রহমান শাহ্ (র) ছাহেবের ৭৬তম বার্ষিক ওরশ।
      • জাতি-ধর্ম নির্বিশেষে সকলের দাওয়াত।
      • নানুপুর ওরশ শরীফ প্রাঙ্গণ।
      • নানুপুর বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • সৈয়দ গোলাম হায়দার হোসাইনী চিশতী ওরফে দুধাই সাহেব (র)এর ৪১তম ওরশ।
      • ১ দিনব্যাপী ওরশ।
      • দরবার-এ-হায়দার ঐতিহাসিক সুলতানশী হাবিলী দরবার শরীফ।
      • হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
    • আফজাল শাহ্ পাটোয়ারী (রহ) আশেক মুজিবুর রহমান মাইজভান্ডারী (রহ) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২০ পৌষ তাঁর দরগাহে ওরশ শরীফ পালিত হয়।
      • মুজিবুর রহমান মাইজভান্ডারী (রহ) এর মাজার শরীফ।
      • হাটগাঁও, জুনুদপুর, সোনাইমুড়ী, নোয়াখালী, বাংলাদেশ।
    • আবদুস শহিদ মাইজভান্ডারীর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২০ পৌষ বার্ষিক ওরশ পালিত হয়।
      • আবদুস সহিদ মাইজভান্ডারীর মাজার শরীফ।
      • চর আমানুল্যাহ, সুখচর ইউনিয়ন, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশী।
    • মরহুম সামছুল হক প্রকাশ শামা মাইজভান্ডারীর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২০ পৌষ তাঁর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
      • মরহুম সামছুল হক প্রকাশ শামা মাইজভান্ডারীর মাজার শরীফ।
      • মান্দারী বাড়ি কলচমা, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • হযরত বদর শাহ্ কাশ্মিরী (র) ঘোড়াপীর-মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২০-২৮ পৌষ বার্ষিক ওরশ পালন করা হয়।
      • প্রতিরাতে পালাগানের আসর।
      • ওরশে আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত।
      • ঘোড়াপীর মাজার, বাঁশবাড়ী, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা, বাংলাদেশ।
    • দয়াল বাবা সৈয়দ হযরত হাফেজ মো আব্দুর রশিদ মস্তান (রহ) এর ওফাত দিবসে ওরশ।
      • ২০ পৌষ ১৪০২ বঙ্গাব্দ মঙ্গলবার রশিদ মস্তানের ওফাত হয়।
      • প্রতিবছর ১-৩ মাঘ ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • প্রতিবছর ২০-২২ পৌষ ৩ দিনব্যাপী রশিদ মস্তানের ওফাত দিবসে ওরশ পালিত হয়।
      • দরবারে মস্তান শরীফ।
      • নবীনচন্দ্র ঘোষ স্বামী রোড, পোস্তগোলা, ঢাকা, বাংলাদেশ।
    • শফি ফকিরের বায়াত দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর ৪ মাঘ অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • শোলমারি, কুতুবপুর, মেহেরপুর, বাংলাদেশ।

 

  • ৫ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/১ জামা সানি ১৪৪৩ হিজরী/বুধবার
    • তৃতীয় একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পরমহংস যোগানন্দজীর আবির্ভাব দিবস।
    • হযরত মাওলানা শাহপীর চিশতী নেজামী বান্দা নেওয়াজী (কুদ্দেসা সি:) আযীয এর ওরশ।
      • হযরত খাজা গরীবে নেওয়াজের মানস সন্তান, বাবা শাহ্ চিশতী (কুদ্দেসা:)’র নয়নমণি শাহেনশাহে আউলিয়া তাপসকুল শিরমণি হযরত মাওলানা শাহপীর চিশতী নেজামী বান্দা নেওয়াজী (কুদ্দেসা সি:) আযীয।
      • ৩ দিনব্যাপী ওরশ।
      • দরবারে খাজা বারাহিগুণী দরবার শরীফ, ফেনী, বাংলাদেশ।
      • জায়লস্কর, দাগনভূঞা, ফেনী, বাংলাদেশ।
    • দয়াল বাবা শুক্কুর আলী শাহ্ (র) স্মরণে ৩০তম পবিত্র বার্ষিক ভক্ত মহা সম্মেলন।
      • প্রতিবছর ২১-২২ পৌষ ২ দিনব্যাপী ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী পালা গানের আসর।
      • সকলে আমন্ত্রিত।
      • দয়াল বাবা শুক্কুর আলী শাহ্ (র)-এর রুহানী দরবার শরীফ।
      • দিলারপুর, নজরপুর, নরসিংদী সদর, বাংলাদেশ।
    • হযরত খাজা কাচু মাস্তান চিশতী (রহ)-এর ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • ওফাত দিবস উপলক্ষ্যে প্রতিবছর ৫ জানুয়ারি ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী ভক্তিমূলত গান পরিবেশিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) মাজার গেট।
      • জামালপুর, চন্দ্রিমা, রাজশাহী, বাংলাদেশ।

 

  • ৬ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২২ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/২ জামা সানি ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • চতুর্থ একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীলক্ষ্মীপূজা (রিক্তাদিদোষ)।
    • হযরত শাহ সৈয়দ গাউসে নছফীর নুরে রাসুল বাবা জান কেবলা (র) ১৮তম বার্ষিক ওরশ।
      • রূপশাহ ভান্ডার দরবার শরীফ।
      • বীর পশ্চিমপাড়া, রাম গোপালপুর, গৌরিপুর, ময়মনসিংহ, বাংলাদেশ।
    • হযরত খাজাশাহ্ মোহাম্মদ আব্দুস সাত্তার খান কাদরী ওয়াল চিশতী (র) এর ৩৬তম বার্ষিক ওরশ।
      • ২ দিনব্যাপী ওরশ।
      • চাদর চড়ানো, মিলাদ মাহ্ফিল, নেওয়াজ বিতরণ, আখেরী মোনাজাত, হালকায়ে জিকির ও মজলিশে শামা (কাওয়ালী) আনুষ্ঠিত হইবে।
      • হযরত খাজাশাহ্ মোহাম্মদ আব্দুস সাত্তার খান কাদরী ওয়াল চিশ্তি (র) এর মাজার শরীফ।ৱ
      • খানকায়ে শরীফ কাদরীয়া দরবার শরীফ।
      • চাষাড়া (রেল গেইট সংলগ্ন), নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ৭ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/৩ জামা সানি ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • পঞ্চম একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ষট পঞ্চমীব্রত।
    • হযরত শাহ্ তৈয়ব ছয়লানী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ৩৬০ আউলিয়ার অন্যতম।
      • হযরত শাহ্ তৈয়ব ছয়লানী (রহ) এর মাজার শরীফ।
      • চকের বাজার, সিলাম, দক্ষিন সুরমা, সিলেট।
    • কেবলা ওলীয়ে কামেল আলহাজ্ব সৈয়দ্ খাজা শাহ্ মোহাম্মদ আমিরুল ইসলাম আল্-কাদরী ওয়াল চিশতী (র) এর মাজারের বার্ষিক ওরশ।
      • গাউস পাকের আস্তানা।
      • এনায়েত নগর, বৌ-বাজার, চৌধুরী বাড়ি, নারায়াণগঞ্জ, বাংলাদেশ।
    • পীরে কামেল শাহ্ সূফি হযরত শামছুল হক আল্ কাদেরী (রহ)-এর ২১তম বার্ষিক ওরশ।
      • মাজার শরীফ গোসল ও গিলাফ চড়ানো, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ
      • সারা রাতব্যাপী বাউল পালা গান।
      • পবিত্র মাজার শরীফ সংলগ্ন পীর সাহেব বাড়ি।
      • বালিয়া, ধামরাই, ঢাকা, বাংলাদেশ।
    • হযরত শাহ্ সূফী আব্দুর রহমান (রহ) ৬৫তম পবিত্র ওরশ শরীফ।
      • প্রতিবছর ২৩ পৌষ বার্ষিক ওরশ পালিত হয়ে আসছে।
      • হযরত শাহ্ সূফী আব্দুর রহমানের মাজার প্রাঙ্গণ।
      • গাড়ই, চান্দাইকোনা, শেরপুর, বগুড়া, বাংলাদেশ।

 

  • জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৪ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/৪ জামা সানি ১৪৪৩ হিজরী/শনিবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অন্নরূপাষষ্ঠী।
    • ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের তিরোধান দিবস।
    • স্বামী প্রণবানন্দ ব্রহ্মচারীর তিরোধান দিবস।
      • প্রণবানন্দ মঠ, রাজৈর, মাদারীপুর, বাংলাদেশ।
    • শ্রীশ্রীঁ রক্ষাকালী মাতার বার্ষিক পূজা।
      • আপনারা সকলেই আমন্ত্রিত।
      • ৫৮ শাঁখারী বাজার, ঢাকা-১১০০, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা হান্নান শাহ্ এর ৭ম বার্ষিক ওরশ।
      • ৮-৯ জানুয়ারী দুই দিনব্যাপী ওরশ।
      • রাতব্যাপী বাউল গানের আসর।
      • দরিয়াদৌলত মধ্য দক্ষিণপাড়া, রফিক কন্ট্রাক্টারের বাড়ি।

 

  • ৯ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৫ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/৫ জামা সানি ১৪৪৩ হিজরী/রবিবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গুরু গোবিন্দ সিং-এর জন্মতিথি।
    • মওলা মহলের বার্ষিক শুভ সাধুসঙ্গ ও পাগল মেলা’২২
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • শনিবার অধিবাস দিয়ে শুরু আর রবিবার পূণ্যসেবা দিয়ে সমাপ্তি।
      • মওলা মহল আখড়াবাড়ি।
      • ওয়ার্ড নম্বর-১ (রেলস্টেশনের পশ্চিম পার্শ্ব)
      • আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
    • ঔঁ পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরি গুরু চাঁদ ঠাকুর স্মরণ।
      • ১১তম সার্বজনীন বার্ষিক অষ্টপ্রহর নামযজ্ঞ মহোৎসব।
      • পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরি গুরু চাঁদ ঠাকুর মন্দির/রেহানিয়া।
      • বুড়িরচর, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশ।
    • হাজী মনসুর আলী শাহ্ (রহ) এঁর মাজার ও দায়রা শরীফের বার্ষিক ওরশ।
      • সুরেশ্বর দরবার শরীফের আশেক হাজী মনসুর আলী শাহ্ (রহ)।
      • প্রতিবছর ২৫ পৌষ তাঁর ওরশ পালিত হয়।
      • হাজী মনসুর আলী শাহ্ (রহ) এর মাজার ও দায়রা শরীফ।
      • পশ্চিম জোড়খালী, ৭নং ওয়ার্ড, বুড়িরচর, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১০ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৬ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/৬ জামা সানি ১৪৪৩ হিজরী/সোমবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পীরে কামেল শাহানশাহ হযরত (আ) রহিম চিশতী আল হাক্ক আল কাঞ্চনপুরী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • হক দরবার শরীফ।
      • সোনারগাঁও, বাগানবাড়ি, ছয়ফুল্লাকান্দি, বাঞ্চরামপুর, ব্রাক্ষণবাড়িয়া, বাংলাদেশ।
    • পাককোলা আনন্দধাম সাধুসঙ্গ। 
      • লালন ঘরের ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • বুড়ি ফকিরানী ও সামসুল ফকির।
      • অষ্টপ্রহরব্যাপী সাধুসঙ্গ।
      • পাককোলা, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • মাহতাব উদ্দীন মোহাম্মদ আবদুল কুদ্দুস সাহেবের বার্ষিক ওরশ।
      • তিনি ৭ জানুয়ারি ২০০৮ সালে দেহত্যাগ করেন।
      • তাঁকে সমাহিত করা হয় ১০ জানুয়ারি তারিখে।
      • সেই মোতাবেক প্রতিবছল ১০ জানুয়ারি মাজারে ওরশ পালিত হয়।
      • মাহতাব উদ্দীন মোহাম্মদ আবদুল কুদ্দুস সাহেব বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর আশেক।
      • মাহতাব উদ্দীন মোহাম্মদ আবদুল কুদ্দুস সাহেব ও তাঁর মা উম্মে কুলসুমের মাজার।
      • প: ঘাটলা বড়বাড়ি, বেগমগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/৭ জামা সানি ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • বঙ্গীয় তন্তুবায় সম্প্রদায়ের শ্রীশ্রীবিশ্বকর্মাপূজা।
    • সৈয়দ আজিম উদ্দীন শাহ্ (আজিম পাগলা)-এর ১ম ওফাত দিবস উপলক্ষে সাদুসঙ্গ।
      • ১ দিনব্যাপী সাধুসঙ্গ।
      • চালাকচর আজিম পাগরার বাগান বাড়ি।
      • মনোহরদী, নরসিংদী, বাংলাদেশ।
    • শাহ্ সূফী ফকির আলী আহমদ ও তাঁর সহধর্মিণী রহিমা খাতুনের মাজারে বার্ষিক ওরশ।
      • প্রতি বছর ২৭ পৌষ এক দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • ধানের শীষ গ্রাম, চর ওয়াপদা, সুবর্ণচর, নোয়াখালী, বাংলাদেশ।
    • রাজা মিয়া দরবেশ মাজারে বার্ষিক ওরশ।
      • বারপুরী হযরতের একনিষ্ঠ মুরিদ ও আশেক রাজা মিয়া দরবেশ।
      • প্রতিবছর ১১ জানুয়ারি বার্ষিক ওরশ পালিত হয়।
      • রাজা মিয়া দরবেশ মাজার শরীফ।
      • পিতাম্বরপর, সোনাইমুড়ী, নোয়াখালী, বাংলাদেশ।
    • খাজা শাহ্ সীফী মাওলামা শামছুল হুদা চিশতী (রহ) এর মাজারের বার্ষিক ওরশ।
      • হাজী ইমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহ) এর আশেক ও খলিফা হযরত খাজা আবদুল বারী চিশতী (রহ) এবং তার শাহজাদা খাজা শাহ্ সীফী মাওলামা শামছুল হুদা চিশতী (রহ)।
      • প্রতিবছর ২৭ পৌষ দরবারে ওরশ পালিত হয়।
      • নিচিন্তা দরবার শরীফ।
      • নিচিন্তা, ছাগলনাইয়া, ফেনী, বাংলাদেশ।
    • ফকির সোহরাব শাহ্’র ওফাত দিবেসের সাধুসঙ্গ।
      • লালন শাহ্ ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২৭ পৌষ ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • মণ্ডলপাড়া, বেলঘোরিয়া, কুষ্টিয়া সদর, বাংলাদেশ।

 

  • ১২ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/৮ জামা সানি ১৪৪৩ হিজরী/বুধবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শাম্বা দশমী।
    • স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস।
    • ঘনিয়া সাইদিয়া দরবারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১২ জানুয়ারি হযরত সাইদুর রহমান নকশেবন্দী মোজাদ্দেদী (রহ) এর ওরশ শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ২২ মে সূফি মুজিবুর রহমান নকশাবন্দী মোজাদ্দেদী (রহ) এর ওরশ শরীফ পালিত হয়।
      • এছাড়া ১৫ মার্চ বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
      • ঘনিয়া সাইদিয়া দরবার শরীফ।
      • ঘনিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।

 

