ভবঘুরেকথা
সাধু পঞ্জিকা : জুন মাসের দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)

জুন মাসের দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
২০২২ খ্রিস্টাব্দ

জুন ২০২২ খ্রিষ্টাব্দ মোতাবেক বাংলা জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে অনুষ্ঠিত সাধুসঙ্গ, সাধুগুরু, সাধনমার্গের দিন-ক্ষণকে সংক্ষিপ্তাকারে একত্রিত করা এবং ভক্ত-আশেকান-অনুসারি-অনুরাগিদের কাছে সেই তথ্য তুলে ধরার জন্য ভবঘুরেকথা.কম-এর এই “সাধু পঞ্জিকার” আয়োজন। যাতে ভক্ত-আশেকানরা তাদের কাঙ্খিত তথ্য পেতে ও দিতে পারে। এটি একটি চলমান প্রকৃয়া। যাতে প্রাপ্ত নতুন তথ্য যুক্ত করে আরো সমৃদ্ধ করা হবে। জয়গুরু।।

জুন মাসের তিথিসমূহ-

  • জুন মাসের পূর্ণিমা:
    • জ্যৈষ্ঠী পূর্ণিমা।
      • ১৩ জুন ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৩০ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ।
      • সোমবার।
      • ১৩ জুন/৩০ জ্যৈষ্ঠ রাত্রি ৮:২৭ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ১৪ জুন/৩১ জ্যৈষ্ঠ অপরাহ্ন ৬:০৭ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • জুন মাসের অমাবস্যা:
    • আষাঢ়ী অমাবস্যা।
      • ২৮ জুন ২০২২ খ্রিস্টাব্দ।
      • ১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ।
      • মঙ্গলবার।
      • ২৮ জুন/১৪ আষাঢ় প্রাত ৫:৪০ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ২৯ জুন/১৫ আষাঢ় দিবা ৭:৩৭ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • জুন মাসের একাদশী:
    • পাণ্ডব নির্জলা একাদশী।
      • ১১ জুন ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ।
      • শনিবার।
      • ভোর ৫:১১ মিনিট থেকে সকাল ৯:৪২ মিনিট।
    • যোগিনী একাদশী।
      • ২৪ জুন ২০২২ খ্রিস্টাব্দ।
      • ১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ।
      • শুক্রবার।
      • ভোর ৬:১১ মিনিট থেকে সকাল ৯:২৪ মিনিট।

 

  • জুন মাসের উপবাস:
    • ১০ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৭ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/শুক্রবার
      • একাদশীর উপবাস (নির্জলা ও পাণ্ডব)।
      • গোস্বামীমতে অদ্য ও নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
      • শ্রীশ্রীহরিভক্তিবিলাস মতে নির্জলৈকাদশীর উপবাস।
    • ১১ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/শনিবার
      • নিম্বার্কমতে একাদশীর উপবাস।
    • ১২ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/রবিবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • ২৪ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/শুক্রবার
      • একাদশীর উপবাস (যোগিনী)।
      • গোস্বামীমতে অদ্য এবং নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
    • ২৫ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/শনিবার
      • নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।

জুন মাসের পরবসমূহ-

  • ১ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/১ জিলকদ ১৪৪৩ হিজরী/বুধবার
    • দ্বিতীয়ারএকোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীকূর্মদেবাবির্ভাব।

 

  • ২ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/২ জিলকদ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • রম্ভাতৃতীয়াব্রত।
    • নূর দয়াল কালা চাঁনের ৯ম বেছাল দিবস উপলক্ষ্যে ওরশ।
      • শাহজাদা-এ-গাউছুল আজম শাহসুফী সৈয়দ মোসলেহ্ উদ্দিন আহমদ মঈন (র) আল হাসানী আল শাফিয়া শরিফী ওরফে বাবা কালাচাঁনের বেছাল দিবস উপলক্ষ্যে ওরশ।
      • সপ্তাহব্যাপী ওরশ।
      • মিলাদ মজলিশ, কোরান খতম, পতাকা উত্তোলন, রওজা গোসল, হালকায়ে জেকের, সামা কাওয়ালী, তবারক বিতরণ।
      • দরবারে আউলিয়া শাফিয়া শরীফ।
      • রাজৈর, মাদারীপুর, বাংলাদেশ।
    • শামসুল আরেফিন রফিকুচ্ছালেকীন কুতুবুল আকতাব হযরত শাহ্ সূফী সাইয়্যেদ জালাল নূরী আল্ সুরেশ্বরী (আফি) প্রতিষ্ঠিত ৫৫তম মহা পবিত্র দরবেশী সম্মেলন।
      • প্রতিবছর ১৮-২০ জ্যৈষ্ঠ তিথি মোতাবেক ওরশ পালিত হয়। সেই মোতাকেব এইবারের ওরশ পরেছে বাংলাদেশী পঞ্জিকা মতে ১৯-২১ জ্যৈষ্ঠ অর্থাৎ ২-৪ জুন।
      • দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ।
      • নড়িয়া, শরিয়তপুর, বাংলাদেশ।

