ভবঘুরেকথা
সাধু পঞ্জিকা : নভেম্বর মাসের দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)

নভেম্বর মাসের দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
২০২২ খ্রিস্টাব্দ

নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ মোতাবেক বাংলা কার্তিক-অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সাধুসঙ্গ, সাধুগুরু, সাধনমার্গের দিন-ক্ষণকে সংক্ষিপ্তাকারে একত্রিত করা এবং ভক্ত-আশেকান-অনুসারি-অনুরাগিদের কাছে সেই তথ্য তুলে ধরার জন্য ভবঘুরেকথা.কম-এর এই “সাধু পঞ্জিকার” আয়োজন। যাতে ভক্ত-আশেকানরা তাদের কাঙ্খিত তথ্য পেতে ও দিতে পারে। এটি একটি চলমান প্রকৃয়া। যাতে প্রাপ্ত নতুন তথ্য যুক্ত করে আরো সমৃদ্ধ করা হবে। জয়গুরু।।

নভেম্বর মাসের তিথিসমূহ-

  • নভেম্বর মাসের পূর্ণিমা:
    • রাস পূর্ণিমা।
      • পট পূর্ণিমা/কার্তিকী পূর্ণিমা।
      • ৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ।
      • সোমবার।
      • ৭ নভেম্বর/২২ কার্তিক দিবা ৪:২৪ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ৮ নভেম্বর/২৩ কার্তিক দিবা ৪:২১ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • নভেম্বর মাসের অমাবস্যা:
    • মার্গশীষ অমাবস্যা।
      • ২২ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ।
      • মঙ্গলবার।
      • ২২ নভেম্বর/৭ অগ্রহায়ণ প্রাত ৬:৩৩ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ২৩ নভেম্বর/৮ অগ্রহায়ণ শেষ রাত্রি ৫:০৯ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • নভেম্বর মাসের একাদশী:
    • উত্থান একাদশী।
      • ৪ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ১৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।
      • শুক্রবার।
      • ভোর ৬:০৬ মিনিট থেকে সকাল ৯:৫০ মিনিট।
    • উৎপন্না একাদশী।
      • ২০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ।
      • রবিবার।
      • ভোর ৫:৫৯ মিনিট থেকে সকাল ৯:৪৮ মিনিট।

 

  • নভেম্বর মাসের উপবাস:
    • ৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/শনিবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বলন।
    • ৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২১ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/রবিবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • ৮ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/মঙ্গলবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন।
    • ১২ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/শনিবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বলন।
    • ১৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৩০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/মঙ্গলবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বলন।
    • ২০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/রবিবার
      • একাদশীর উপবাস (উৎপন্ন)।
      • গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।

নভেম্বর মাসের পরবসমূহ-

  • ১ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/৫ রবি সানি ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গোষ্ঠাষ্টমীকৃত্য, গোপূজা, গোগ্রাসদান ও গোপ্রদক্ষিণ।
    • গোস্বামীমতে গোপাষ্টমী।
    • শ্রীনিবাস আচার্য্য ও শ্রীদাস গঙ্গাধরের তিরোভাব মহোৎসব (কার্তিক শুক্লাষ্টমী)।

 

  • ২ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/৬ রবি সানি ১৪৪৪ হিজরী/বুধবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা।
    • দুর্গানবমীব্রত।
    • গৌরব্রত ও অক্ষয়নবমীব্রত।
    • রাত্রি ১১/১৭ মধ্যে ত্রেতাযুগাদ্যা স্নানদানাদি।
    • জ্ঞানের সাগর মরমি কবি ফকির দূর্বিন শাহ্’র ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বাউল গানের জলসা।
      • প্রতিবছর ২ নভেম্বর পালিত হয়ে আসছে।
      • মোহাম্মদপুর, ছাতক, সুনামগঞ্জ।

 

  • ৩ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/৭ রবি সানি ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • আবদুল কাদের জিলানীর বার্ষিক ওরশ।
      • পীরানে পীর দস্তগীর, গাউসে সামদানী, কুতুবে রাব্বানী, গাউসুল আজম, অলীকুল সম্রাট হযরত শেখ সৈয়দ মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী।
      • পবিত্র ফাতেহা ইয়াজদাহম মাহফিল।
      • প্রতিবছর ৭-১১ রবিউস সানি বার্ষিক ওরশ পালিত হয়।
      • বয়ান, জিকির, মিলাদ, কিয়াম ও দোয়া অনুষ্ঠিত হবে।
      • সুফিয়াবাদ দায়েমীয়া দায়েরা শরিফ।
      • ইব্রাহিমপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

 

  • ৪ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/৮ রবি সানি ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গোস্বামীমতে নিয়মসেবা (একাদশ্যারম্ভকল্পে কার্তিকব্রত) সমাপন।
    • গোস্বামীমতে ভীষ্মপঞ্চক ব্রতারম্ভ।
    • পূর্বদিন রাত্রি ৯/১৫ গতে আগামী ২১ কার্তিক দিবা ৪/২১ মধ্যে বকপঞ্চক।
    • পীরে কামেল হযরত শাহ সুফী রজ্জব শাহ (র) এর পুত্র হযরত শাহ সুফী মাওলানা নূর মোহাম্মদ (নূরী শাহ) (র) এর ওফাত দিবস ও  ওরশ।
      • দুই দিনব্যাপী ওরশ।
      • প্রত্যহ বাদ ফজর কোরান তেলাওয়াত দুরূদ শরীফ পাঠ ওয়াজ নছীহত ও হালকায়ে জিকির। বাদ এশা সামা কাওয়ালী। শেষদিন বাদ যোহর আখেরী মোনাজাত।
      • জোকা দরবার শরীফ।
    • পীরে কামেল হযরত শাহ সুফী রজ্জব শাহ (র) এবং পুত্র হযরত শাহ সুফী মাওলানা নূর মোহাম্মদ (নূরী শাহ) (র) এর মাজার শরীফ।
      • দৈবজ্ঞ হাটী, মোড়লগঞ্জ, বাগেরহাট, বাংলাদেশ।
    • মানিক দরবেশের মাজারে বার্ষিক ওরশ।
      • বাবা আলকিনূরী (ক) এর কিংবদন্তিতুল্য আশেক মানিক দরবেশ। 
      • জানা যায় মানিক দরবেশ একতারা বাজিয়ে মুর্শিদী কালাম গাইতেন আর অঝোর ধারায় কাঁদতেন।
      • তিনি বেছাল প্রাপ্ত হন ২০০৫ সালে। 
      • প্রতিবছর ১৯ কার্তিক তাঁর ওরশ শরীফ পালিত হয়।
      • মানিক দরবেশের মাজার শরীফ।
      • হাতিয়া (ব্রিকফিল্ড সংলগ্ন নিজ বাড়ির সামনে), নোয়াখালী, বাংলাদেশ।
    • মাওলানা ওহিদুর রহমান চিশতী সাহেবের মাজারের বার্ষিক ওরশ।
      • মিসকিন শাহ (রহ) এর মেঝো শাহজাদা মাওলানা ওহিদুর রহমান চিশতী।
      • প্রতিবছর ১৯ কার্তিক ওফাত দিবসে তাঁর ফাতেহা শরীফ পালিত হয়।
      • হাফেজ ওমর মিসকিন শাহ (রহ) মাজার।
      • কুলশ্রী, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।
    • গুলজার ফকিরের খেলাফত দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • পাঁচ শাহ্ সিঁড়ির ফকির গুলজার ফকির।
      • প্রতিবছর ১৯ কার্তিক অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • গুলজার ফকিরের আখড়াবাড়ি।
      • লালন শাহী দরবার।
      • চর বাগোয়ান, শান্তিপুর, মথুরাপুর, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • পরমারাধ্য সদগুরু শ্রীশ্রী বুদ্ধদেবের শততম শুভ আবির্ভাব মহোৎসব।
      • মুন্সীগঞ্জের চিত্রকোটে শ্রীশ্রী তারাশঙ্কর গোবিন্দ ধামের প্রতিষ্ঠাতা পরমারাধ্য সদগুরু শ্রীশ্রী বুদ্ধদেব।
      • আগামী ১৭ কার্তিক তিথি মোতাবেক ৪ নভেম্বর দিনব্যাপী মহাসমারোহে উদযাপিত হবে।
      • শ্রীশ্রীগুরুপূজা, শ্রীশ্রী চন্ডী ও শ্রীমদ্ভগবৎগীতা পাঠ, প্রসাদ বিতরণ, মধ্যাহ্ন ভোজ, শ্রীগুরু ও তারা শঙ্কর গোবিন্দ বন্দনা সংগীত, সদগুরু স্মৃতি তর্পণ ও ধর্মালোচনা, নাম সংকীর্তন ও পালাগান অনুষ্ঠিত হবে।
      • উক্ত মহোৎসবে যোগদান করতে সকলকে সবান্ধবে সাদর আমন্ত্রণ।
      • শ্রীশ্রী তারাশঙ্কর গোবিন্দ ধাম।
      • বড়াম বাজার, নিমতলী, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
      • গুলিস্তান থেকে মাওয়াগামী বা মাওয়া থেকে ঢাকাগামী ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে অবস্থিত নিমতলী বাসস্ট্যান্ডে নেমে সিএনজি বা অটো করে গোপালপুর কলেজের নতুন ব্রিজ পার হয়ে বড়াম বাজার হয়ে চিত্রকোট শ্রীশ্রী তারাশঙ্কর গোবিন্দ ধাম পাঁচ মিনিটের পথ।