  • ১৩ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২৯ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/৯ জামা সানি ১৪৪৩ হিজরী//বৃহস্পতিবার
    • একাদশী।
    • একাদশীয় একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গোস্বামী মতে, একাদশ্যারম্ভকল্পে মাঘ কৃত্যারম্ভ।
    • মহাযোগী তৈলঙ্গস্বামীর আবির্ভাব দিবস ও তিরোভাব।
    • স্বামী প্রণবানন্দজী মহারাজের তিরোধান দিবস।
      • ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা।
    • সাধক প্রবর শ্রীমদ যুগবশিষ্ঠদেবের শুভ আবির্ভাব দিবস।
    • মহাপুরুষ শ্রীশ্রী স্বামী কাঠিয়াবাবার শুভ আবির্ভাব তিথি।
    • হযরত শাহ্ মামোদ শাহ্ ফকিরের মাজার শরীফের উদ্যোগে ৬১২তম বার্ষিক ওরশ।
      • মাদারজাত আউলিয়া।
      • হযরত গোলামী শাহ্ ফকিরের মাজার, হযরত রশিদ শাহ্ ফকিরের মাজার, হযরত আলীম উদ্দিন শাহ্ ফকিরের মাজার, হযরত নবী শাহ্ ফকিরের মাজার, হযরত আবুল কাশেম শাহ্ ফকিরের মাজার।
      • ২৯ পৌষ থেকে ৩ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • দ্বিতীয় ও তৃতীয় রাতে বাউল গান।
      • ওরশে আশেকান ও ভক্তবৃন্দ স্ব-বান্ধবে আমন্ত্রণ।
      • শাহাপুর মাজার শরীফ।
      • রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
      • হাটুভাঙ্গা রেলস্টেশন হতে দক্ষিণ পাশে শাহপুর মাজার শরীফ।
    • শাহ্সুফী হযরত হাজী সৈয়দ আহমদ বাগদাদী (রহ) বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৯ ও ৩০ পৌষ মহাসমারোহে ওরশ পালিত হয়।
      • আশেকে আউলিয়াদের নিমন্ত্রণ।
      • হযরত হাজী সৈয়দ আহমদ বাগদাদী (রহ) দরবার শরীফ।
      • সোনাভানের বাড়ি, টঙ্গী ভরান, গাজীপুর, বাংলাদেশ।
    • শ্রীশ্রী সুবোধ চাঁদ ঠাকুরের ১২৭তম শুভ জন্মজয়ন্তী উৎসব।
      • মতুয়া সম্মেলন ও হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান।
      • প্রতিবছর ২৯-৩০ পৌষ বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়।
      • ঠাকুর শ্রীশ্রী হরি-গুরু সুবোধ চাঁদ সেবাশ্রম।
      • পূর্ব মনোহরপুর, মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী, বাংলাদেশ।

 

  • ১৪ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৩০ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ/১০ জামা সানি ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গোস্বামীমতে, দধিসংক্রান্তি ব্রত।
    • মকররাদি স্নান।
    • মকরসংক্রামণারম্ভকল্পে মাঘকৃত্যারম্ভ।
    • পৌষ সংক্রান্তি।
    • শ্রীশ্রী সত্যনারায়ণ ব্রত।
    • শ্রীশ্রীবাস্তু পুজা।
    • শ্রীশ্রী গঙ্গাদেবীর আবির্ভাবোলক্ষ্যে স্নান।
      • গঙ্গাসাগর সঙ্গমে স্নানদানাদি।
      • কপিলমুনির আশ্রম দর্শনলাভ।
      • পুজা ও গঙ্গাসাগর মেলা।
    • শ্রীশ্রী অন্নদাঠাকুরের সিদ্ধিলাভের উৎসব।
    • মুড়ারবন্দ দরবার শরীফের ৭০১ তম ওরশ মোবারক।
      • হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহ্ শালাহ্ আল মাদানী (র) সহ ১২০ আউলিয়ার বার্ষিক ওরশ।
      • পূর্ব-পশ্চিমে রওজা হযরত সৈয়দ শাহ্ ইসরাইল ওরফে শাহ্ বন্দেগী (র) ও হযরত সৈয়দ শাহ্ লিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (র) গং ১২০জন অলির রওজা বিদ্যমান।
      • ৩০ পৌষ থেকে ২ মাঘ ৩ দিনব্যাপী ওরশ।
      • হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহ্ শালাহ্ আল মাদানী (র) সহ ১২০ আউলিয়ার দরগাহ।
      • মুড়াবন্দ দরগাহ্ শরীফ।
      • দরবার শরীফ, মুড়ারবন্দ, নরপতি, চুনারুঘাট, হবিগঞ্জ, বাংলাদেশ।
      • শায়েস্তাগঞ্জ জংশন থেকে ৭কিমি দক্ষিণে।
    • হযরত ওমর আলী পাগলা’র (র) ৬৯ তম বার্ষিক ওরশ।
      • ৩ দিনব্যাপী ওরশ।
      • সংগীত পরিবেশ করবেন- কাজল দেওয়ান ও ছোট আবুল সরকার। কানন দেওয়ান ও পুতুল দেওয়ান।
      • হযরত ওম আল পাগলার মাজার প্রাঙ্গণ।
      • গাজীপুরা, পূর্ব-দক্ষিণ পাড়া, টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ।
      • প্রয়োজনে: ০১৬৮১৭০৫৮৬৮
    • শ্রীনাইল পাগলধাম আশ্রমে কেশা পাগলার মেলা।
      • সাধক পুরুষ নিরামিষভোজী কেশা পাগলা ওরফে পাগল নাথ সেলাইবিহীন পোশাক পরিধান করতেন।
      • তিনি পাগলধর্ম নামে নতুন একটি ধর্মের প্রবর্তন করেন।
      • শ্রীনাইল পাগলধাম আশ্রম।
      • মাসব্যাপী পৌষ সংক্রান্তি মেলা।
      • মেলা উপলক্ষে লোকজ সংগীত, পাগলনৃত্য, পুঁথিপাঠ, বাউল গান, সংযাত্রা ও যাত্রাগানের আয়োজন করা হয়।
      • দেওয়াইর, কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ।
    • দরবেশ খোদা বকস্ শাহ্-এর ২৮তম ওফাত দিবস উপলক্ষে সাধুসঙ্গ।
      • দরবেশ খোদা বকস্ শাহ্ স্মৃতি সংরক্ষণ সংসদ।
      • চাঁদপুর, সাগান্না, ঝিনাইদহ, বাংলাদেশ।
    • হযরত সৈয়দ শাহ্ নারিস উদ্দিন সিপাহশালার (মদনী) (র) পূর্ব-পশ্চিমে রওজা বার্ষিক ওরশ।
      • ৩০ পৌষ থেকে ২ মাঘ তিন দিনব্যাপী ওরশ।
      • ঐতিহাসিক দরবার শরীফ মুড়ারবন্দ।
      • হবিগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
    • আলী রজা প্রকাশ কানু শাহ (রহ) এর বিষু ও ওরশ।
      • সকল আশেকান ও তরিক্বত পন্থিদের দাওয়াত।
      • আলী শরফত রহমানিয়া হক মঞ্জিল।
      • ওষাখাইন আলী নগর দরবার শরীফ।
      • আনোয়ারা, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • কর্ণফুলী ব্রিজ থেকে বাসযোগে আনোয়ারা ছত্তারহাট। সেখানে নেমে সিএনজি বা রিক্সাযোগে দরবার শরীফ।

 

  • ১৫ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১১ জামা সানি ১৪৪৩ হিজরী//শনিবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • লোকনাথ বাবার উপবাস।
    • ওষখাইন আলী নগর দরবার শরীফের বিষু ও ওরশ।
      • ইসলামের প্রথম খলিফা হয়রত আবুবক্কর সিদ্দিক (র) বংশধর। চার ত্বরিকার পীর বেলায়তের সম্রাট ৩৬ বছর ধ্যানে এলাহি ১৮শতকের অন্যতম কবি ছুফি মওছুফ কুতুবে মাদার সিদ্ধ পুরুষ মহাকবি আগম শাস্ত্র প্রণেতা আল্লামা হযরত শাহ সূফি আলীরজা প্রকাশ কানুশাহ্ (র)’র জাহেরী নির্দেশিত পৌষ বিষু ও ওরশ মোবারক।
      • উক্ত বিষু ও ওরশে জাতি-ধর্ম নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • কর্ণফুলী ব্রিজ থেকে বাসযোগে আনোয়ারা ছত্তারহাট। সেখানে নেমে সিএনজি বা রিক্সাযোগে দরবার শরীফ।
    • পীরে কামেল হযরত বুলাহ্ সৈয়দ (রহ) এর মাজার শরীফ বার্ষিক ওরশ।
      • তিন দিনব্যাপি ওরশ অনুষ্ঠিত হয়।
      • বসন্তপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ।
    • ফতে মা পাগলির ওফাত দিবস।
      • ২০২০ সালের ১৫ জানুয়ারি তিন দেহত্যাগ করেন।
      • ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • আমির ভাণ্ডার ওরশ শরীফ।
      • প্রতিবছর ১ মাঘ বার্ষিক ওরশ পালিত হয়।
      • গাউছিয়া রহমান মনজিল।
      • আমির ভাণ্ডার দরবার শরীফ।
      • পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • চট্টগ্রাম নতুন ব্রীজ হতে বাস যোগে পটিয়া থানার মোড় নেমে রিক্সা বা পায়ে হেটে আমির ভাণ্ডার দরবার শরীফ।
    • দয়াল বাবা সৈয়দ হযরত হাফেজ মো আব্দুর রশিদ মস্তান (রহ) এর মাজারের বার্ষিক ওরশ।
      • ২০ পৌষ ১৪০২ বঙ্গাব্দ মঙ্গলবার রশিদ মস্তানের ওফাত হয়।
      • প্রতিবছর ১-৩ মাঘ ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • প্রতিবছর ২০-২২ পৌষ ৩ দিনব্যাপী রশিদ মস্তানের ওফাত দিবসে ওরশ পালিত হয়।
      • দরবারে মস্তান শরীফ।
      • নবীনচন্দ্র ঘোষ স্বামী রোড, পোস্তগোলা, ঢাকা, বাংলাদেশ।