 

  • ৩ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/৩ জিলকদ ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • একোদ্দিষ্ট ও সপিগুন।
    • উমাচতুর্থীব্রত ও পাষাণচতুর্থীব্রত।
    • শ্রীশ্রীলোকনাথ বাবার তিরোধান দিবস।
      • বাবার ১৩২তম তিরোধান দিবস ও পূজা।
        • স্বামীবাগ লোকনাথ মন্দির।
        • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
      • বাবার ১৩২তম তিরোধান দিবসে পূজা ও উৎসব।
        • বারদী লোকনাথ মন্দির।
        • বারদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
      • শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২তম তিরোধান উৎসব।
        • দিনব্যাপী উৎসব পালিত হবে।
        • এই মহতী ধর্মানুষ্ঠানে আপনারা সবান্ধবে আমন্ত্রিত।
        • শ্রীশ্রী চন্ডী মন্দির।
        • যাত্রাপাশা, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বাংলাদেশ।
      • ত্রিকালদর্শী মহান সাধক শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস।
        • ১৯ জ্যৈষ্ঠ দিনব্যাপী পালিত হবে।
        • সকলের জন্য উন্মুক্ত।
        • ফরাশগঞ্জ শিবমন্দির।
        • ৯ ফরাশগঞ্জ, শ্যামবাজার, ঢাকা, বাংলাদেশ।
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২তম তিরোধান দিবস।
        • ১৯-২০ জ্যৈষ্ঠ দুই দিনব্যাপী পালিত হবে।
        • অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হবে।
        • সকলে আমন্ত্রিত।
        • শ্রীশ্রী বরদেশ্বরী কালী মাতার মন্দির ও শ্মশান।
        • শ্রীশ্রী শীতলা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী আশ্রম।
        • রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • ফকির দুর্লভ শাহ্-এর তিরোধান দিবস।
      • তিনি ১৪২০ বঙ্গাব্দের ২০ জ্যৈষ্ঠ দেহত্যাগ করেন।
      • ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • আলহাজ্ব শাহ্ সূফী হযরত নূর নবী (রহ) প্রকাশ নূর নবী মামার ১২তম ওফাত বার্ষিকীর ওরশ।
      • প্রতিবছর ২০ জ্যৈষ্ঠ তার ওফাত বার্ষিকীতে ফাতেহা শরীফ পালিত হয়।
      • নূর নবী মামার মাজার।
      • চরকাজী মোখলেস, থানার হাট, সুবর্ণচর, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ৪ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/৪ জিলকদ ১৪৪৩ হিজরী/শনিবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ষটপঞ্চমীব্রত।
    • পরম পূজ্যপাদ তৃতীয় আচার্য্যদেব শ্রীশ্রী ১০৮ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ জীউর আবির্ভাব ও তিরোভাব তিথি মহোৎসব।
    • শ্রীশ্রী মণিকুন্তলা দেবীর জন্মোৎসব।

 