 

  • ৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/৯ রবি সানি ১৪৪৪ হিজরী/শনিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ১০/০ মধ্যে, উত্থানৈকাদশীর পারণ।
    • গোস্বামীমতে সায়ংসন্ধ্যায় শ্রীশ্রীহরির উত্থান।
    • শ্রীশ্রীহরিভক্তি-বিলাসমতে সায়ংকালে প্রবোধনীকৃত্য ও শ্রীশ্রীকৃষ্ণের রথযাত্রা।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বলন।
    • শাহ্ সূফি হযরত মাওলানা বাবা আব্দুল্লাহ্ শাহ্ (রহ) এর ১৫তম ওরশ।
      • প্রতিবছর ৫-৭ নভেম্বর ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • শাহ্ সূফি হযরত মাওলানা বাবা আব্দুল্লাহ্ শাহ্ (রহ) এর মাজার।
      • ভূবন আব্দুল্লাহনগর সংলগ্ন, বরধলীয়া নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

 

  • ৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২১ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/১০ রবি সানি ১৪৪৪ হিজরী/রবিবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • প্রদোষে ৫/২৪ গতে রাত্রি ৭/৪ মধ্যে বৈকুণ্ঠচতুর্দশীব্রত ও শ্রীশ্রীহরিপূজা।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘড়ার গুরুধাম প্রভুপাদ পরেশচন্দ্র মুখোপাধ্যায়ের তিরোধান তিথি।
    • শাহ সূফি হযরত মাওলানা বাবা আব্দুল্লাহ শাহ (র) এর ১৫তম বার্ষিক ওরশ।
      • ৩ দিনব্যাপী ওরশ।
      • ভূবন আব্দুল্লানগর সংলগ্ন বরধলীয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • হযরত মাওলানা শেখ ওক্কাছ সাহেবে মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১০-১৩ রবিউস সানি ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
      • এছাড়াও প্রতিবছর ১১-১২ মহররম ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
      • হযরত মাওলানা শেখ ওক্কাছ সাহেবে মাজার শরীফ।
      • ফাজিলপুর, বাংলাবাজার, নোয়াখালী, বেগমগঞ্জ, বাংলাদেশী।
    • শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী (রা) ১১ দিনব্যাপী ৬০তম বার্ষিক ওরশ।
      • ৬-১৬ নভেম্বর ১১ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • খানকায়ে শরীফ কাদেরীয়া, হযরত খাজাশাহ আব্দুল সাত্তার খান কাদরী ওয়াল চিশতীর মাজার সংলগ্ন।
      • চাষাড়া রেলগেট, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২২ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/১১ রবি সানি ১৪৪৪ হিজরী/সোমবার
    • চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্ণিমার নিশিপালন।
    • প্রদোষে সন্ধ্যা ৫/২৩ গতে রাত্রি ৬/৫৯ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত। স্মার্তমতে রাত্রিতে শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা।
    • গোস্বামীমতে রাকাপূর্ণিমা অনুরোধে শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা।
    • ফাতেহা-ঈয়াজ-দাহাম।
    • আবু ইউসুফ মুন্সী প্রকাশ মুন্সী ফকিরের মাজারের বার্ষিক ওরশ।
      • চরণদ্বীপের পীর সাহেব মাওলানা খায়রুল বাসার সাহেবের খলিফা আবু ইউসুফ মুন্সী প্রকাশ মুন্সী ফকির।
      • প্রতিবছর ২২ কার্তিক উক্ত দরবারে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। 
      • আবু ইউসুফ মুন্সী প্রকাশ মুন্সী ফকিরের মাজার। 
      • বেঁকের বাজার, তমরদ্দীর, হাতিয়া, বাংলাদেশ। 
    • দরবারে শাহপীর চেরাগে চিশতী (রহ)’এর দরবারে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১১ রবিউসসানী ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • বাবা শাহ্ পীরের দরবার শরীফের আশেক ও খলিফা তবিয়ল হক চিশতীর বাড়ি।
      • গাংচিল (থানার হাট সংলগ্ন), কোম্পানিগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ।
    • মাইজভান্ডার ওরশ শরীফ।
      • সৈয়দ মুহাম্মদ আহমদুর রহমান (ক) আল মাইজভান্ডারী কেবলা কাবার ২২তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২২ কার্তিক মহাসমারোহে ওরশ পালিত হয়।
      • ওরশে সকলে আমন্ত্রিত।
      • গাউছিয়া হাদী মঞ্জিল।
      • বাবা ভান্ডারীর পুরাতন বাড়ি।
      • মাইজভান্ডার দরবার শরীফ।
      • ফকিরছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • রব মিঞার বাড়ির বার্ষিক ওরশ।
      • গুরু সকুর মাংঙ্গর স্মরণে।
      • প্রতিবছর ২২ কার্তিক ওরশ পালিত হয়।
      • ডাকবাংলো বাজার, ঝিনাইদহ্, বাংলাদেশ।
    • কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব ও মেলা।
      • প্রতি বছর বাংলা সনের কার্তিক মাসের রাস পূর্ণিমার রাতে রাধা-কৃষ্ণের রাস উৎসব উপলক্ষে দিনাজপুরের কাহারোলে অবস্থিত ঐতিহ্যবাহী কান্তনগর (কান্তজিউ) মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস উৎসব হয় মন্দির প্রাঙ্গণে। 
      • ১৭৫২ সাল থেকে এখানে রাস উৎসব উদযাপন হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এটা উৎসবের ২৭১তম বছর।
      • কান্তজিউ মন্দির, কাহারোল, দিনাজপুর, বাংলাদেশ।
      • দিনাজপুর-তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেঁপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত এই প্রাচীন মন্দির।

 