 

  • ১৬ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১২ জামা সানি ১৪৪৩ হিজরী/রবিবার
    • চতুর্দ্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হযরত গরিব শাহ দেওয়ান (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • শ্রীপুর উপজেলার ছপদরপুর-নৌহাটা গ্রামে হযরত গরিব শাহ দেওয়ানের মাজার।
      • মাগুরা শহর থেকে ২০ কি.মি. উত্তরে।
      • নৌহাট্রা, ছপদরপুর, শ্রীপুর, মাগুরা, বাংলাদেশ।
    • দড়িকান্দি বাৎসরিক ৮৩তম ওরশ।
      • হযরত শাহ্সূফী আলহাজ্ব মাওলানা নোয়াব আলী আহম্মদ (র) এর খেলাফত প্রাপ্ত পীরজাদা পীরে কামেরল শাহ্সূফী হযরত মৌলভী একেএম জহিরুল হক (লিল মিয়া) (র) দ্বয়ের বার্ষিক ওরশ।
      • ৩ দিনব্যাপী ওরশ উৎসব।
      • মিলাদ জিকির, পালাগান, মুর্শিদী গানের আসর।
      • আপনারা উক্ত ওরশে আমন্ত্রিত।
      • দরিকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
      • ঢাকা থেকে গাড়ি যোগে বাঞ্ছারামপুর হয়ে দরিকান্দি, বা নরসিংদী লঞ্চ ও ট্রলার যোগে ছলিমগঞ্জ হয়ে ও ভৈরব থেকে লঞ্চ যোগে মানিকনগর হয়ে দরিকান্দি যাওয়া যায়।
    • রকমান শাহ সাধুর মৃত্যু দিবস।
      • মুরারবন্দ ১২০ আউলিয়া মাজারের ফিরোজ শাহ পুত্র রকমান শাহ।
      • তিনি ২০২২সালের ১৬ জানুয়ারি সকালে দেহত্যাগ করেন।
    • হযরত চাঁদ মিয়া আল সুরেশ্বরীর মাজারে ১০০তম ওরশ।
      • সুরেশ্বরী বাবার নির্দেশে প্রতি বছর ২ মাঘ বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত চাঁদ মিয়া আল সুরেশ্বরীর মাজার শরীফ।
      • পূর্ব সোশালিয়া, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।
    • হযরত জমিরউদ্দিন আহাম্মদ নূরনগরী বাবাজান (ক)এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২ মাঘ বার্ষিক ওরশ পালিত হয়।
      • নগর শরীফ দরবার।
      • চিওড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা, বাংলাদেশ।
    • শাহ্ সুফী হযরত নিজাম উদ্দিন (রহ) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর মাঘ মাসের ২ তারিখ বার্ষিক ওরশ পালিত হয়।
      • শাহ্ সুফী হযরত নিজাম উদ্দিনের মাজার শরীফ।
      • রুদ্রচুমা, উত্তর শাকতলী, পেড়িয়া, নাঙ্গলকোট, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ১৭ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১৩ জামা সানি ১৪৪৩ হিজরী/সোমবার
    • পূর্ণিমা।
    • শ্রীশ্রী সত্যনারায়ণ ব্রত।
    • পৌষীয়ং স্নানাদানাদি।
    • শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা।
    • শ্রীশ্রীদেবীর অঙ্গরাগযাত্রা।
    • গোস্বামীমতে, পৌর্নমাস্যারম্ভকল্পে মাঘকৃত্যারম্ভ।
    • ধান্যপূর্ণিমাব্রত।
    • ফকির জাফর মাস্তানের তিরোধানে সাধুসঙ্গ। 
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • লালন আখড়া, ছেঁউড়িয়া, কুষ্টিয়া।
    • হযরত জব্বার চাঁন শাহ্ (র)-এর বার্ষিক ওরশ।
      • পীরে কামেল হযরত মালেক চাঁন শাহ্ (র) এর সুযোগ্য ভক্ত হযরত জব্বার চাঁন শাহ্ (র)।
      • প্রতিবছরের মতো ৩ মাঘ দিনব্যাপী পালিত হয়।
      • দেওয়ান বাড়ি দরবার শরীফ।
      • কামরাঙ্গীরচর, ঢাকা, বাংলদেশ।
    • হযরত মিয়া নুর শাহ্ ফকিরের মাজারের বার্ষিক ওরশ।
      • স্থানীয়দের ধারণা, হযরত মিয়া নুর শাহ্ সিলেটে আগত ৩৬০ আউলিয়ার একজন।
      • প্রতিবছর মাঘ মাসের প্রথম সোমবার তাঁর পবিত্র ওরশ পালিত হয়।
      • হযরত মিয়া নুর শাহ্ ফকিরের মাজার শরীফ।
      • পদুয়া ফকিরবাড়ি, পদুয়া, করমবক্স বাজার, কবির হাট, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১৮ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১৪  জামা সানি ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • মুখ্যাচান্দ্র পৌষ গৌণ মাঘ কৃষ্ণপক্ষ।
    • প্রতিপদের  একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ফকির শফিকুল ইসলামের বয়াত দিবসের সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • শৌলমারী, ফতেইপুর, মেহেরপুর, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা হোসেন শাহ্ (র) এর ৪৭তম বার্ষিকী ভক্ত সম্মেলন।
      • ৪-৬ মাঘ তিন দিনব্যাপী ভক্ত সম্মেলন।
      • দরবার এ জ্বালালী।
      • হানারপাড় গোলাপবাগান, তেজখালী, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
      • নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া বা ভৈরব হতে লঞ্চ যোগে সলিমগঞ্জ ঘাট থেকে মাইল খানেক দক্ষিণেই হানারপাড় গোলাপবাগান।
      • প্রয়োজনে- ০১৭১৫৬০৮৫১২

 

