ভবঘুরেকথা
সাধু পঞ্জিকা : অক্টোবর মাসের দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)

অক্টোবর মাসের দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
২০২২ খ্রিস্টাব্দ

অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ মোতাবেক বাংলা আশ্বিন-কার্তিক মাসে অনুষ্ঠিত সাধুসঙ্গ, সাধুগুরু, সাধনমার্গের দিন-ক্ষণকে সংক্ষিপ্তাকারে একত্রিত করা এবং ভক্ত-আশেকান-অনুসারি-অনুরাগিদের কাছে সেই তথ্য তুলে ধরার জন্য ভবঘুরেকথা.কম-এর এই “সাধু পঞ্জিকার” আয়োজন। যাতে ভক্ত-আশেকানরা তাদের কাঙ্খিত তথ্য পেতে ও দিতে পারে। এটি একটি চলমান প্রকৃয়া। যাতে প্রাপ্ত নতুন তথ্য যুক্ত করে আরো সমৃদ্ধ করা হবে। জয়গুরু।।

অক্টোবর মাসের তিথিসমূহ-

  • অক্টোবর মাসের পূর্ণিমা:
    • লক্ষ্মী পূর্ণিমা।
      • প্রবারণা পূর্ণিমা/আশ্বিনী পূর্ণিমা।
      • দেশবিশেষে প্রচলিত কৌমুদী (কুমার) পূর্ণিমা।
      • ৮ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ।
      • শনিবার
      • ৮ অক্টোবর/২৩ আশ্বিন রাত ৪:০১ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ৯ অক্টোবর/২৪ আশ্বিন রাত ২:৫৬ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • অক্টোবর মাসের অমাবস্যা:
    • কার্তিক অমাবস্যা।
      • ২৪ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ।
      • সোমবার
      • ২৪ অক্টোবর/৮ কার্তিক সন্ধ্যা ৫:২৮ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ২৫ অক্টোবর/৯ কার্তিক অপরাহ্ন ৪:৫৮ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • অক্টোবর মাসের একাদশী:
    • পাশাঙ্কুশা একাদশী।
      • ৬ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ।
      • বৃহস্পতিবার
      • ভোর ৫:৫২ মিনিট থেকে সকাল ৭:৫৬ মিনিট।
    • রমা একাদশী।
      • ২১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ।
      • শুক্রবার
      • ভোর ৫:৫৯ মিনিট থেকে সকাল ৯:৪৮ মিনিট।

 

  • অক্টোবর মাসের উপবাস:
    • ৬ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/বৃহস্পতিবার
      • একাদশীর উপবাস (পাশাঙ্কুশা)।
      • গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
    • ৭ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/শুক্রবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • ২১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/শুক্রবার
      • একাদশীর উপবাস (রমা)।
      • গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
    • ২৪ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/সোমবার
      • চতুদর্শীর উপবাস।

অক্টোবর মাসের পরবসমূহ-

  • ১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/৪ রবি আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীদুর্গাষষ্ঠী।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা।
    • সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
    • হযরত শাহ্ পরান (র) বার্ষিক ওরশ।
      • মাহবুবে রাব্বানী গাউছে ছামদানী কুতুবে আলম হযরত শাহ্ পরান (র) ইয়েমেন থেকে বাংলাদেশে আসা ইসলাম প্রচারক হযরত শাহ জালাল (র) এর ভাগ্নে এবং প্রধান অনুসারী।
      • প্রতিবছর ৪-৬ রবিউল আউয়াল ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • জাতি, ধর্ম নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • হযরত শাহ্ পরান (র) মাজার।
      • খাদিম নগর, সিলেট সদর, সিলেট, বাংলাদেশ।
      • হযরত শাহ জালাল (র) এর দরগাহ থেকে শাহ পরাণ (র) এর মাজারের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার।
    • জিঞ্জির শাহ (র)’র ৩৬তম বার্ষিক ওরশ।
      • পীর-এ কামেল হযরত নাজির হোসেন ফকির ওরফে জিঞ্জির শাহ (র)।
      • প্রতিবছর ১-২ অক্টোবর ২ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, রওজা গোসল, গিলাপ ছড়ানো, ফাতেহা পাঠ, আলোচনা সভা, ভক্তিমূলক গানের আসর, জিকির-আজকার, আখেরি মোনাজাত ও তবরক বিতরণ।
      • জিঞ্জির শাহ্’র মাজার।
      • ২৬নং ওয়ার্ডের পুরাতন স্টেশন রোড, দক্ষিণ সুরমা, সিলেট নগরী, সিলেট, বাংলাদেশ।