  • ৫ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২২ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/৫ জিলকদ ১৪৪৩ হিজরী/রবিবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অরণ্যষষ্ঠী (স্কন্দষষ্ঠী)।
    • আচারবশত জামাইষষ্ঠী।
    • খাজাবাবা মাওলানা ফজলুর রহমান চিশতী নেজামপুরী (রহ)’র বার্ষিক ওরশ।
      • ওফাত ৬ রজব ১৩৩৭ হিজরীতে।
      • তার প্রথম রওজা মোবারক নেজামপুর মীরসরাই, চট্টগ্রাম।
      • ২৮ বছর পর অক্ষত অবস্থায় পুনঃ দাফন ৫ জিলকদ ১৩৬৫ হিজরীতে।
      • প্রতিবছর ৬ রজব তার ওফাত বার্ষিকী স্মরণে ওরশ পালিত হয়।
      • এছাড়া ৫ জিলকদ তার পুনঃ দাফন উপলক্ষ্যে ওরশ পালিত হয়।
      • খাজাবাবা মাওলানা ফজলুর রহমান চিশতী নেজামপুরী (রহ) এর মাজার শরীফ।
      • কেএম হাট, নেয়াজপুর, ফেনী, বাংলাদেশ।
    • ফকির আবুল শাহ’র ১৩তম খিলাফত দিবস উপলক্ষে সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২২ জ্যৈষ্ঠ থেকে শুরু হয়ে ২৩ জ্যৈষ্ঠ অষ্টপ্রহরব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • মিরপুর, মোহনপুর, রাজশাহী, বাংলাদেশ।
    • আব্দুল শাহ্ ফকিরের তিরোধান দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২২ জ্যৈষ্ঠ দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • চৌড়হাশ, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • ফকির মনোহর শাহ্’র খেলাফত দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২২ জ্যৈষ্ঠ অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • সত্যধাম আখড়াবাড়ি।
      • ঢেপাহাটি, মশান, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ৬ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/৬ জিলকদ ১৪৪৩ হিজরী/সোমবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • স্বামী স্বরূপাচার্য্যের আবির্ভাব তিথি।
    • মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ।
      • মাহবুবে রব্বনী গাউছে ছামদানী হয়রত শাহ্ মোহছেন আউলিয়া।
      • চট্টগ্রাম-আনোয়ারা উপজেলার অন্তর্গত বটতলী গ্রামস্থ দরগাহ্ প্রাঙ্গণ।
    • হযরত দরবেশ শহীদুল্লাহ শাহ (র)-এর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৫ মার্চ ও ৬ জুন দরগায় ওরশ পালিত হয়।
      • হযরত দরবেশ শহীদুল্লাহ শাহ (র)-এর মাজার।
      • শরীফ, পূর্ব সোশালিয়া, চাটখিল, নোয়াপালী, বাংলাদেশ।

 

  • ৭ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৪ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/৭ জিলকদ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শাহ্ সূফী হযরত মাওলানা মুছা মিয়া (ক) এর ওফাত দিবসে ৪র্থ বার্ষিক ওরশ।
      • মাইজভাণ্ডার শরীফের অন্যতম খলিফা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, রুহুল আশেক্বীন, সিরাজুস সালেহীন, শাহ্ সূফী হযরত মাওলানা মুছা মিয়া (ক) আল মাইজভাণ্ডারী (প্রকাশ দরবেশ বাবা)।
      • প্রতিবছর ২৪ জ্যৈষ্ঠ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • রওজা পাক গোসল, গিলাফ পরিবর্তন, মিলাদ মাহফিল, জিকির ও ছামা মাহফিল।
      • ওরশে আশেকে রাসুল ও আশেকে মাইজভাণ্ডারীর সকল ভক্তবৃন্দ আমন্ত্রিত।
      • সুফি মঞ্জিল।
      • মিরারচর দরবার শরীফ।
      • ভৈরব, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
      • ভৈরব দুর্জয় মোড় থেকে কিশোরগঞ্জ রোডে সিএনজি/অটো যোগে আকবরনগর বাসস্ট্যান্ড নেমে রিক্সায় মিরারচর (সুফি মঞ্জিল) দরবার শরীফ।

 

  • ৮ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৫ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/৮ জিলকদ ১৪৪৩ হিজরী/বুধবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।

 

  • ৯ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/৯ জিলকদ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দশাহারা, শ্রীশ্রীগঙ্গপূজা ও শ্রীশ্রীমসনাদেবীর পূজা।
    • শ্রীবটুকভৈরব দেবাবির্ভাব।
    • ওলি বাবার দরবারে ফল সেবা।
      • আশেকে রাব্বানী মাহবুবে সোবহানী ওলিয়ে কামেল বাঙালী সাধক হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ)।
      • প্রতিবছর ২৬ জ্যৈষ্ঠ দিনব্যাপী সাধুগুরুদের ফলসেবা অনুষ্ঠিত হবে।
      • হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) মাজার শরীফ।
      • ভদ্রা-জামালপুর, মতিহার, রাজশাহী, বাংলাদেশ।