  • ১৯ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১৫ জামা সানি ১৪৪৩ হিজরী/বুধবার
    • দ্বিতীয়ার  একোদ্দিষ্ট ও সপিগুন।
    • মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস।
    • গুরু ভগবান শ্রী রজনীশ ওশোর প্রয়াণ দিবস।
    • দয়াল বাবা গণি শাহ্ (র) এঁর ৫৩তম পবিত্র বার্ষিক মহাসম্মেলন।
      • ৫, ৬ ও ৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।
      • ১৯, ২০ ও ২১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ।
      • রোজ বুধ বৃহস্পতি, ও শুক্রবার।
      • দেশবরেণ্য শিল্পীদের দ্বারা পালাগানের আসর অনুষ্ঠিত হবে।
      • দরবার-এ-এলাহী, দয়াল নগর, থোল্লাকান্দি, বড়িকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
    • শেখ আনছার আলী শাহ্ (র)-এর ৭৫তম বার্ষিক ওরশ।
      • ওরশে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • দরবারে আনসারীয়া (বড় ঠাকুর পাড়া)।
      • পূর্ব গুজরা, দক্ষিণ রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • শাহে আম্বিয়া মা শাহে সেতারার বার্ষিক ওরশ।
      • সারা দিনব্যাপী ওরশ।
      • রাতব্যাপী ভক্তিমূলক গানের অনুষ্ঠান।
      • মা সেতারার দরবার শরীফ।
      • ৫নং মাছ ঘাট, খুলনা, বাংলাদেশ।
      • ০১৭৭৪৯০৭০৫৫, ১০৯১৫৩৩৩০৬৪
    • পেয়ার আলী স্মরণে ওরশ।
      • ৫ মাঘ দিনব্যাপী
      • দৌলতপুর, মানিকগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২০ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১৬ জামা সানি ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • তৃতীয়ার  একোদ্দিষ্ট ও সপিগুন।
    • বাৎসরিক ওরশ, সাধুসভাসন ও ভক্তসঙ্গ।
      • ২৪ ঘণ্টার সাধুসঙ্গ।
      • চার দিনব্যাপী লালন গানের আসর।
      • (নিজ বাড়ি) নবধাম, পয়লা, ঘিওর, মানিকগঞ্জ।
      • যোগাযোগ: ড. হানিফ মিয়া- ০১৭১৭৩৩৪৮৭২।
    • খন্দকার হযরত শাহ্ সূফী টকি মোল্লা (র)’র তিরোধান দিবস উদযাপন।
      • ৩ দিনব্যাপী অনুষ্ঠান।
      • সূফী টকি মোল্লার মাজার।
      • রাজপ্রসাদ মাজার প্রাঙ্গণ, রায়পুরা-নরসিংদী, বাংলাদেশ।
    • হযরত শাহ্ সুফি হাফেজ ছাইয়েদুল আলম চিশতী (র) প্রকাশ চাদু মামা দরবার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২০ জানুয়ারি বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত শাহ্ সুফি হাফেজ ছাইয়েদুল আলম চিশতী (র) এর দরবার শরীফ।
      • ইসলামপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ।
    • হযরত মাওলানা আলহাজ্ব জিয়াউল হক আল কাদরী এবং সৈয়দ মীর হোসেন আল কাদরীর ওফাত উপলক্ষে বার্ষিক ওরশ।
      • তাপস সম্রাট হযরত সৈয়দ মিরাণ শাহ্ তাঁতারী (রহ) খলিফা হযরত মাওলানা আলহাজ্ব জিয়াউল হক আল কাদরী পীর সাহেব।
      • মিরাণীয়া দরবার শরীফের খাদেম সৈয়দ মীর হোসেন আল কাদরী।
      • তাপস সম্রাট হযরত সৈয়দ মিরাণ শাহ্ তাঁতারী (রহ) -এর মাজার।
      • চান্দপুর, গালিমখারবাগ, কটিয়াদী, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১৭ জামা সানি ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • স্বামী ব্রম্মানন্দের আবির্ভাব দিবস।
    • শ্রীমৎ দীননাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব।
      • লোকনাথ বাবার আশ্রম।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • বাউল কবি রশিদ উদ্দিনের ১৩৩তম জন্মবার্ষিকী।
      • ১৮৮৯ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি নেত্রকোণা জেলা শহরের পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
      • ১৯৩০ খ্রিস্টাব্দে রশিদ উদ্দিন জন্ম দিয়েছেন তর্ক ধর্মী নতুনধারার ‘মালজোড়া বাউল গান’।
      • ১৯২৯ খ্রিস্টাব্দে তিনি ‘স্বর রাজ লহরি’ নামে একটি গানর বই রচনা করেন।
      • ‘মানুষ ধরো, মানুষ ভজো’ গানের জন্য ১৯৯৯ সালে তাকে মরোণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।
      • তিনি ১৯৬৪ খ্রিস্টাব্দের ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
      • নেত্রকোণা, বাংলাদেশ।
    • আদবের স্থান খ্যাত মীর্জাখীল দরবার শরীফের বার্ষিক ওরশ।
      • এই দরবারের যাত্রা শুরু আড়াইশো বছরের ও আগে।
      • এই দরবার শরীফের অন্যতম বৈশিষ্ট্য হলো আগত সকল মানুষ এখানে থাকতে ও পেটপুরে খেতে পায়। দান বাক্স মুক্ত একটাই দরবার হয়তো এটাই।
      • এই দরবারের পীর সাহেবের উপাধী শাহ্ জাহাঁগীর।
      • প্রতিবছর এই দরবারে বেশ কয়েকটি ওরশ পালিত হয়।
      • প্রতিবছর ১২ জ্বেলকদ প্রথম শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা শেখুল আরেফীন মৌলানা মোখলেছুর রহমান (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • ১৭ জ্বেলহজ্ব দ্বিতীয় শাহ জাহাঙ্গীর সাইয়্যেদেনা ফখরুল আরেফীন মৌলানা আবদুল হাই (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • ২৪ জমাদিউস সানী তৃতীয় শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা শামছুল আরেফীন মৌলানা মোখসুসুর রহমান (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ১৭ জমাদিউস সানী মীর্জাখীল দরবার শরীফের বর্তমান পীর চতুর্থ শাহ জাহাঙ্গীর সাইয়্যেদেনা তাজুল আরেফীন মৌলানা আরেফুল হাই সাহেবের বেলাদাত শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ২৪ রমজান পঞ্চম শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা ইমামুল আরেফীন ড মৌলানা মাকছুদুর রহমান (ক) এর বেলাদত শরীফ পালিত হয়।
      • উনারা আখেরী নবীর বংশের সনদ প্রাপ্ত ছৈয়দ।
      • আদবের স্থান খ্যাত মীর্জাখীল দরবার শরীফ।
      • মীর্জাখীল, বাংলাবাজার, সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলাদেশী।
    • এতিম মিয়া দরবেশ সাহেবের ওরশ।
      • প্রতিবছর ৭ মাঘ বার্ষিক ওরশ পালিত হয়।
      • এতিম মিয়া দরবেশ সাহেবের মাজার।
      • বীজবাগ, সেনবাগ, নোয়াখালী, বাংলাদেশ।
    • পীরে কামেল শাহ্ সূফি হযরত শামছুল হক আল্ কাদেরী (রহ)-এর ২১তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৭ মাঘ বার্ষিক ওরশ পালিত হয়।
      • মাজার শরীফ গোসল ও গিলাফ চড়ানো, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ।
      • সারা রাতব্যাপী বাউল পালা গান।
      • পবিত্র মাজার শরীফ সংলগ্ন পীর সাহেব বাড়ি।
      • বালিয়া, ধামরাই, ঢাকা, বাংলাদেশ।
    • দয়াল বাবা কামাল শাহ্ (র) বার্ষিক ওরশ।
      • শাহেন শাহ্ হযরত দয়াল বাবা রাহাত আলী শাহ্ (র) আওলাদ দয়াল বাবা হাসান শাহ্ (র) এর ভক্ত দয়াল বাবা কামাল শাহ্ (র)।
      • প্রতিবছর ২১ জানুয়ারি বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • রাতব্যাপী পালাগানের আসর অনুষ্ঠিত হবে।
      • সকলে সাদরে আমন্ত্রিত।
      • দয়াল বাবা কামাল শাহ্ (র) এর মাজার।
      • মহিশমারি, হোমনা, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ২২ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১৮ জামা সানি ১৪৪৩ হিজরী/শনিবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ফর্সা হাজী স্মরণে লালন সাঁইজির গান’১৪২৮।
      • ফর্সা হাজী স্মরণে লালন ফকিরের গান পরিবেশ করবে দেশবরেণ্য শিল্পীরা।
      • ফর্সা হাজীর মাজার, শ্রীরামপুর।
      • রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।

 

  • ২৩ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/৯ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/১৯ জামা সানি ১৪৪৩ হিজরী/রবিবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি।
      • ১৮৯৭ সালে তিনি এই দিনে জন্মগ্রহণ করেন।
      • ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক।
    • হযরত লাল মিঞা শাহ্ পূর্ণাত্মার ৮৩তম ওরশ।
      • ৯ মাঘ দিনব্যাপী।
      • উরকিরচর শাহী দরবার শরীফ।
      • রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা সোলেমান শাহ্ (র)-এর ৪৬তম ভক্ত মহা সম্মেলন।
      • ৯-১১ মাঘ তিন দিনব্যাপী ভক্ত সম্মেলন।
      • দিন রাত ব্যাপী পাগল আশেকানদের হালকা জিকির ও প্রেমানন্দে নৃত্য।
      • এই মহা পবিত্র ওরশ শরীফে সকল ভক্তবৃন্দ ও আশেকানদের উপস্থিতি থাকার জন্য আমন্ত্রণ রইল।
      • পঞ্চবটি দরবার শরীফ (ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা)।
      • মাথাভাঙ্গা হাইস্কুল, হোমনা, কুমিল্লা, বাংলাদেশ।
      • বিভিন্ন জেলা হতে হোমনা গৌরীপুর রাস্তার পঞ্চবটি বাসস্ট্যান্ড, নৌকাযোগে পঞ্চবটি মাজার ঘাট।
    • হযরত বাদশাহ শাহ কারামাত( রহ) এর মাজারের বার্ষিক ওরশ।
      • বাবা শাহ মিরান (রহ) এর সফর সঙ্গী হযরত বাদশাহ শাহ কারামাত( রহ)।
      • হযরত বাদশাহ শাহ কারামাত( রহ) এর মাজার শরীফ।
      • প্রতিবছর ৯-১০ মাঘ ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
      • মধ্য আঙ্গারপাড়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • মোসলেম শাহ্ আল্ মাইজভাণ্ডারী (ক)’র ৩য় তম বার্ষিক ওরশ।
      • গাউছে জামান, মুর্শিদে বরহক, হাযত রাওয়া, মুশকিল কোশা হযরত শাহ্ছুফী মোসলেম শাহ্ আল্ মাইজভাণ্ডারী (ক)।
      • প্রতিবছর ৯ মাঘ মহাসমারোহে মোসলেম ভাণ্ডারে পালিত হয়।
      • মোসলেম ভান্ডার দরবার শরীফ।
      • ফতেপুর ৪নং ওয়ার্ড, মাহমুদাবাদ উত্তর পাড়া, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • চট্টগ্রাম হতে হাটহাজারী রোডে নন্দীরহাট বাজারে নেমে সিএনজি বা রিক্সা যোগে মাহমুদাবাদ উত্তর পাড়া এসে মোসলেম ভাণ্ডার শরীফে যাওয়া যায়।

