ভবঘুরেকথা

যদি মন স্থির থাকে

যদি মন স্থির থাকে গুরু-নারায়ণের যুগল-চরণে,
ভবে কি ভয় তোমার আছে হে এবার প্রাণান্ত দিনে।।

অখণ্ড-মণ্ডলব্যাপ্তি সকল চরাচরে অর্ন্তযামী,
করে চরাচরে বাস সর্বত্র প্রকাশ খ-অগ্নি-জল-ভূমি,
আছে পঞ্চতত্ত্বময়, সর্বত্র আশ্রয়, উভয় শমন-দমনে,
দিলে দেহমন শ্রীগুরুর চরণে কি করিবে কাল শমনে।।

গোকুলে গমন, মধু-বৃন্দাবন, অযোধ্যা, ত্রিবেণী, কাশী,
গয়া-গঙ্গা-নিধি সপ্তসাগরাধি তীর্থ যত রাশি রাশি,
গুরুপাদদ্বয় বিন্দুতুল্য নয়, ইহা কি জানিবে অজ্ঞানে,
ন গুরু-অধিকং, ন গুরু-অধিকং, ন গুরু-অধিকং ভুবনে।।

গুরু গীতা-তন্ত্র, গুরু যজ্ঞ-মন্ত্র, গুরু সে পরমগতি,
গুরু বিনে ভাই-বন্ধু কেহ নাই, গুরু বন্ধু, পিতা, পতি,
জ্যোতির্ময়দেহ মানুষবিগ্রহ চিন্ত হৃদানন্দকাননে,
নহে গুরুতুল্য রতন অমূল্য, রাখিও হৃদয়ে যতনে।।

আগম-পুরাণ যুগধর্মজ্ঞান যজ্ঞ-তপ যত হয়,
ভক্ত-মুক্তি আদ্যা দশমহাবিদ্যা গুরুতূল্য কেহ নয়,
গুরুপাদপদ্ম সেবা-ভক্তি সাধ্য কর কর মন যতনে,
চিন্তামণি-দাস ব্রজে হবে বাস কি চিন্তা মরণে রণে।।

…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।

এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই বাউল গানগুলি শান্তিনিকেতনের কর্মচারী শ্রীচিত্ত দেব কর্তৃক শ্রীহট্ট হইতে সংগৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!