  • ৮ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/১২ রবি সানি ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • পূর্ণিমার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্ণিমার ব্রতোপবাস।
    • রাস পূর্ণিমা।
    • দিবা ৪/২১ মধ্যে কার্তিকী পূর্ণিমা, মন্বন্তরা স্নানদানাদি।
    • গোস্বামীমতে রাকাপূর্ণিমা অনুরোধে শ্রীশ্রীকৃষ্ণের রাসযাত্রা।
    • পটপূর্ণিমা।
    • পৌর্ণমাস্যারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রত সমাপন।
    • গোস্বামীমতে পৌর্ণমাস্যারম্ভকল্পে নিয়মসেবা (কার্তিকব্রত) সমাপন।
    • শ্রীশ্রীতুলসীদেবীর আবির্ভাব।
    • গোস্বামীমতে ধাত্রীব্রত।
    • গুরুনানকের জন্মতিথি ও পূজাপাঠ।
    • শ্রীশ্রীনানকাব্দা: ৫৫৪ বর্ষারম্ভ।
    • শ্রীশ্রীনিম্বার্ক ভগবানের আবির্ভাব।
    • নিম্বার্কাব্দা: ৫১১৮ বর্ষারম্ভ।
    • পুষ্করস্নান।
    • আজমীরে পুষ্করমেলা ও মহোৎসব।
    • শ্রীশ্রীগম্ভীরনাথ মহাপুরুষের আবির্ভাব।
    • দিবা ৭/২১ গতে গৌণচান্দ্র অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ আরম্ভ।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন।
    • পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
    • শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শুভ আবির্ভাব মহোৎসব।
    • ফকির গোলাম ইয়াছিন শাহের তিরোধান দিবসে সাধুসঙ্গ
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • গোলাম ইয়াছিন শাহের আখড়াবাড়ি।
      • কারিকর পাড়া, ছেঁউড়িয়া, কুষ্টিয়া, বাংলাদেশ।
      • ফকির গোলাম ইয়াছিন শাহের একমাত্র ছেলে ফকির মোহাম্মদ আলী শাহ সাধুসঙ্গটি আয়োজন করে থাকেন।
    • হযরত বাবা কালাচাঁন ফকিরের ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • হযরত বাবা কালাচাঁন ফকিরের দরবার।
      • গোপালপুর, ঈশ্বরদী, বাংলাদেশ।
    • বাউল শিল্পী খোরশেদ আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাউল গানের আসর।
      • প্রতিবছর ৮ নভেম্বর মৃত্যুবার্ষিকী পালিত হবে।
      • বাউল আখড়া পাড়ি।
      • ৮নং চাঁদপুর ইউনিয়ন, হরিণাকুণ্ড, ঝিনাইদহ, বাংলাদেশ।
    • মতুয়া সুশিল সাধুর তিরোধান দিবস উপলক্ষে মতুয়া মহোৎসব ও আলোচনা সভা।
      • প্রতিবছর তিথি মতে ২১ কার্তিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়।
      • তিথি মতে এই বছর ২১ কার্তিক বাংলাদেশের পঞ্জিকা মতে পরেছে ২৩ কার্তিক।
      • শ্রীশ্রী হরি গুরুচাঁদ হরি গোসাই সেবাশ্রম।
      • শ্রীপাঠ কাঠালিয়া, ঝালকাঠি, বাংলাদেশ।
    • হযরত শাহ্ নিয়ামতুল্লাহ (রা) এর শানে ৪১তম সাধুসভা।
      • প্রতিবছর ২৩-২৪ কার্তিক বার্ষিক সাধুসভা অনুষ্ঠিত হয়ে আসছে।
      • উক্ত সাধুসভায় আপনি/আপনারা সবাই আমন্ত্রিত।
      • আল চিস্তিয়া খানকা শরীফ।
      • আল-চিস্তি গজমতি ফকিরের বড় খলিফা বদি ফকিরের আস্তানা।
      • ছত্রগাছা, বানেশ্বর, বেলপুকুরিয়া, পুঠিয়া, রাজশাহী, বাংলাদেশ।
    • হযরত ফৈজুদ্দিন শাহ চিশতী (র) ওফাত বার্ষিকী ওরশ।
      • ৮ নভেম্বর ২০০৮ সালে এই মজ্জুব অলি ওফাত প্রাপ্ত হন।
      • তার স্মরণে প্রতিবছর ৮ নভেম্বর বার্ষিক ওরশ পালিত হয়।
      • এছাড়াও প্রতিবছর ৩১ ডিসেম্বর দরবারে বিশাল ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত ফৈজুদ্দিন শাহ চিশতী (র) এর মাজার।
      • মানিকনগর, কলাতিয়া, কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
    • শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলা।
      • মণিপুরীদের গৌরবময় ঐতিহ্যের ১৮০তম বার্ষিক প্রধান ধর্মীয় মহোৎসব।
      • ৮ নভেম্বর/২১ কার্তিক (বাংলাদেশী পঞ্জিকা মতে ২৩ কার্তিক) মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
      • গোষ্ঠলীলা বেলা ১১:৩০ মিনিট থেকে গোধুলি লগ্ন পর্যন্ত।
      • আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬:৩০ মি থেকে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত।
      • নট সংকীর্তন রাত ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত।
      • শ্রীশ্রীকৃষ্ণের মহারাশলীলা অনুসরণ অনুষ্ঠান রাত ১১টা থেকে পরদিন ব্রহ্মমুর্হূত পর্যন্ত।
      • উক্ত মহোৎসবে আপনারা আমন্ত্রিত।
      • মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ।
      • শিববাজার, জোড়া মণ্ডপ, মাধবপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার, বাংলাদেশ।
      • ভানুগাছ রেলস্টেশন/ভানুগাছ চৌমাথা থেকে ৪কিমি রিকসা/অটোতে করে শিববাজার।
    • বাগেরহাটের রামপালে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঝলমলিয়া দিঘির পাড়ে রাসমেলা।
      • প্রতিবছর রাসপূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের স্মরণে রাস লীলার আয়োজন হয়ে আসছে।
      • সপ্তাহব্যাপী এই মেলায় দোকানপাটের পাশাপাশি আলোচনা সভা, বাউল গান, পালা গান, ধর্মীয় গীতি, পূজা-পার্বন ইত্যাদি অনুষ্ঠিত হয়।
      • ঝলমলিয়া দিঘি পাড়।
      • হুড়কা, রামপাল, মোংলা, বাগেরহাট, বাংলাদেশ।

 