 

  • ২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/৫ রবি আউ ১৪৪৪ হিজরী/রবিবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।
    • দেবীর গজে আগমন।
    • ফল-শস্যপূর্ণা বসুন্ধরা।
    • রাত্রি ১১/৩৩ গতে ১২/২১ শ্রীশ্রীদুর্গাদেবীর অর্ধরাত্রবিহিত পূজা।
    • মহাত্মা গান্ধীর জন্মদিবস।
    • শ্রীরামকৃষ্ণ বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দের আবির্ভাব দিবস।
      • ২ অক্টোবর ১৮৬৬ সাল।
    • চট্টগ্রাম জেলার পাহাড়তলী কৈবল্যধামে শ্রীশ্রীরামঠাকুরের শারদীয়া উৎসব উপলক্ষে দিবসত্রয় কীর্তন মহাযজ্ঞ।
    • বেলুড় রামকৃষ্ণ ধর্মচক্রের প্রতিষ্ঠাতা স্বামী জগদীশ্বরানন্দের তিরোভাব তিথি।
    • হযরত শাহ ছুফি পেঠান শাহ (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • হযরত শাহ ছুফি পেঠান শাহ (রহ) এর মাজার শরীফ। 
      • পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/৬ রবি আউ ১৪৪৪ হিজরী/সোমবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।
    • পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস।
    • সন্ধিপূজা।
    • দেবীর মহাপূজা ও মহোৎসব যাত্রা।
    • শ্রীশ্রীদেবীর কালিকা ও মহিষমর্দিনী দেব্যাবির্ভাব।
    • ফকির দৌলৎ শাহ্ ফকিরের গুরু মা স্মরণে সাধুসঙ্গ। 
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • দৌলৎ ফকিরের আখড়া।
      • ফতেইপুর, মেহেরপুর, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা পাগল অদুদ শাহ্’র চল্লিশা উপলক্ষ্যে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৮-১৯ আশ্বিন ২ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • প্রতিদিন রাতব্যাপী বাউল গানের আসর পরিবেশিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • হযরত দয়াল বাবা পাগল অদুদ শাহ্ মাজার।
      • চন্দনাইল, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ।
      • কোম্পানীগঞ্জ হতে সিএনজিতে করে মেটংঘর হয়ে শ্রীকাইল চন্দনাইশ।
      • হোমনা হতে রামচন্দ্রপুর বাজার হতে সিএনজিতে করে সলফা চন্দনাইল।

 