 

  • ১০ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৭ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/১০ জিলকদ ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর উপবাস (নির্জলা ও পাণ্ডব)।
    • গোস্বামীমতে অদ্য ও নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
    • শ্রীশ্রীহরিভক্তিবিলাস মতে নির্জলৈকাদশীর উপবাস।
    • ফকির রহিম উল্যাহ’র মাজারের বার্ষিক ওরশ।
      • ফকির রহিম উল্যাহ (র) ছিলেন অসিয়ে গাউছুল আজম সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারি খলিফা।
      • ২৭ জ্যৈষ্ঠ তার ওফাত দিবসে বার্ষিক ওরশ পালিত হয়।
      • ২ পৌষও ওরশ অনুষ্ঠিত হয় মাজারে।
      • ফকির রহিম উল্যাহ’র মাজার
      • বিজবাগ, সেনবাগ, নোয়াখালী, বাংলাদেশী।
    • ফানাফিল্লাহ বাকাবিল্লাহ শাহসূফি হযরত নুরুল আবসার শাহ খলিল নগরী আল মাইজভান্ডারীর ৫তম পবিত্র ওরশ।
      • প্রতিবছর ২৭ জ্যৈষ্ঠ বার্ষিক রাতব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • শাহসূফি হযরত নুরুল আবসার শাহ খলিল নগরী আল মাইজভান্ডারীর দরবার।
      • খলিল নগর দরবার শরীফ।
      • পূর্ব রাউজান, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ১১ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/১১ জিলকদ ১৪৪৩ হিজরী/শনিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর পারণ ও শ্রীশ্রীহরিভক্তিবিলাস মতে নির্জলৈকাদশীর পারণ।
    • নিম্বার্কমতে একাদশীর উপবাস।
    • চম্পকদ্বাদশীব্রত।
    • শ্রীরামদ্বাদশী।
    • শাহ্ সুফী হাফেজ আবদুল বারেক  প্রকাশ তেলুয়া হাফেজ বাবার মাজারে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৮জ্যৈষ্ঠ ওরশ পালিত হয়।
      • তেলুয়া হাফেজ বাবার মাজার শরীফ।
      • শহীদ রুহুল আমিন নগর, সোনাইমুড়ী, নোয়াখালী, বাংলাদেশ।
    • উকিল মুন্সীর জন্ম দিবস।
      • ১১ জুন ১৮৮৫ সালে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ির নূরপুর বোয়ালী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
      • ১২ ডিসেম্বর ১৯৭৮ সালে তিনি মৃত্যুবরণ করেন।
      • নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুরে বেতাই নদীর পারে চিরনিদ্রায় শায়িত আছেন উকিল মুন্সি।

 

  • ১২ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/১২ জিলকদ ১৪৪৩ হিজরী/রবিবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • নিম্বার্কমতে একাদশীর পারণ।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • আদবের স্থান খ্যাত মীর্জাখীল দরবার শরীফের বার্ষিক ওরশ।
      • এই দরবারের যাত্রা শুরু আড়াইশো বছরের ও আগে।
      • এই দরবার শরীফের অন্যতম বৈশিষ্ট্য হলো আগত সকল মানুষ এখানে থাকতে ও পেটপুরে খেতে পায়। দান বাক্স মুক্ত একটাই দরবার হয়তো এটাই।
      • এই দরবারের পীর সাহেবের উপাধী শাহ্ জাহাঁগীর।
      • প্রতিবছর এই দরবারে বেশ কয়েকটি ওরশ পালিত হয়।
      • প্রতিবছর ১২ জ্বেলকদ প্রথম শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা শেখুল আরেফীন মৌলানা মোখলেছুর রহমান (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • ১৭ জ্বেলহজ্ব দ্বিতীয় শাহ জাহাঙ্গীর সাইয়্যেদেনা ফখরুল আরেফীন মৌলানা আবদুল হাই (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • ২৪ জমাদিউস সানী তৃতীয় শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা শামছুল আরেফীন মৌলানা মোখসুসুর রহমান (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ১৭ জমাদিউস সানী মীর্জাখীল দরবার শরীফের বর্তমান পীর চতুর্থ শাহ জাহাঙ্গীর সাইয়্যেদেনা তাজুল আরেফীন মৌলানা আরেফুল হাই সাহেবের বেলাদাত শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ২৪ রমজান পঞ্চম শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা ইমামুল আরেফীন ড মৌলানা মাকছুদুর রহমান (ক) এর বেলাদত শরীফ পালিত হয়।
      • উনারা আখেরী নবীর বংশের সনদ প্রাপ্ত ছৈয়দ।
      • আদবের স্থান খ্যাত মীর্জাখীল দরবার শরীফ।
      • মীর্জাখীল, বাংলাবাজার, সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলাদেশী।