 

  • ২৪ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২০ জামা সানি ১৪৪৩ হিজরী/সোমবার
    • সপ্তমির একোদ্দিষ্ট ও সপিগুন।
    • স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি।
      • রামকৃষ্ণমিশন, ঢাকা, বাংলাদেশ।
    • সাধক কবি মহর্ষি মনোমোহন -এর ১৪৪ তম জন্মোৎসব
      • রাতব্যাপী সাধক মনোমোহনের গানের আসর ও মেলা।
      • সকলে নিমন্ত্রিত।
      • আনন্দ আশ্রম।
      • সাতমোড়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • বড়পীর দস্তগীর কুদ্দুছাছির রুহুল আজিজ এ রুহানি ফায়েজ হাছেল উপলক্ষে ওরশ।
      • দরবার শরীফ চিলোকূট 
      • ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • খাজা শাহবাজের মাজারের বার্ষিক ওরশ।
      • একদিন ব্যাপী।
      • খাজা শাহবাজের মাজার।
      • সোহরাওয়ার্দী উদ্যান, চারনেতার মাজার সংলগ্ন, ঢাকা, বাংলাদেশ।
    • খোদা বকস শাহ (হরিয়ার ঘাট) জন্ম তিথি।
      • ১২৭২ বঙ্গাব্দের ১০ মাঘ তিনি জন্মগ্রহণ করেন।
      • তিনি ছিলেন মনিরুদ্দীন শাহ’র অন্যতম শিষ্য।
      • হরিয়ার ঘাট, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ, বাংলাদেশ।
    • স্যামপুর দায়রা শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতিষ্ঠাতা যকি উদ্দিন হোসাইনি চিশতী শ্যামপুরি।
      • প্রতিবছর ১০ মাঘ মাস ব্যাপি ওরস পালিত হয়।
      • স্যামপুর দায়রা শরীফ।
      • স্যামপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • আদবের স্থান খ্যাত মীর্জাখীল দরবার শরীফের বার্ষিক ওরশ।
      • এই দরবারের যাত্রা শুরু আড়াইশো বছরের ও আগে।
      • এই দরবার শরীফের অন্যতম বৈশিষ্ট্য হলো আগত সকল মানুষ এখানে থাকতে ও পেটপুরে খেতে পায়। দান বাক্স মুক্ত একটাই দরবার হয়তো এটাই।
      • এই দরবারের পীর সাহেবের উপাধী শাহ্ জাহাঁগীর।
      • প্রতিবছর এই দরবারে বেশ কয়েকটি ওরশ পালিত হয়।
      • প্রতিবছর ১২ জ্বেলকদ প্রথম শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা শেখুল আরেফীন মৌলানা মোখলেছুর রহমান (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • ১৭ জ্বেলহজ্ব দ্বিতীয় শাহ জাহাঙ্গীর সাইয়্যেদেনা ফখরুল আরেফীন মৌলানা আবদুল হাই (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • ২৪ জমাদিউস সানী তৃতীয় শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা শামছুল আরেফীন মৌলানা মোখসুসুর রহমান (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ১৭ জমাদিউস সানী মীর্জাখীল দরবার শরীফের বর্তমান পীর চতুর্থ শাহ জাহাঙ্গীর সাইয়্যেদেনা তাজুল আরেফীন মৌলানা আরেফুল হাই সাহেবের বেলাদাত শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ২৪ রমজান পঞ্চম শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা ইমামুল আরেফীন ড মৌলানা মাকছুদুর রহমান (ক) এর বেলাদত শরীফ পালিত হয়।
      • উনারা আখেরী নবীর বংশের সনদ প্রাপ্ত ছৈয়দ।
      • আদবের স্থান খ্যাত মীর্জাখীল দরবার শরীফ।
      • মীর্জাখীল, বাংলাবাজার, সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলাদেশী।
    • মাইজভান্ডারি খানকা শরীফের দুই খাদেমের মাজারের বার্ষিক ওরশ।
      • আবদুল মান্নান মৌলভী সাহেবের স্থলাভিষিক্ত শাহ্ আবদুল হামিদ মুন্সী [বাবা ভান্ডরী (ক) কর্তৃক মনোনীত] এবং খাদেম আম্মদ উল্যাহ (শফি বাবা কতৃক মনোনীত)।
      • প্রতিবছর ২২ ফাল্গুন এবং ১০ মাঘ আশেকদ্বয়ের বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • দায়রা বাড়ি (টুইন্যার বাড়ি), পশ্চিম শেখপুরা, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ২৫ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২১ জামা সানি ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ব্রাহ্মসমাজে মাঘোৎসব।
      • বাংলাদেশ ব্রাহ্মসমাজ মন্দির।
      • লয়াল স্ট্রিট, সদরঘাট, ঢাকা, বাংলাদেশ।
    • মাইকেল মধুসুদন দত্তের জন্মদিবস।
      • সাগরদাড়ি, যশোর, বাংলাদেশ।
    • মাবুদুল হক বাবার মহান খোশ রোজ শরীফ ৮৯তম ওরশ।
      • আওলাদে রাসূল সূফী সম্রাট সুলতানুল মোনাজেরীন মুফতী-এ-আযম হযরত মাওলানা সৈয়দ মাবুদুল হক (ক)।
      • ১১মাঘ একদিনব্যাপী ওরশ।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • খাসেরচর দায়রা শরীফ।
      • খাসেরচর, নরসিংদী, বাংলাদেশ।
    • দরবেশ গরিবুল্লাহ শাহ্’র তিরোধান দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১১ মাঘ অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • কাঁথুলী, মেহেরপুর, বাংলাদেশ।
    • হযরত সৈয়দ খাজা গোলাম রাব্বানী (রহ) মাজার শরীফ।
      • প্রতিবছর বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয় ২৫-২৭ জানুয়ারি ৩ দিনব্যাপী।
      • হযরত সৈয়দ খাজা গোলাম রাব্বানী (রহ) মাজার শরীফ।
      • কুতুববাগ দরবার শরীফ।
      • বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২৬ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২২ জামা সানি ১৪৪৩ হিজরী/বুধবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের মহাপ্রয়াণ।
      • ৫৪তম মহাপ্রয়াণ দিবস।
      • অনুকূল ঠাকুর আশ্রম।
      • হেমায়েতপুর, পাবনা, বাংলাদেশ।
    • ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের শাহেনশাহ আউলিয়া কুতুবে জামানশাহ সুফী হযরত সৈয়দ আক্তারুল হোসাইন (রহ) এর ওফাত উপলক্ষে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১২ মাঘ ওরশ অনুষ্ঠিত হয়।
      • খান্দুরা দরবার শরীফ।
      • নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • হযরত আবদুল আলী শাহ (বোবা দরবেশ) এর বার্ষিক ওরশ।
      • জন্ম তারিখ ও জন্মস্থান অজ্ঞাত। তবে জানা যায়, মৃত্যুর আগে একটানা বিশ বছর অবস্থান করেছিলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর বাজারে। তিনি জগতপুর বাজারে হেফজখানা পরিচালনা করতেন।
      • আরবী, ফার্সি ও উর্দুু ভাষায় ছিল তাঁর অঘাত পাণ্ডিত্য।
      • কথা বলার সক্ষমতা থাকলেও তিনি সবসময় নিরবতা পালন করতেন বলে লোকে তাঁকে বোবা দরবেশ বলে ডাকতেন। সকল সময় নামাজ, রোজা ও জিকির ও ইবাদতে মগ্ন থাকতেন।
      • কেউ কোন তথ্য বা তত্ত্ব জানতে চাইলে তিনি ঐ ব্যাক্তির জানা ভাষায় কাগজে লিখে দিতেন।
      • ১৯৭৮ খ্রিষ্টাব্দে তিনি ওফাতপ্রাপ্ত হন।
      • প্রতিবছর মাঘ মাসের ১২ তারিখ উনার স্মরণে ওরস মাহফিলের আয়োজন করা হয়।
      • হযরত আবদুল আলী শাহ (বোবা দরবেশ) এর মাজার শরীফ।
      • জগতপুর, আশ্রাফপুর ইউনিয়ন, কচুয়া, চাঁদপুর, বাংলাদেশ।