  • ৯ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/১৩ রবি সানি ১৪৪৪ হিজরী/বুধবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গোস্বামীমতে চান্দ্রমাস ব্রতপক্ষে শ্রীশ্রীকাত্যায়নী ব্রতারম্ভ।
    • হাফেজ ওমর মিসকিন শাহ (রহ) মাজার শরীফ।
      • প্রতিবছর ২৫ ফাল্গুন তার দরবারে (মুর্শিদের নির্দেশিত তারিখে) ওরশ অনুষ্ঠিত হয়।
      • এছাড়াও ২৪ কার্তিক তার ওফাত বার্ষিকীতে ওরশ পালিত হয়।
      • হাফেজ ওমর মিসকিন শাহ (রহ) মাজার।
      • কুলশ্রী, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/১৪ রবি সানি ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবা
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • জানু বাবা সুরেশ্বরীর খলীফা হায়দার আলী (রহ) এবং হযরত মাওলানা ফয়েজ উদ্দীন মুন্সী (রহ) মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতি বছর ২৫ কার্তিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • টুমচর ফয়জীয়া দরবার শরীফে ওরশ শরীফ।
      • শিমুলতলী বাজার, টুমচর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • আবদুল ফকিরের খলিফা ওলি ফকিরের মাজার শরীফের বার্ষিক ওরশ। 
      • প্রতিবছর ২৫ কার্তিক তাঁর ওরশ শরীফ পালিত হয়। 
      • ৬০ বছরের ও বেশি সময় ধরে তাঁর ওরশ পালিত হচ্ছে।
      • ওলি ফকিরের মাজার শরীফ।
      • রেহানিয়া, বুড়ির চর, সাগরিয়া, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশ।
    • বেলাল বাবার জন্মদিনে শুভ খোশরোজ শরীফ।
      • ২৩ কার্তিক ১৩৫৪ বাংলা রোজ সোমবার সুবহে-সাদেকের সময় মহান সুরেশ্বর দরবার শরিফের বর্তমান গদিনশীন পীর ও মুর্শীদে বরহ্বক, সুরেশ্বরীয়া তরিকার রূপকার, প্রবর্তক ও ঘোষক, হিজরী পনের শতকের শাহ্ মুজাদ্দেদ হযরত সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরী (মা জি আ) ধরাধামে আগমন করেন।
      • প্রতিবছর তিথিমতে ২৩ কার্তিক বার্ষিক খোশরোজ শরীফ পালিত হয়। এই বছর তিথি মতে ২৩ কার্তিক বাংলাদেশী পঞ্জিকা মতে পরেছে ২৫ কার্তিক/১০ নভেম্বর।
      • রাতব্যাপী সেমা মাহফিল অনুষ্ঠিত হবে।
      • সকল আশেকানে সুরেশ্বরী দয়ালের খোশরোজ শরীফে আমন্ত্রিত।
      • জানশরীফ মঞ্জিল, বাবা বেলাল নূরীর পবিত্র আস্তানা শরীফ।
      • দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরিফ নড়িয়া শরিয়তপুর, বাংলাদেশ।
    • হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ) এর ৯০তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৪ রবিউসসানি বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • রাতব্যাপী কাওয়ালী পরিবেশিত হবে।
      • উক্ত মাহফিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • মরহুম মহরম আলী ড্রাইভারের বাড়ি।
      • এনায়েতপুর বাজারের উত্তর-পূর্ব পার্শ্বে, ধলই, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ১১ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৬ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/১৫ রবি সানি ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • বারদী ও স্বামীবাগ লোকনাথ মন্দিরের সাবেক সভাপতি অনিল কুমার মুখার্জীর প্রয়াণ দিবস।
    • শাহজাহান ফকির (রহ) এর মাজার শরীফে বার্ষিক ওরশ।
      • আবদুল ফকির (রহ) এর নাতি শাহজাহান ফকির (রহ)।
      • প্রতিবছর ২৬ কার্তিক তার ওরশ পালিত হয়।
      • শাহজাহান ফকিরের মাজার শরীফ। 
      • রেহানিয়া, বুড়ির চর, সাগরিয়া, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশ।
    • তরীক উদ্দীন চিশতী (রহ) মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৬ কার্তিক তাঁর বেছাল তারিখে ওরশ পালিত হয়।
      • এছাড়া ৬ রজব খাজা বাবার ওফাত বার্ষিকীতে উক্ত মাজারে ওরশ পালিত হয়।
      • তরীক উদ্দীন চিশতী (রহ) মাজার
      • আরিফ হাজীর পুল, হাজীপুর, বেগমগঞ্জ, নোয়াখালী।

 

  • ১২ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/১৬ রবি সানি ১৪৪৪ হিজরী/শনিবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বলন।
    • নাজাত ফকিরের ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • মেহেরপুর, বাংলাদেশ।

 

  • ১৩ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ/১৭ রবি সানি ১৪৪৪ হিজরী/রবিবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হযরত মাওলানা মোর্শেদেনা শাহ্ সূফী সৈয়দ আবু আহমদ (রহ) বার্ষিক ওরশ।
      • ২০০ বছরের ঐতিহ্যবাহী এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা মোর্শেদেনা শাহ্ সূফী সৈয়দ সামছুজ্জামান (রহ) এঁর ওরশ পালিত হয় ১৩ নভেম্বর।
      • এছাড়া প্রতিবছর ১৮ ফেব্রুয়ারি দরবার প্রধান ওরশ পালিত হয়।
      • মাওলানা মোর্শেদেনা শাহ্ সূফী সৈয়দ গোলাম জিলানী (রহ) এঁর ওরশ শরীফ পালিত হয় ৬ ডিসেম্বর।
      • এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা), শোহাদায়ে কারবালা স্মরণে ১০ মহররম আশুরা, শবে মেরাজ, শবে বরাত, ইসলামের ৪ খলিফার ওফাত বার্ষিকী, ১১ রবিউসসানী বড়পীর আবদুল কাদের জিলানী (রা) এর স্মরণে ফাতেহা ইয়াজদাহুম শরীফ, উম্মুল খায়ের মা ফাতেমাতুজ জোহরা (আ) স্মরণে ওরশ মাহফিল পালিত হয়।
      • পানুয়া দরবার শরীফ।
      • নিজপানুয়া, ছাগলনাইয়া, ফেনী, বাংলাদেশ।
    • ফকির আলেপ আলী শাহ্ ওফাত দিবসের সাধুসঙ্গ।
      • তিনি ২৮ কার্তিক ১৩৯০ বঙ্গাব্দে দেহত্যাগ করেন।
      • প্রতিবছর ২৮ কার্তিক ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • কালাচাঁদ ফকিরের আখড়াবাড়ি।
      • হাট কানপাড়া, দূর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
    • সাত্তার ফকিরের ওফাত দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২৮ কার্তিক অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • সাত্তার ফকিরের আখড়াবাড়ি।
      • ময়রামপুর, প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • শাহ্ সূফি হযরত ফছি পাগলা বাবার স্মরণে ৭ম ফকির সাধু পাগল মজনুর মেলা।
      • গাজীপুর জেলার জয়দেবপুর থানার পোড়াবাড়ির বিখ্যাত আধ্যাত্মিক সাধক শাহ্ সূফি হযরত ফছি পাগলা।
      • প্রতিবছর ২৮-২৯ কার্তিক ২ দিনব্যাপী বার্ষিক মেলা অনুষ্ঠিত হয়।
      • প্রতিরাতে আধ্যাত্মিক বাউল সংগীত পরিবেশনা হবে।
      • দূরদূরান্তের মেহমানের জন্য কমিটির পক্ষ থেকে প্রতিদিন দু’বেলা খাবার ব্যবস্থা থাকবে।
      • এই মজনুর মেলায় সকলে আমন্ত্রিত।
      • শাহ্ সূফি আলহাজ্ব হযরত আলীম উদ্দিন ওরফে রঙ্গিলা শাহ্ (র) মাজার সংলগ্ন।
      • কুমড়ী, ৪নং মাওহা, রাজ গৌরীপুর, ময়মনসিংহ, বাংলাদেশ।
      • ট্রেনে ময়মনসিংহ রেলওয়ে জংশন হয়ে গৌরীপুর রেলওয়ে জংশন।
      • ময়মনসিংহ ব্রীজ সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে অটো/সিএনজিতে করে প্রথমে গৌরীপুর বাস স্ট্যান্ড, সেখান থেকে শাহ্গঞ্জ বাজার হয়ে ভুটিয়ারকোনা বাজার আসতে হবে। ভুটিয়ারকোনা থেকে কোয়ার্টার কিলোমিটার উত্তর দিকেই মজনু মেলা অনুষ্ঠানস্থল।
    • ইঞ্জিনিয়ার লিটন শাহ্’র ৬ষ্ঠ ওফাত বার্ষিকী উপলক্ষ্যে ওরশ।
      • ১৩ নভেম্বর ২০১৬ সালে তিনি ওফাতপ্রাপ্ত হন।
      • ১৩-১৫ নভেম্বর ৩ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হবে।
      • রাতব্যাপী বাউল ও লালন গানের আসর অনুষ্ঠিত হবে।
      • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • দরবার এ জালালী।
      • দড়িচর জালালীনগর পাক মাজার শরীফ।
      • গজারিয়া, পলাশ, নরসিংদী, বাংলাদেশ।
    • হযরত খাজা শাহ্ সৈয়দ এনায়েত আলী চিস্তী (রা) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১০-১৩ নভেম্বর ৪ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত খাজা শাহ্ সৈয়দ এনায়েত আলী চিস্তী (রা) এর মাজার।
      • কেল্লারপুল, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ১৪ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/১৮ রবি সানি ১৪৪৪ হিজরী/সোমবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পরমপুরুষ শ্রীশ্রী সীতারামদাস ওঁঙ্কারনাথ ঠাকুরের তিরোভাব তিথি।