 

  • ১৩ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/১৩ জিলকদ ১৪৪৩ হিজরী/সোমবার
    • চতুর্দ্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • চম্পকচতুর্দশীব্রত।
    • পূর্ণিমার নিশিপালন।
    • শ্রীশ্রীদেবীর মহাস্নান যাত্রা।
    • কবি রজনীকান্ত গুপ্তের ১২২তম মৃত্যু দিবস।

 

  • ১৪ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৩১ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ/১৪ জিলকদ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • পূর্ণিমার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • জ্যৈষ্ঠী পূর্ণিমা।
    • পূর্ণিমার ব্রতোপবাস।
    • শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত।
    • শ্রীশ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা।

 

  • ১৫ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৫ জিলকদ ১৪৪৩ হিজরী/বুধবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও দ্বিতীয়ার সপিগুন।
    • ষড়শীতি সংক্রান্তি।
    • শ্রীশ্রী সত্যনারায়ণ ব্রত।
    • রজস সংক্রান্তি উৎসব।

 

  • ১৬ জুন ২০২২ খ্রিস্টাব্দ/২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৬ জিলকদ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট এবং তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ দিবস।
    • প্রভুপাদ শ্রীল প্রাণগোপাল গোস্বামী সিদ্ধান্তরত্ন মহোদয়ের তিরোভা।
    • মহাকবি কালিদাসের স্মৃতিদিবস।
    • হযরত মাওলানা কাবুল শাহ্ (র) মাজারে বার্ষিক ফল ফাতেহা।
      • প্রতিবছর ২ আষাঢ় থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী এই বার্ষিক ফল ফাতেহা অনুষ্ঠিত হয়।
      • এছাড়া বার্ষিক ওরশ পালিত হয় ১২ ফাল্গুন।
      • হযরত মাওলানা কাবুল শাহ্ (র) মাজার।
      • তরোয়া, ভেলানগর, নরসিংদী, বাংলাদেশ।

 

  • ১৭ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৭ জিলকদ ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • চতুর্থীর পূর্ণিমা ও একোদ্দিষ্ট ও সপিগুন।
    • খোদা বকস শাহ (হরিয়ার ঘাট)  তিরোধান দিবস।
      • ১২৭২ বঙ্গাব্দের ১০ মাঘ তিনি জন্মগ্রহণ করেন।
      • ১৩৫৪ বঙ্গাব্দের ৩ আষাঢ় তিনি দেহত্যাগ করেন।
      • তিনি ছিলেন মনিরুদ্দীন শাহ’র অন্যতম শিষ্য।
      • হরিয়ার ঘাট, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ, বাংলাদেশ।
    • আদবের স্থান খ্যাত মীর্জাখীল দরবার শরীফের বার্ষিক ওরশ।
      • এই দরবারের যাত্রা শুরু আড়াইশো বছরের ও আগে।
      • এই দরবার শরীফের অন্যতম বৈশিষ্ট্য হলো আগত সকল মানুষ এখানে থাকতে ও পেটপুরে খেতে পায়। দান বাক্স মুক্ত একটাই দরবার হয়তো এটাই।
      • এই দরবারের পীর সাহেবের উপাধী শাহ্ জাহাঁগীর।
      • প্রতিবছর এই দরবারে বেশ কয়েকটি ওরশ পালিত হয়।
      • প্রতিবছর ১২ জ্বেলকদ প্রথম শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা শেখুল আরেফীন মৌলানা মোখলেছুর রহমান (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • ১৭ জ্বেলহজ্ব দ্বিতীয় শাহ জাহাঙ্গীর সাইয়্যেদেনা ফখরুল আরেফীন মৌলানা আবদুল হাই (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • ২৪ জমাদিউস সানী তৃতীয় শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা শামছুল আরেফীন মৌলানা মোখসুসুর রহমান (ক) এর ওরশ শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ১৭ জমাদিউস সানী মীর্জাখীল দরবার শরীফের বর্তমান পীর চতুর্থ শাহ জাহাঙ্গীর সাইয়্যেদেনা তাজুল আরেফীন মৌলানা আরেফুল হাই সাহেবের বেলাদাত শরীফ পালিত হয়।
      • প্রতিবছর ২৪ রমজান পঞ্চম শাহ্ জাহাঙ্গীর সাইয়্যেদেনা ইমামুল আরেফীন ড মৌলানা মাকছুদুর রহমান (ক) এর বেলাদত শরীফ পালিত হয়।
      • উনারা আখেরী নবীর বংশের সনদ প্রাপ্ত ছৈয়দ।
      • আদবের স্থান খ্যাত মীর্জাখীল দরবার শরীফ।
      • মীর্জাখীল, বাংলাবাজার, সাতকানিয়া, চট্টগ্রাম, বাংলাদেশী।