 

  • ২৭ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২৩ জামা সানি ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • বায়তুস সাইফ দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা সাইফুল ইসলাম ছিদ্দিকী (রহ) মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৭-২৯ জানুয়ারি দরবারে সুন্নী এস্তেমা অনুষ্ঠিত হয়।
      • এছাড়া প্রতিবছর ৩০ জুলাই তাঁর দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • সাইফুল ইসলাম ছিদ্দিকীর মাজার শরীফ।
      • সাইফিয়া দরবার শরীফ, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • মাওলানা সৈয়দ নূর আহমদ ছানীয়ে নূরনগরী (কু ছি আ) এর বার্ষিক ওরশ।
      • নূরনগর দরবার শরীফের আ’লা হুজ্জাতুল মারেফত হযরত শাহসূফী কুতুবুল আউলিয়া মাওলানা সৈয়দ নূর আহমদ ছানীয়ে নূরনগরী (কু ছি আ)।
      • প্রতিবছর ১৩ মাঘ ওরশ অনুষ্ঠিত হয়।
      • ওরশ উপলক্ষে বাদ যোহর মাজার শরীফ গোসল, গিলাফ পরিধান, মিলাদ দরূদ ছালাতু ছালাম পেশ, আলোচনা, কাওয়ালী সংগীত পরিবেশিত হবে।
      • নূরনগর দরবার শরীফ।
      • বুড়িচং, ময়নমতি ইউনিয়ন কাঁঠালিয়াম, কুমিল্লা, বাংলাদেশ।
      • কুমিল্লা ক্যান্টনমেন্ট হতে অটো যোগে ব্রাহ্মণবাড়িয়া/সিলেট রোডমুখী- দেড় কিমি উত্তরে ময়নামতি ‘সাহেবের বাজার’ নামতে হবে। সেখান হতে দুই কিমি উত্তর-পূর্ব গোমতী নদীর আইলের পশ্চিম পার্শ্ব দিকে হয়ে অটো যোগে কাঁঠালিয়া মাজার বাড়ি যেতে হবে।
    • জিন্দাপীর হযরত শাহ্ সূফী ছৈয়দ জকি উদ্দীন হোসাইনী (রহ) মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর মাঘ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার থেকে ৬ দিনব্যাপী তার ওরশ শরীফ পালিত হয়।
      • জিন্দাপীর হযরত শাহ্ সূফী ছৈয়দ জকি উদ্দীন হোসাইনী (রহ) মাজার।
      • সামপুর দায়রা শরীফ, সামপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • সৈয়দ মাওলানা মো মোরশেদ আলী (রহ) এর বার্ষিক ওরশ।
      • পীরে কামেল শাহ্ সুফী সৈয়দ মাওলানা মো মোরশেদ আলী (রহ) ওরফে বিরকীর হুজুর।
      • তিনি ১৩ মাঘ ১৪০৬ বঙ্গাব্দ/ ২৫ জানুয়ারি ২০০০ খ্রিষ্টাব্দ বুধবার বিকাল ৩:৫৫ মিনিটে দেহত্যাগ করেন।
      • প্রতিবছর ১৩ মাঘ তার বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • বিরকীর হুজুরের মাজার শরীফ।
      • কাইতোয়া মিয়া বাড়ি, শাহ্ রাস্তি।
      • বরইমুড়ি, মনোহরগঞ্জ, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ২৮ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২৪ জামা সানি ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • একাদশী।
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হযরত দয়াল বাবা আবু ইউসুফ ওরফে অহিদ শাহ্’র ৩২তম বার্ষিক ভক্ত মহা সম্মেলন।
      • ২৮-৩০ জানুয়ারি তিন দিনব্যাপী ভক্ত মহা সম্মেলন।
      • প্রতিদিন রাতব্যাপী বাউল গানের আসর।
      • জুল্লে জালাল দরবার শরীফ।
      • দরিকান্দি (ইমাম নগর), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • ইয়া রব খানকা শরীফে বার্ষিক ওরশ।
      • খানকায়ে ইয়া রব সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ক) এঁর আশেক আবুল কাশেম মাইজভান্ডারী প্রকাশ ইয়া রব।
      • প্রতিবছর ১০ মহররম ও ১৪ মাঘ বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • বায়তুস সাইফ দরবার শরীফ।
      • চর মেঘা, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ২৯ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৫ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২৫ জামা সানি ১৪৪৩ হিজরী/শনিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • সুফি সাধক হযরত আফাজ উদ্দিন শাহ (রহ) এবং শিষ‍্য হযরত শরিয়ত উল্লাহ (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।
      • আফাজ পাগলার মাজার।
      • বাঠ‌ইমুড়ি, নালী, ঘিওর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
      • মানিকগঞ্জ শহর থেকে দূরত্ব ১৮ কিমি।
    • কালাচাঁদ ফকিরের সাধুসঙ্গ।
      • তিনি ১৫ মাঘ ১৩৫৮ বঙ্গাব্দে দেহত্যাগ করেন।
      • প্রতিবছর ১৫ মাঘ ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • কালাচাঁদ ফকিরের আখড়াবাড়ি।
      • হাট কানপাড়া, দূর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
    • আইয়ুব মাস্তানের বার্ষিক সঙ্গ।
      • প্রতিবছর ১৫ মাঘ ৫ দিনব্যাপী সঙ্গ অনুষ্ঠিত হয়।
      • সকলে আমন্ত্রিত।
      • মহেষপুর থানা, ঝিনাইদহ, বাংলাদেশ।

 

  • ৩০ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২৬ জামা সানি ১৪৪৩ হিজরী/রবিবার
    • মেরু ত্রয়োদশী।
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীরটন্তীকালিকা পূজা।
    • শ্রীশ্রীদেবীর রটন্তীযাত্রা।
    • শ্রীশ্রীমা ছিন্নমস্তা দেবী ও শ্রীশ্রীমা বগলাদেবীর আবির্ভাব।
    • মহাত্মা গান্ধীর প্রয়াণ।
    • ১৬ প্রহরব্যাপী নামকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তনসহ বার্ষিক মহোৎসব।
      • চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী গ্রাম।
      • সিরাজদিখান, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
      • ব্রজধাম সেবা সংঘের পরিচালনায়। 
    • শেখ জামাল উদ্দিন টুনটুন ফকিরের বার্ষিক (সপ্তম) সাধুসঙ্গ ও লালন ভাবসংগীত সন্ধ্যা।
      • ২৪ ঘণ্টাব্যাপী লালন ঘরের সাধুসঙ্গ
      • সাহস ধাম।
      • চৌড়হাস, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • সূফী সাধক আজগর আলী শাহ্ (রহ) এর বার্ষিক ওরশ।
      • তিনদিন ব্যাপী ওরশ অনুষ্ঠান।
      • ছনছাড়া এতিমখানা মাঠ সংলগ্ন শিবপুর ইউনিয়ন, ভৈরব থানা, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত বজলের রহমান দরবেশ সাহেবের মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৬ মাঘ তাঁর দরবারে বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত বজলের রহমান দরবেশ সাহেবের মাজার শরীফ।
      • বেগমগঞ্জ (গণিপুর, রেল সিগনাল বাতির পূর্বে), নোয়াখালী, বাংলাদেশ।
      • তাঁর শাহজাদা গোলাপ শাহ্ উক্ত দরবারের মোন্তাজেমের দায়িত্ব পালন করছেন।
    • পীরে কামেল হযরত ফকির শাহ্ সৈয়দ মো আব্দুল সালাম মোল্লা শাহ্ ওরফে পাগল সালাম মুন্সী (রহ) এর ৩৭তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৬ মাঘ ওরশ অনুষ্ঠিত হয়।
      • রাতব্যাপী বাউল গান পরিবেশিত হবে।
      • সকল ভক্ত-আশেকান আমন্ত্রিত।
      • পাগল সালাম মুন্সীর মাজার।
      • শিবপুর মধ্যপাড়া মাজার প্রাঙ্গণ, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
    • হযরত আমিনুল ইসলাম ওরফে আসাদুল্লাহ্ (রহ) লাঠিয়াল বাবার ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • লাঠিয়াল বাবা ২০০০ সালে দেহত্যাগ করেন।
      • ওফাত দিবস উপলক্ষ্যে প্রতিবছর ৩০ জানুয়ারি ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী ভক্তিমূলত গান পরিবেশিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) মাজার শরীফ চত্ত্বর।
      • জামালপুর, মতিহার, রাজশাহী, বাংলাদেশ।