 

  • ১৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৩০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/১৯ রবি সানি ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীঅন্নদাঠাকুরের আবির্ভাব তিথি ও পূজা।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বলন।
    • শ্রীশ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের জন্মতিথি।
      • ১২৯৮ বঙ্গাব্দে রবিবার রাসপূর্ণিমা তিথিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
      • জন্মলগ্নে মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র ও দেবগণ।
    • বিথঙ্গল আখড়ায় ভোলা সংক্রান্তি কীর্তন।
      • ৬০০ বা ৪০০ বছর পূর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য বিথঙ্গলে এসে এই আখড়া প্রতিষ্ঠা করেন।
      • বিথঙ্গল আখড়া ।
      • বানিয়াচং, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • হাসান সাধুর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৩০ কার্তিক বার্ষিক ওরশ পালিত হয়।
      • নফেল শাহ্’র মাজার প্রাঙ্গণ।
      • চড়পাড়া, স্বস্তিপুর, বেলঘোরিয়া, ইবি, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ১৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২০ রবি সানি ১৪৪৪ হিজরী/বুধবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • প্রথমাষ্টমীকৃত্য (উৎকল)।
    • শুভ নবান্ন।
    • অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ১৪২৯ বঙ্গাব্দ।
      • ১৫তম বর্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ৫৬ প্রহরব্যাপী।
      • ১ অগ্রহায়ণ থেকে ২১ অগ্রহায়ন পর্যন্ত।
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম।
      • বারদী, সোনারাগাঁও, নারায়ণগঞ্জ।
    • গোমদণ্ডী জলিল ভাণ্ডার দরবার শরীফ ৭৮তম বার্ষিক ওরশ।
      • হযরত শাহছুফি মৌলানা শেখ ছৈয়দ আবদুল জলিল শাহেন শাহ্ (ক) আল মাইজভান্ডারী আল ফারুকী এর মহান বেছাল বার্ষিক ওরশ শরীফ।
      • এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত।
      • খতমে কোরান ও গাউছিয়া শরীফ, মিরাদ মাহফিল, সেমা মাহফিল, কাওয়ালী, আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ।
      • গোমদণ্ডী জলিল ভাণ্ডার দরবার শরীফ।
      • বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ১৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২১ রবি সানি ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • বিষ্ণুপদী সংক্রান্তি: সংক্রান্তিকৃত্য ও স্নানদানাদি।
    • প্রদোষে সন্ধ্যা ৫/১৯ গতে রাত্রি ৬/৫৫ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত।
    • শ্রীশ্রীকার্তিক ব্রত ও পূজা।
    • সর্বজয়া ব্রত।
    • শ্রীশ্রীমিত্র (ইতু) প্রতিষ্ঠা ও পূজারম্ভ।
    • অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পূজা ও পরবর্তী সংক্রান্তিতে বিসর্জন।
    • যমপুষ্করিণীব্রত সমাপন।
    • কুমারীদিগের সেঁজুতি পূজারম্ভ।
    • গোস্বামীমতে তুলার্কারম্ভকল্পে নিয়মসেবা (কার্তিকব্রত) সমাপন।
    • গোস্বামীমতে সৌরমাস ব্রতপক্ষে শ্রীশ্রীকাত্যায়নী ব্রতারম্ভ।
    • কর্কটসংক্রমণারম্ভকল্পে ও তুলার্কারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রত সমাপন।
    • আকাশে দীপদান সমাপন।
    • হযরত মাওলনা শাহ্ আহমদ আলী ওরফে হযরত জান শরীফ শাহ সূরেশ্বরী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ। 
      • সুরেশ্বর দরবার শরীফ।
      • সুরেশ্বর, নড়িয়া, শরিয়তপুর, বাংলাদেশ।
    • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবাষির্কী।
      • মজলুম জননেতা মুর্শিদ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী হুজুরের ৪৩তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৩ অগ্রহায়ণ বার্ষিক ওরশ পালিত হয়।
      • খতমে কোরান, মিলাদ, হালকায়ে জিকির, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষি-শিক্ষা-হস্তশিল্প প্রদর্শনী, মারফতি-মুর্শিদি মজলিস, খাস জিয়ারত, মুনাজাত ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • মাওলানা ভাসানী হুজুরের মাজার।
      • সন্তোষ, টাঙ্গাইল, বাংলাদেশ।
    • দরবারে আউলিয়া শাফিয়া শরীফের বার্ষিক ওরশ।
      • উপমহাদেশের প্রখ্যাত সাধক “হযরত গাউছুল আজম শাহ্সূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ আমীর উদ্দিন আহমদ (র) আল হাসানী আল্ শাফিয়া শরিফী ওরোফে বাবা আমীর শাহ্-এর ৭৮তম বেছাল দিবস উপলক্ষ্যে ওরশ।
      • সপ্তাহব্যাপী ওরশ।
      • মিলাদ মজলিশ, কোরান খতম, পতাকা উত্তোলন, রওজা গোসল, হালকায়ে জেকের, সামা কাওয়ালী, তবারক বিতরণ।
      • দরবারে আউলিয়া শাফিয়া শরীফ।
      • রাজৈর, মাদারীপুর, বাংলাদেশ।
    • হযরত মাওলানা ফজলে আহমদ প্রকাশ পাতা পোড়া দরবেশ সাহেবের মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২ অগ্রহায়ণ তার বার্ষিক ওরশ পালিত হয়।
      • পাতা পোড়া দরবেশ সাহেবের মাজার।
      • নন্দনপুর, সদর, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১৮ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২২ রবি সানি ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দুধমুখা পীর সাহেবের মাজারের বার্ষিক ওরশ।
      • মাওলানা এছহাক সাহেব (রহ) প্রকাশ দুধমুখা পীর সাহেব।
      • প্রতিবছর ৩ অগ্রহায়ণ তাঁর ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
      • দুধমুখা পীর সাহেবের মাজার।
      • ইয়াকুবপুর, দুধমুখা, দাগনভূইয়াঁ, ফেনী, বাংলাদেশ।
    • আলহাজ্ব মো আলী হোসেন চিশতি প্রকাশ্যে বোবা শাহ্ (র) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৩ অগ্রহায়ণ বার্ষিক ওরশ পালিত হয়।
      • পীরঘোড়াশাল রওজা শরীফ।
      • মুরাদ নগর, কুমিল্লা, বাংলাদেশ।
    • আবদুল্লাহ ফকিরের খেলাফত দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ৩ অগ্রহায়ণে দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • আদর্শ শান্তি ধাম।
      • মারামপুর, নতুন পাকুরিয়া, প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ১৯ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২৩ রবি সানি ১৪৪৪ হিজরী/শনিবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • বগুড়ার লতিফপুরে মুকুন্দ গোঁসাই আখড়ার বাসি নবান্ন উৎসব।
    • হযরত মাওলানা মোরশেদেনা কুতুবুল এরশাদ আহাম্মদ আলী বাবাজান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহ)-র মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতি বছর ৪-৫ অগ্রহায়ণ দরবারে দুই দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • দরবারে আওলিয়া গোপাইর বাগ দরবার শরীফ।
      • সোমপাড়া,  চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।
    • পবিত্র খোশরোজ শরীফ।
      • হযরত আলহাজ্ব মাোলানা শাহ্সূফী আল-ছৈয়দ খাজা মাজহারুল ইসলাম প্রকাশ অন্তর বাবা আল-মীমপুরী ক্বেবল কাবার মহা পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে।
      • প্রতিবছর ২৩ রবিউস সানি খোশরোজ শরীফ পালিত হয়।
      • এইবছর ২৩ রবিউস সানি পরেছে ৪ অগ্রহায়ণ/১৯ নভেম্বর শনিবার।
      • রাতে ছামা কাওয়ালী পরিবেশিত হবে।
      • আপনারা সবাই স্ববান্ধব আমন্ত্রিত।
      • মীমপুরী দরবার শরীফ।
      • কদমরসূল, নবীগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
    • বাবাজান শরীফ শাহ্ সুরেশ্বরী (র) ১০৩তম ওরশ।
      • হযরত মাওলানা মোরশেদেনা কুতুবুল এরশাদ আহম্মদ আলী বাবাজান শরীফ শাহ্ সুরেশ্বরী (র)।
      • প্রতিবছর ৪-৫ অগ্রহায়ণ বার্ষিক ওরশ পালিত হয়।
      • সকল ভক্ত আশেকানের প্রতি আন্তরিক দাওয়াত রইলো।
      • দরবারে আউলিয়া গোপাইরবাগ দরবার শরীফ।
      • সোমপাড়া, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ২০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২৪ রবি সানি ১৪৪৪ হিজরী/রবিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর উপবাস (উৎপন্ন)।
    • গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
    • শ্রীশ্রীমিত্র বা ইতুপূজা।
    • বৃন্দাবনস্থ শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়ের আচার্য্য শ্রীমৎ সর্ব্বেশ্বর গোস্বামী প্রভুর তিরোধান তিথি (মার্গশীর্ষ কৃষ্ণা একাদশী)।