 

  • ১৮ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৮ জিলকদ ১৪৪৩ হিজরী/শনিবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।

 

  • ১৯ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/১৯ জিলকদ ১৪৪৩ হিজরী/রবিবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দয়ালবাবা মোতালেব শাহ্ (র) এর ৪৪ তম বার্ষিক ওরশ।
      • ৫ দিনব্যাপী ওরশ।
      • দয়ালবাবা মোতালেব শাহ্ (র) এর মাজার।
      • ৩৩ আলমগঞ্জ রোড (মিলব্যারাক), গেন্ডারিয়া, ঢাকা, বাংলাদেশ।
    • হযরত শাহ্জালাল মজররদ ইয়ামনী (র) এর ৭০৩তম ওরশ।
      • ১৯-২০ জিলক্বদ দুই দিনব্যাপী পালিত হবে।
      • দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী।
      • সিলেট সদর, সিলেট, বাংলাদেশ।

 

  • ২০ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২০ জিলকদ ১৪৪৩ হিজরী/সোমবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হযরত শাহ মোহসেন আউলিয়া (রহ)-এর মাজার শরীফ বার্ষিক ওরশ। 
      • বাংলাদেশে ১০০০ বছর পূর্বে যে ১২জন আউলিয়া ইসলাম প্রচারের জন্য আসেন, তাদের মধ্যে মোহসেন আউলিয়া অন্যতম।
      • ২ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • প্রায় ৭০০ বছর ধরে এই ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • বটতলী, আনোয়ারা, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • গাউছে পীর হযরত উকিল উদ্দিন শাহ্ (র) ওরফে উকিল লেংটার বার্ষিক ১৭তম ওরশ।
      • ৬-৮ আষাঢ় তিন দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • রাতব্যাপী বাউল গানের আসর।
      • কদমতলী মধ্যপাড়া রওজা শরীফ।
      • আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
    • উকিল লেংটা দরবার শরীফের বার্ষিক ১৭তম ওরশ।
      • ২০-২২জুন ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • উকিল লেংটা দরবার শরীফ।
      • কদমতলী, আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২১ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২১ জিলকদ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • সুফি দরবেশ হজরত খাজা মালেক উল গাউস (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • খাজা মালেকউল গাউস (রহ) এর মাজার।
      • আম্রবতি, গড়াইটুপি, তিতুদহ, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
    • ফকির দৌলৎ শাহ্ এর খেলাফত দিবস উপলক্ষে সাধুসঙ্গ। 
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • দৌলৎ ফকিরের আখড়া।
      • ফতেইপুর, মেহেরপুর, বাংলাদেশ।

 