 

  • ৩১ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ/১৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ/২৭ জামা সানি ১৪৪৩ হিজরী/সোমবার
    • চতুর্দ্দশী এবং অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অমাবস্যার নিশিপালন।
    • করতোয়া স্নান।
    • শ্রীশ্রী মাতা ব্রহ্মানন্দতীর্থনাথের আবির্ভাব দিবস।
    • হযরত দয়াল বাবা মাতলা শাহ্-র ১তম বার্ষিক ভক্ত ও আশেকান সম্মেলন।
      • ১৫-১৭ই মাঘ তিন দিনব্যাপী ওরশ।
      • দবরবার এ এলাহি।
      • দয়ালের নিজ বাড়ি।
      • শ্যমগ্রাম পূর্বপাড়া (৫নং ওয়ার্ড), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা গণি শাহ্ (র)-এর রূহানী দরবার শরীফ এর ভক্ত ও আশেকান ২১তম বার্ষিক মহাসম্মেলন।
      • ১৭মাঘ একদিনব্যাপী সম্মেলন।
      • সকলে সবান্ধবে আমন্ত্রিত।
      • ধরখার, শাহ্ মো ইউসুফ আলী মুন্সীর বাড়ি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
      • ধরখার বাসস্ট্যান্ড থেকে অর্ধ কিমি পশ্চিমে।
    • শাহ্সুফি হযরত হীরন খাঁ প্রকাশ খেতা শাহ্ (রহ)’র বার্ষিক ওরশ।
      • হযরত হাজী সৈয়দ শাহ্ আহমদ বাগদাদী (রহ)’র দরবারের খাদেম শাহ্সুফি হযরত হীরন খাঁ প্রকাশ খেতা শাহ্ (রহ)।
      • প্রতিবছর ১৭ মাঘ মহাসমারোহে ওরশ পালিত হয়।
      • আশেকে আউলিয়াদের নিমন্ত্রণ।
      • হযরত হাজী সৈয়দ আহমদ বাগদাদী (রহ) দরবার শরীফ।
      • সোনাভানের বাড়ি, টঙ্গী ভরান, গাজীপুর, বাংলাদেশ।
    • কদম আলী মস্তান বাবাজানের ওফাত দিবস উপলক্ষ্যে বার্ষিক ওরশ।
      • কলিযুগে পাগলকুলের শিরমণি ফানাফিল্লাহ বাকাবিল্লাহ শাহান শাহ্ হযরত দয়াল বাবা কদম আলী মস্তান।
      • প্রতিবছর ১৭-২৪ মাঘ সপ্তাহব্যাপী বাবার ওফাত দিবসে বার্ষিক ওরশ পালিত হয়।
      • এছাড়াও প্রতিবছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ফল ফাতেহার আয়োজন করা হয়।
      • এছাড়া প্রতিবছর ৭ অগ্রহায়ণ ভেলা ভাসানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
      • এছাড়া প্রতিবছর ৫-৬ পৌষ ২ দিনব্যাপী বাবা জানের নামে শিন্নির আয়োজন করা হয়।
      • হযরত দয়াল বাবা কদম আলী মস্তান (র) এর দরবার শরীফ।
      • দিঘলী, লৌহজং, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।

 

এছাড়া প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয় যে সকল অনুষ্ঠান

(বিশেষ কারণে মাঝেমধ্যে দিন পরিবর্তন হলেও বেশিভাগ সময়ই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়)

  • কোরবান শাহ্ ফকিরের আখড়ায় মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • কোরবান শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
    • বাগলপাড়া, দুর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
  • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমীর সপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী।
    • সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
  • বিশ্ব লালন সংঘের নিয়মিত সাপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • লালন ভক্ত, অনুরাগী ও অনুসারীদের আমন্ত্রণ।
    • সাংস্কৃতিক সংগঠন ঐকতানের কার্যালয়।
    • হসপিটাল রোড, কোনাবাড়ি, গাজীপুর সিটি, বাংলাদেশ।
  • সাধুরবাজারের মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি ইংরেজি মাসের দুই তারিখে রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সাধুর বাজার।
    • লোহাগাছিয়া, গাজীপুর, বাংলাদেশ।
  • পবিত্র মাসিক ফাতেহা শরীফ।
    • প্রতি মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
    • কার্যক্রম- সকাল ৮.৩০-১২টা পর্যন্ত পবিত্র দরূদ শরীফ শুরু হয় অতপর ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নেওয়াজ শরীফ বিতরণ করা হয়।
    • মুরিদান আশেকান ভক্ত সবাইকে আমন্ত্রণ।
    • বাবা সিরাজ শাহ্’র আস্তানা।
    • পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

[বি.দ্র. পঞ্জিকায় উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণের দিন-তারিখ নির্দিষ্ট করা মোটেও সহজ কাজ নয়। কারণ আমাদের দেশে একই সাথে চার ধরণের পঞ্জিকার দিন-তারিখ মেনে উৎসব-অনুষ্ঠান আয়োজিত হয়। খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকার পাশাপাশি চলে আসছে দুটি বাংলা পঞ্জিকা। এর ‘বাংলা পঞ্জিকা’টি চলে তিথি অনুসারে। আর‘বাংলাদেশী পঞ্জিকা’টি চলে দিন গুনে তারিখ হিসেবে। পর ফলে কোনো একটি দিবস নির্ণয় করতে গেলে চারটি তারিখ সামনে চলে আসছে-

১. বাংলা তিথি অনুযায়ী একটি তারিখ।
২. বাংলা তারিখ (বাংলাদেশী পঞ্জিকা মতে) একটি তারিখ।
৩. খ্রিস্টিয় পঞ্জিকা মতে একটি তারিখ।
৪. আরবী পঞ্জিকা মতে একটি তারিখ।

সেই দিবসকে কেন্দ্র যে উৎসবাদি আয়োজন হয় তা কোন পঞ্জিকা মেনে হয় তা নির্দিষ্ট করা সহজ হয় না। যদিও এতে খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকা মতে যে দিবসগুলো পালিত হয় তা অনেকটা নির্দিষ্ট। কিন্তু বাংলা দিবসকে মেনে যা করা হয় তা নিয়ে অধিক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ একই দিবসকে এক এক জন এক এক পঞ্জিকা মতে অনুসরণ করে।

সে কারণে নির্ভুল পঞ্জিকা বির্নিমাণ করা সহজ নয়। তাই এরূপ কোনো ত্রুটি-বিচূতি যদি দৃষ্টিগোচর হয়। তাহলে আবশ্যই অবগত করার বিনীত অনুরোধ রইলো। যাতে তা সংশোধন করার সুযোগ তৈরি হয়। সাধুগুরুপাগলভক্ত সর্বচরণে ভক্তিপূর্ণ এই নিবেদন –ভবঘুরেকথা.কম।]

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি  (মাঘ-ফাল্গুন)>>

…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

…………………….
পঞ্জিকার তথ্যসূত্র:
লোকনাথ ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
সুদর্শন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বিশুদ্ধ সনাতন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
উইকিপিডিয়া।
বাংলাপিডিয়া।
সাধুগুরুপাগলভক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য।
দরবার-আখড়া-আশ্রম থেকে প্রাপ্ত তথ্য।
ভাববাদ-আধ্যাত্মবাদের বিভিন্ন গ্রুপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!