 

  • ২১ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২৫ রবি সানি ১৪৪৪ হিজরী/সোমবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ৮/২ মধ্যে একাদশীর পরাণ।
    • শ্রীশ্রী মাতান চাঁদ গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে মহোৎসব ও ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন।
      • শ্রীশ্রী মাতান চাঁদ গোস্বামী ১০ অগ্রহায়ণ ১৩৪৪ বঙ্গাব্দে দেহত্যাগ করেন।
      • ৬-১০ অগ্রহায়ণ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
      • প্রধান দিবস ১০ অগ্রহায়ণ।
      • শ্রীশ্রী কুঁশল চাঁদ আশ্রম।
      • চর কাশিমপুর, বৈরাগী বাজার, রাজৈর, মাদারীপুর, বাংলাদেশ।
    • ফকির দিদার আলী শাহ্’র তিরোধান দিবস স্মরণে ৪র্থ সাধুসঙ্গ।
      • প্রতিবছর ৬ অগ্রহায়ণ সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ফকির দিদার আলী শাহ্’র মাজার।
      • হিঙ্গারপাড়া, জহুরপুর, বাঘারপাড়া, যশোর, বাংলাদেশ।

 

  • ২২ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২৬ রবি সানি ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ৭/৩১ গতে পুণ্যতরা গঙ্গাস্নান।
    • সৎসঙ্গের শ্রীশ্রীবড়দার শুভ আবির্ভাব দিবস।
      • ৫ অগ্রহায়ণ ১৩১৮ বঙ্গাব্দ।
      • মার্গ শুক্লা প্রতিপদ।
    • শাহ্ সূফি হযরত খাজা আহাম্মদ মনোয়ার হোসেন চিশতী ওরফে বাবুশাহ্ (রা) এর ১৩তম বার্ষিক ওরশ।
      • মহান সূফি সাধক শাহ্ সূফি হযরত খাজা আহাম্মদ কওছার আলী চিশতী ওরফে জিন্দশাহ্ (রা) এর চতুর্থ সিঁড়ির সাধক শাহ্ সূফি হযরত খাজা আহাম্মদ মনোয়ার হোসেন চিশতী ওরফে বাবুশাহ্ (রা)
      • প্রতিবছর ৭ অগ্রহায়ণ শুরু হয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • প্রতিরাতে বিচার গান অনুষ্ঠিত হবে।
      • ঝিটকা শরীফ হযরত জিন্দাশাহ্ (রা) চিশতী দরগাহ।
      • কলাহাটা, হরিরামপুর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • কদম আলী মস্তানের দরবারে ভেলা ভাসানি উৎসব।
      • কলিযুগে পাগলকুলের শিরমণি ফানাফিল্লাহ বাকাবিল্লাহ শাহান শাহ্ হযরত দয়াল বাবা কদম আলী মস্তান।
      • প্রতিবছর ৭ অগ্রহায়ণ ভেলা ভাসানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
      • এছাড়াও প্রতিবছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ফল ফাতেহার আয়োজন করা হয়।
      • এছাড়া প্রতিবছর ৫-৬ পৌষ ২ দিনব্যাপী বাবা জানের নামে শিন্নির আয়োজন করা হয়।
      • এছাড়া প্রতিবছর ১৭-২৪ মাঘ সপ্তাহব্যাপী বাবার ওফাত দিবসে বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত দয়াল বাবা কদম আলী মস্তান (র) এর দরবার শরীফ।
      • দিঘলী, লৌহজং, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২৩ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২৭ রবি সানি ১৪৪৪ হিজরী/বুধবার
    • অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অমাবস্যার ব্রতোপবাস ও নিশিপালন।
    • শেষরাত্রি ৫/১০ গতে মুখ্যচান্দ্র অগ্রহায়ণ শুক্লপক্ষ আরম্ভ।
    • ৬৪তম মহামিলন উৎসব।
      • প্রতিবছর ২৩ নভেম্বর বার্ষিক ওরশ পালিত হয়।
      • যামিনী শুরুতে মহানবীর শানে দরূপ ও মিলাদ।
      • রাতব্যাপী বিচার ও ভাবসংগীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
      • খাজা শাহ্ সূফি মো মোসলেম উদ্দিন চিশতী (রহ) এর রওজা শরীফ।
      • হাকিমপুর, এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল, বাংলাদেশ।

 

  • ২৪ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২৮ রবি সানি ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • আচারবশত: হরিষষ্ঠী।
    • কাঁচাঘটপূজা।
    • হযরত খাজা শাহ্ সুফী সৈয়দ আদেল উদ্দিন আহমেদ ফকরে নুর আল চিশতী নিজামী (রা) ১৭তম পবিত্র ওরশ।
      • প্রতিবছর ২৪-২৫ নভেম্বর ২ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • রাতব্যাপী আধ্যাত্মিক গজল ও সামা কাওয়ালী পরিবেশিত হবে।
      • উক্ত ওরশ মোবারকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • দরবার-এ-গওহার শাহ্।
      • ঝিটকা শরীফ, ঝিটকা বাজার, হরিরামপুর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • ফকিরকুলের শিরোমণি ফকির লালন সাঁইজির তিরোধানের চল্লিশ দিন উপলক্ষ্যে সাধুসঙ্গ।
      • অষ্টপ্রহর ২৪ ঘণ্টাব্যাপী লালন ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছরের ন্যায় এবারো ফকিরকুলের শিরোমণি ফকির লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবসের চল্লিশ দিন উপলক্ষ্যে সাধুগুরু হুমায়ুন ফকিরের আখড়ায় অনুষ্ঠিত সাধুসঙ্গের অধিবাস অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর।
      • সকলে আমন্ত্রিত।
      • সাধুগুরু হুমায়ুন ফকিরের আখড়া।
      • খানাবাড়ি, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।
    • শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব ও অষ্টকালীন লীলা কীর্ত্তন।
      • প্রতিবছরের ন্যায় এবারো তিথি মতে ৭-১১ অগ্রহায়ণ ৫ দিনব্যাপী সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে।
      • এইবছর বাংলাদেশী পঞ্জিকা মতে ৭-১১ অগ্রহায়ণ পরেছে ২৪-২৮ নভেম্বর তারিখে।
      • গীতাপাঠ, ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্ত্তন ও মহোৎসব অনুষ্ঠিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • শ্রীশ্রী সুধারাম বাউল সেবা আশ্রম।
      • বাউলের বাজার, কায়েতপাড়া, ডেমরা, ঢাকা, বাংলাদেশ।