  • ২২ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২২ জিলকদ ১৪৪৩ হিজরী/বুধবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীদেবীর অম্বুবাচী যাত্রা।
    • আসামের কামরূপে শ্রীশ্রীকামাক্ষ্যাদেবীর মন্দিরে শ্রীশ্রীকামাক্ষ্যামাতার মহাপূজা ও মহামেলা।
    • কবি শেখর কালিদাস রায়ের ১৩৩তম জন্মদিবস। 
    • সৈয়দ আবু আশরাফ মোহাম্মাদ গাজীউল হক চাঁদপুরীশাহ (রা) কেবলার বেছাল দিবস উপলক্ষে আশেকান সমাবেশ।
      • প্রতিবছর ৮ আষাঢ় আশেকান সমাবেশ পালন করা হয়।
      • আশরাফ নগর দরবারে চাঁদপুরীশাহ্।
      • লাকসাম, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ২৩ জুন ২০২২ খ্রিস্টাব্দ/৯ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২৩ জিলকদ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পীর এ কামেল ফকির মুন্সী মেহের উল্লাহ আল কাদেরীর ওফাত দিবসে দোয়া মাহফিল।
      • প্রতিবছর ৯ আষাঢ় তার ওরশ পালিত হয়।
      • ফকির মুন্সী মেহের উল্লাহ আল কাদেরী মাজার শরীফ।
      • মণ্ডলপাড়া, ছেঁউড়িয়া জয়নাবাদ, চাপড়া, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ২৪ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২৪ জিলকদ ১৪৪৩ হিজরী/শুক্রবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর উপবাস (যোগিনী)।
    • গোস্বামীমতে অদ্য এবং নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
    • বাবা মোহছেন আউলিয়য়ার খানকা শরীফে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১০ আষাঢ় বার্ষিক ওরশ পালিত হয়।
      • বাবা মোহছেন আউলিয়য়ার খানকা শরীফ।
      • ছাতার পাইয়া, সেনবাগ, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ২৫ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২৫ জিলকদ ১৪৪৩ হিজরী/শনিবার
    • একাদশীর পরাণ।
    • নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।

 

  • ২৬ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২৬ জিলকদ ১৪৪৩ হিজরী/রবিবার
    • ত্রয়োদশীর পরাণ।
    • নিম্বার্কমতে একাদশীর পরাণ।
    • আম্বুবাচী নিবৃত্তি:।
    • কামরূপ কামাক্ষ্যাধামে মহামেলা।
    • সবুধা দেব্যাবির্ভাব।

 

  • ২৭ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২৭ জিলকদ ১৪৪৩ হিজরী/সোমবার
    • চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শাহ সুফি সৈয়দ শেখ ফকির মোরশেদ আলম বারপুরী (ক) এর ২য় পবিত্র ওরশ।
      • বারপুরী হযরতের আদরের নাতি এবং অসিয়ে গাউছুল আজম সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারি (ক) এর ফয়েজপ্রাপ্ত শাহ সুফি সৈয়দ শেখ ফকির মোরশেদ আলম বারপুরী (ক)।
      • প্রতিবছর ১৩ আষাঢ় বার্ষিক ওরশ পালিত হয়।
      • সকলের দাওয়াত রইল।
      • বারগাঁও দরবার শরীফ।
      • সোনাইমুড়ী, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ২৮ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২৮ জিলকদ ১৪৪৩ হিজরী/মঙ্গলবার
    • অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অমাবস্যার নিশিপালন।
    • সাহিত্যিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস।
    • রহমান ফকিরের খেলাফত দিবেসের সাধুসঙ্গ।
      • লালন শাহ্ ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১৪ আষাঢ় ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ফকির সোহরাব শাহ্’র আখড়াবাড়ি প্রাঙ্গণ।
      • মণ্ডলপাড়া, বেলঘোরিয়া, কুষ্টিয়া সদর, বাংলাদেশ।

 

  • ২৯ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২৯ জিলকদ ১৪৪৩ হিজরী/বুধবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অমাবস্যা।
    • অমাবস্যার ব্রতোপবাস।
    • শ্রীশ্রীজগন্নাথদেবের নেত্রোৎসব ও উভযাত্রা (উৎকল)।
    • কবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস।

 

  • ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ/১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/৩০ জিলকদ ১৪৪৩ হিজরী/বৃহস্পতিবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীজগন্নাথদেবের গুণ্ডিচামার্জন (উৎকল)।
    • আজম চাঁন শাহ্ (রহ) এর ২৯তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৬ ও ১৭ আষাঢ় বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • রাতব্যাপী গানের আসর।
      • সকলে আমন্ত্রিত।
      • আজম চাঁন শাহ্ (রহ) এর মাজার।
      • মৃজারচর পঞ্চগ্রাম, বাঁশকান্দি, শিবচর, মাদারীপুর, বাংলাদেশ।