 

  • ২৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২৯ রবি সানি ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • মনোরথদ্বিতীয়া ব্রত।
    • স্বামীবাগ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির থেকে পুণ্যতীর্থ বারদী ধাম অভিমুখে পদযাত্রা।
    • ফকির চাঁদ ফকিরের তিরোধান দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১০ অগ্রাহায়ণে দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির চাঁদ ফকিরের আখড়াবাড়ি।
      • বিত্তিপাড়া, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত জালাল উদ্দিন হারগাজা শাহ্ (র) এর ৩২তম বার্ষক ওরশ।
      • প্রতিবছর ১০ অগ্রহায়ণ বার্ষিক ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী কাওয়ালী অনুষ্ঠিত হবে।
      • হযরত জালাল উদ্দিন হারগাজা শাহ্ (র) এর মাজার।
      • পূর্ব বেতাগী জালালীয়া শাহী দরবার শরীফ।
      • গোচরা চৌমুহনী হতে রিকসা বা সিএনজি যোগে কাউখালী মৌলভী সাহেবের ঘাটে নেমে পায়ে হেঁটে দরগাহ্ শরীফ যাওয়া যায়।
      • কালুরঘাট হতে সাম্পান বা বোট যোগে টংগর ঘাটে নেমে পায়ে হেঁটে দরগাহ্ শরীফ যাওয়া যায়।

 

  • ২৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/১ জমা আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীকল্কিদেবের আবির্ভাব।
    • হযরত শাহছসূফি আছাদ আলী ফকির (র)’র পবিত্র বার্ষিক ওরশ।
      • দরপপাড়া আছাদ আলী ফকিরের মাজার।
      • দরপপাড়া,বোয়ালখালী, চট্টগ্রাম।
      • মিলাদ মাহফিল ও সেমা মাহফিলের আয়োজন করা হয়েছে ।
    • বড়পীর আবদুল কাদের জিলানী (রা) এঁর নাতি সৈয়দ শাহ্ মিরান (ক) মাজারে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১১ অগ্রহায়ণ দরবারে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • বড়পীর আবদুল কাদের জিলানী (রা) এঁর নাতি সৈয়দ শাহ্ মিরান (ক) মাজার।
      • কাঞ্চনপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশী।
    • বড়পীর আবদুল কাদের জিলানী (রা)’র নাতনী সালেহা মঞ্জুমা বিবি প্রকাশ পাগলা বিবির মাজারে বার্ষিক ওরশ।
      • ৭৫৫ হিজরীতে তারা দুই ভাই বোন অনেক সহচরসহ রামগঞ্জে আসেন।
      • তাদের মাজার শরীফ আবিষ্কার করেন বাবা শাহ জকি (রহ)।
      • প্রতিবছর ১১ অগ্রহায়ণ তার ব্ড় ভাই বাবা শাহ্ মিরানের সাথে তার ওরশ পালিত হয়।
      • পাগলা বিবির মাজার।
      • কাঞ্চনপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • হযরত লোকমান হোসেন (রহ) ওরফে কোর্ট পাগলা বাবার ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • কোর্ট পাগলা বাবা ২০০০ সালে দেহত্যাগ করেন।
      • ওফাত দিবস উপলক্ষ্যে প্রতিবছর ২৬ নভেম্বর ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী ভক্তিমূলত গান পরিবেশিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) মাজার শরীফ চত্ত্বর।
      • জামালপুর, মতিহার, রাজশাহী, বাংলাদেশ।
    • শাহ সুফী মাওলানা লালপুরী শাহর ৪৯তম ওরশ।
      • প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ পরগণার হাদি ও ইসলাম প্রচারক শাহ সুফী মাওলানা লালপুরী শাহ।
      • প্রতিবছর ১১ অগ্রহায়ণ তার বার্ষিক ওরশ উপলক্ষ্যে ৯-১৫ অগ্রহায়ণ ৭ দিনব্যাপী তরিকত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
      • ভক্ত আশেকীনদের আশেকানা দাওয়াত রইলো।
      • লালপুরী দরবার শরীফ কমপ্লেক্স।
      • নুনেরটেক, আনন্দবাজার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
      • ঢাকা চট্টগ্রাম রোডে সোনারগাঁ নেমে আনন্দ বাজারের পূর্বে মেঘণা নদীর ওপার।

 

  • ২৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/২ জমা আউ ১৪৪৪ হিজরী/রবিবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীমিত্র বা ইতুপূজা।
    • সাত্তার ফকিরের ২৭তম সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টব্যাপী সাধুসঙ্গ।
      • লালন ভাব সংগীত।
      • ভাবাশ্রম সাওতা।
      • সাওতা, কুমারখালি, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • ফকির আলতাফ হোসেন সাঁইয়ের খেলাফত দিবসে সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১২-১৪ অগ্রহায়ণ বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ফকির লালন সাঁইজির ঘরের সাধুসঙ্গ।
      • ফকির আলতাফ হোসেন সাঁইয়ের আখড়াবাড়ি।
      • বাঘাইল, দেওপাড়া, গোদাগাড়ী, রাজশাহী, বাংলাদেশ।
    • শাহ্ সুফি সাধক ফকির বাবা আকাতুল্লাহ মনির ৩য় ওফাত দিবস ও সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১২ অগ্রহায়ণ বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • উক্ত ওরশ ও সাধুসঙ্গে সকল আশেকান, জাকেরান ভক্তবৃন্দ ও তরিকান ভাই বোনদের সদয় উপস্থিতি ও সহযোগীতা একান্ত কাম্য।
      • পবিত্র মাজার শরীফ।
      • লক্ষীকুন্ডা, ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ।
    • বিশ্বওলী হযরত সৈয়দ শাহ্ মিরান (র) এর বার্ষিক ওরশ।
      • হযরত আব্দুল কাদের জিলানী (র) এর (পৌত্রনাতী) বিশ্বওলী হযরত সৈয়দ শাহ্ মিরান (র)।
      • প্রতিবছর বার্ষির ওরশ পালিত হয় ১২ অগ্রহায়ণ।
      • হযরত সৈয়দ শাহ্ মিরান (র) এর মাজার শরীফ।
      • কাঞ্চনপুর দরগাহ্ শরীফ, রামগঞ্জ লক্ষীপুর।
    • অরঙ্গবাদ আধ্যাত্মিক জ্ঞানচর্চা কেন্দ্রের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১২-১৪ অগ্রহায়ণ ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • বড়পীড় আব্দুল কাদের জ্বিলাীনর জীবনী নিয়ে আলোচনা ও বাউল গান অনুষ্ঠিত হবে।
      • অরঙ্গবাদ আধ্যাত্মিক জ্ঞানচর্চা কেন্দ্র।
      • নয়াবাড়ি, দোহার, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২৮ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/৩ জমা আউ ১৪৪৪ হিজরী/সোমবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের প্রতিষ্ঠাতা মথুরামোহন মুখোপাধ্যায়ের ৮০তম প্রয়াণ দিবস।
      • ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন আরম্ভ।
      • স্বামীবাগ লোকনাথ মন্দির।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • শ্রীশ্রী স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের মহাপ্রয়াণ দিবস।
      • কুতুবপুর, মেহেরপুর সদর, বাংলাদেশ।
    • ডা ছানাউল্যাহ মাইজভান্ডারীর মাজারের বার্ষিক ওরশ।
      • ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ক) এর আশেক ডা ছানাউল্যাহ মাইজভান্ডারী।
      • প্রতিবছর ২৮ নভেম্বর ওফাত দিবসে তার বার্ষিক ওরশ পালিত হয়।
      • ডা ছানাউল্যাহ মাইজভান্ডারীর বাড়ি।
      • নরোত্তম পুর (একতা মার্কেট সংলগ্ন), বেগমগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ।
    • ফকির মোশাররফ হোসেন প্রকাশ মোশা মিয়ার মাজারে ওরশ।
      • প্রতিবছর ২৮ নভেম্বর বার্ষিক ওরশ পালিত হয়।
      • মোশা মিয়ার মাজার।
      • বীজবাগ, সেনবাগ, নোয়াখালী, বাংলাদেশ।
    • বক্কার ফকিরের তিরোধান দিবসে প্রথম সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২৮ নভেম্বর অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গের সুচনা হবে।
      • বক্কার ফকিরের আখড়াবাড়ি।
      • ঘোড়ামারা, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী ও ওরশে শাহ্ মতি ফকিরের ৩৫তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৩ অগ্রহায়ণ বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • মাহফিলে কাওয়ালী অনুষ্ঠিত হবে।
      • মতি ভান্ডার শাহী দরবার।
      • সৈয়দ নাজমুল হক সওদাগরের বাড়ি।
      • পূর্ব ছড়ারকূল, উত্তর ফতেয়াবাদ, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ২৯ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/৪ জমা আউ ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গুহষষ্ঠী (স্কন্দষষ্ঠী) ও মূলকরূপিণীষষ্ঠী (মূলাষষ্ঠী)।
    • শ্রীশ্রীকৃষ্ণের প্রাবরণোৎসব।
    • সিরাজগঞ্জের সত্যসেবা আশ্রমে শ্রীশ্রীকাত্যায়নীদেবীর দুর্গাপূজা ও উৎসব।
    • দয়াল ভরসা হযরত দয়াল বাবা হায়দার শাহ্ (র)’র বার্ষিক ওরশ।
      • হায়দার শাহ্ মাজার প্রাঙ্গণ।
      • তিতাস পাড়া, মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ।
    • মা বীণাপাণি অমৃত সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী
      • স্থাপিত- ১৪২৮বঙ্গাব্দ/২০২০ খ্রিস্টাব্দ।
      • নরসিংদী, বাংলাদেশ।
    • কোরবান শাহ্ ফকিরের সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টব্যাপী সাধুসঙ্গ।
      • লালন ভাব সংগীত।
      • বাগলপাড়া, জয়নগর, দূর্গাপুর, রাজশাহী।

 

  • ৩০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ/৫ জমা আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন এবং অষ্টমীর সপিগুন।
    • দিবা ২/৩ মধ্যে মিত্রসপ্তমী।
    • শ্রীশ্রীসূর্যপূজা।
    • খেপা মনিরুদ্দিন শাহ্ ফকিরের ওফাত দিবসের সাধুসঙ্গ।
      • দেলবার শাহ্ ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১৫ অগ্রহায়ণ ৪৮ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • বাবুপাড়া, পোড়াদহ, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • কাসেম ভান্ডার প্রকাশ ডলু ফকিরের ২৩তম বার্ষিক ওরশ।
      • হযরত শাহসূফি আলহাজ্ব মাওলানা আবুল কাসেম শাহ্ আল মাইজভান্ডারী (ক) প্রকাশ ডলু ফকির বাবাজান কেবলা কাবা।
      • প্রতিবছর ১৫ অগ্রহায়ণ বার্ষিক ওরশ পালিত হয়।
      • আপনারা সকলেই আমন্ত্রিত।
      • কাসেম ভান্ডার দরবার শরীফ।
      • বাটালি রোড এনায়েত বাজার, বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • হযরত জালাল শাহ লেংটা (রহ) এর ভক্ত মাজেদা বিবির বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৫ অগ্রহায়ণ বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত জালাল শাহ লেংটা (রহ) এর ভক্ত মাজেদা বিবি।
      • বটতলা, বেলতলি বাজার, মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ।

 

এছাড়া প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয় যে সকল অনুষ্ঠান

(বিশেষ কারণে মাঝেমধ্যে দিন পরিবর্তন হলেও বেশিভাগ সময়ই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়)

  • কোরবান শাহ্ ফকিরের আখড়ায় মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • কোরবান শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
    • বাগলপাড়া, দুর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
  • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমীর সপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী।
    • সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
  • বিশ্ব লালন সংঘের নিয়মিত সাপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • লালন ভক্ত, অনুরাগী ও অনুসারীদের আমন্ত্রণ।
    • সাংস্কৃতিক সংগঠন ঐকতানের কার্যালয়।
    • হসপিটাল রোড, কোনাবাড়ি, গাজীপুর সিটি, বাংলাদেশ।
  • সাধুরবাজারের মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি ইংরেজি মাসের দুই তারিখে রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সাধুর বাজার।
    • লোহাগাছিয়া, গাজীপুর, বাংলাদেশ।
  • পবিত্র মাসিক ফাতেহা শরীফ।
    • প্রতি মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
    • কার্যক্রম- সকাল ৮.৩০-১২টা পর্যন্ত পবিত্র দরূদ শরীফ শুরু হয় অতপর ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নেওয়াজ শরীফ বিতরণ করা হয়।
    • মুরিদান আশেকান ভক্ত সবাইকে আমন্ত্রণ।
    • বাবা সিরাজ শাহ্’র আস্তানা।
    • পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

[বি.দ্র. পঞ্জিকায় উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণের দিন-তারিখ নির্দিষ্ট করা মোটেও সহজ কাজ নয়। কারণ আমাদের দেশে একই সাথে চার ধরণের পঞ্জিকার দিন-তারিখ মেনে উৎসব-অনুষ্ঠান আয়োজিত হয়। খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকার পাশাপাশি চলে আসছে দুটি বাংলা পঞ্জিকা। এর ‘বাংলা পঞ্জিকা’টি চলে তিথি অনুসারে। আর‘বাংলাদেশী পঞ্জিকা’টি চলে দিন গুনে তারিখ হিসেবে। পর ফলে কোনো একটি দিবস নির্ণয় করতে গেলে চারটি তারিখ সামনে চলে আসছে-

১. বাংলা তিথি অনুযায়ী একটি তারিখ।
২. বাংলা তারিখ (বাংলাদেশী পঞ্জিকা মতে) একটি তারিখ।
৩. খ্রিস্টিয় পঞ্জিকা মতে একটি তারিখ।
৪. আরবী পঞ্জিকা মতে একটি তারিখ।

সেই দিবসকে কেন্দ্র যে উৎসবাদি আয়োজন হয় তা কোন পঞ্জিকা মেনে হয় তা নির্দিষ্ট করা সহজ হয় না। যদিও এতে খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকা মতে যে দিবসগুলো পালিত হয় তা অনেকটা নির্দিষ্ট। কিন্তু বাংলা দিবসকে মেনে যা করা হয় তা নিয়ে অধিক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ একই দিবসকে এক এক জন এক এক পঞ্জিকা মতে অনুসরণ করে।

সে কারণে নির্ভুল পঞ্জিকা বির্নিমাণ করা সহজ নয়। তাই এরূপ কোনো ত্রুটি-বিচূতি যদি দৃষ্টিগোচর হয়। তাহলে আবশ্যই অবগত করার বিনীত অনুরোধ রইলো। যাতে তা সংশোধন করার সুযোগ তৈরি হয়। সাধুগুরুপাগলভক্ত সর্বচরণে ভক্তিপূর্ণ এই নিবেদন –ভবঘুরেকথা.কম।]

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)>>

…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

…………………….
পঞ্জিকার তথ্যসূত্র:
লোকনাথ ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
সুদর্শন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বিশুদ্ধ সনাতন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
উইকিপিডিয়া।
বাংলাপিডিয়া।
সাধুগুরুপাগলভক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য।
দরবার-আখড়া-আশ্রম থেকে প্রাপ্ত তথ্য।
ভাববাদ-আধ্যাত্মবাদের বিভিন্ন গ্রুপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!