 

এছাড়া প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয় যে সকল অনুষ্ঠান

(বিশেষ কারণে মাঝেমধ্যে দিন পরিবর্তন হলেও বেশিভাগ সময়ই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়)

  • কোরবান শাহ্ ফকিরের আখড়ায় মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • কোরবান শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
    • বাগলপাড়া, দুর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
  • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমীর সপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী।
    • সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
  • বিশ্ব লালন সংঘের নিয়মিত সাপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • লালন ভক্ত, অনুরাগী ও অনুসারীদের আমন্ত্রণ।
    • সাংস্কৃতিক সংগঠন ঐকতানের কার্যালয়।
    • হসপিটাল রোড, কোনাবাড়ি, গাজীপুর সিটি, বাংলাদেশ।
  • সাধুরবাজারের মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি ইংরেজি মাসের দুই তারিখে রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সাধুর বাজার।
    • লোহাগাছিয়া, গাজীপুর, বাংলাদেশ।
  • পবিত্র মাসিক ফাতেহা শরীফ।
    • প্রতি মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
    • কার্যক্রম- সকাল ৮.৩০-১২টা পর্যন্ত পবিত্র দরূদ শরীফ শুরু হয় অতপর ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নেওয়াজ শরীফ বিতরণ করা হয়।
    • মুরিদান আশেকান ভক্ত সবাইকে আমন্ত্রণ।
    • বাবা সিরাজ শাহ্’র আস্তানা।
    • পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

[বি.দ্র. পঞ্জিকায় উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণের দিন-তারিখ নির্দিষ্ট করা মোটেও সহজ কাজ নয়। কারণ আমাদের দেশে একই সাথে চার ধরণের পঞ্জিকার দিন-তারিখ মেনে উৎসব-অনুষ্ঠান আয়োজিত হয়। খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকার পাশাপাশি চলে আসছে দুটি বাংলা পঞ্জিকা। এর ‘বাংলা পঞ্জিকা’টি চলে তিথি অনুসারে। আর‘বাংলাদেশী পঞ্জিকা’টি চলে দিন গুনে তারিখ হিসেবে। পর ফলে কোনো একটি দিবস নির্ণয় করতে গেলে চারটি তারিখ সামনে চলে আসছে-

১. বাংলা তিথি অনুযায়ী একটি তারিখ।
২. বাংলা তারিখ (বাংলাদেশী পঞ্জিকা মতে) একটি তারিখ।
৩. খ্রিস্টিয় পঞ্জিকা মতে একটি তারিখ।
৪. আরবী পঞ্জিকা মতে একটি তারিখ।

সেই দিবসকে কেন্দ্র যে উৎসবাদি আয়োজন হয় তা কোন পঞ্জিকা মেনে হয় তা নির্দিষ্ট করা সহজ হয় না। যদিও এতে খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকা মতে যে দিবসগুলো পালিত হয় তা অনেকটা নির্দিষ্ট। কিন্তু বাংলা দিবসকে মেনে যা করা হয় তা নিয়ে অধিক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ একই দিবসকে এক এক জন এক এক পঞ্জিকা মতে অনুসরণ করে।

সে কারণে নির্ভুল পঞ্জিকা বির্নিমাণ করা সহজ নয়। তাই এরূপ কোনো ত্রুটি-বিচূতি যদি দৃষ্টিগোচর হয়। তাহলে আবশ্যই অবগত করার বিনীত অনুরোধ রইলো। যাতে তা সংশোধন করার সুযোগ তৈরি হয়। সাধুগুরুপাগলভক্ত সর্বচরণে ভক্তিপূর্ণ এই নিবেদন –ভবঘুরেকথা.কম।]

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)>>

…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

…………………….
পঞ্জিকার তথ্যসূত্র:
লোকনাথ ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
সুদর্শন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বিশুদ্ধ সনাতন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
উইকিপিডিয়া।
বাংলাপিডিয়া।
সাধুগুরুপাগলভক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য।
দরবার-আখড়া-আশ্রম থেকে প্রাপ্ত তথ্য।
ভাববাদ-আধ্যাত্মবাদের বিভিন্ন গ্রুপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!