  • ৪ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/৭ রবি আউ ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন এবং দশমীর সপিগুন।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন।।
    • পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীব্রতের পারণ।
    • দুর্গাপূজা (নবমী)।
    • সায়েস্তানগর পাক দরবার শরীফের বার্ষিক ওরশ।
      • সুরেশ্বর দরবার শরীফের আশেক ও খলিফা হযরত মোকারম আলী দরবেশ সাহেব।
      • তিনিই সায়েস্তা নগর পাক দরবার শরীফ প্রতিষ্ঠা করেন।
      • দেহত্যাগের পর তাকে দরবারেই সমাহিত করা হয়।
      • প্রতিবছর ১৯-২০ আশ্বিন দুই দিনব্যাপী দরবারে বার্ষিক ওরশ পালিত হয়।
      • সায়েস্তানগর পাক দরবার শরীফ।
      • দেবীপুর, রায়পুর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • মাওলানা রমজান আলী শাহ্ (রহ) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৭ রবিউল আউয়াল বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • মধ্যম বুড়িশ্চর মাওলানা রমজান আলী শাহ্ (রহ) এর মাজার প্রাঙ্গণ।
      • হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ৫ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/৮ রবি আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন এবং একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চরণবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা ৯/০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।
    • দেবীর নৌকায় গমন।
    • ফল-শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি।
    • বিজয়াদশমীকৃত্য।
    • কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।
    • গোস্বামীমতে শ্রীশ্রীরামচন্দ্রের বিজয়োৎসব।
    • শ্রীশ্রীহনুমানজীর পতাকাপূজা ও উৎসব।
    • কামরূপীয় শঙ্কারাব্দা: ৫৭৪ বর্ষ আরম্ভ।
    • মহাপুরুষ শ্রী শঙ্করদেবের আবির্ভাব তিথি, পূজা ও মহোৎসব।
    • দুর্গাপূজা (বিজয়া দশমী)। 
    • আবুল পাগলার বার্ষিক ওরশ।
      • প্রতিবছর আবুল পাগল ২০ আশ্বিন বার্ষিক ওরশ পালন করে থাকে গুরুর নামে।
      • আল কাদরীয়া দরবার শরীফ।
      • লক্ষীপুর, ঈমানপুর, ইবি, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত তাজল চাঁন আউলিয়ার বার্ষিক পবিত্র ওরশ।
      • প্রতিবছর ২০-২২ আশ্বিন তিন দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • সকল অলিপ্রেমি আশেকানে, ভক্তগণ আমন্ত্রিত।
      • এওয়াজপুর দরবার শরীফ (তাজল হাং বাড়ি)।
      • শশিভূষণ, চরফ্যাশন, ভোলা, বাংলাদেশ।

 

  • ৬ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/৯ রবি আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর উপবাস (পাশাঙ্কুশা)।
    • গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
    • গোস্বামীমতে নিয়মসেবা (একাদশ্যারম্ভকল্পে কার্তিকব্রত) আরম্ভ।

 

  • ৭ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/১০ রবি আউ ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর পারণ।
    • দিবা ৭/১৯ মধ্যে গোস্বামীমতে পদ্মনাভ দ্বাদশীব্রত।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • হযরত মাওলানা আনোয়ার আলী ফকীর (রহ) মাজার শরীফের বাৎসরিক ওরশ।
      • এওয়াজপুর দরবার শরীফ। 
      • শশিভূষণ, চরফ্যাশন, ভোলা, বাংলাদেশ।
    • গৌছেজামান হযরত ছৈয়দ মাওলানা আবদুল লতিফ শাহ্ চন্দনাইশী মাইজভাণ্ডারী (র) এর বেলাদত বার্ষিকী
      • তেলাওয়াতে কোরান, জিকির মাহফিল, বাদেএশা মিলাদ ও ছেমা মাহফিল শেষে রাতে তাবারুক বিতরণ।
      • খোশরোজ শরীফ।
      • চন্দনাইশ দরবার শরীফ।
      • চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম, বাংলাদেশ।
  • ৮ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/১১ রবি আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • চতুদর্শীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ‘সুরসম্রাট’ খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী।
      • তিনি ৮ অক্টোবর ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
      • ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে মদিনা ভবনে তিনি মারা যান।
      • ১৯১৮ সালে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
      • বৃটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করেন।
      • ১৯৫২ খ্রিস্টাব্দে তিনি ভারতের ‘সঙ্গীত আকাদেমি পুরস্কার’ অর্জন করেন এবং ১৯৫৪ সালে আকাদেমির ফেলো নির্বাচিত হন।
      • ১৯৫৮ সালে ‘পদ্মভূষণ’ ও ১৯৭১ সালে ‘পদ্মবিভূষণ’ এবং ১৯৬১ সালে তিনি বিশ্বভারতী কর্তৃক ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত হন।
    • হযরত আবূ নসর সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদী আল মাদানী (রহ) এর মাজারে বার্ষিক ওরশ।
      • ইমামে আহলে সুন্নাত, পঞ্চদশ শতাব্দির মুজাদ্দেদ, গাউছে জামান, কুতুবে জামান, কাউমে জামান, আওলাদে রাসুল (দ), খলিফাতুর রাসুল (দ) হাদিয়ে দ্বিন ও মিল্লাত, শায়খুল হাদীস, ইমামে রাব্বানি হযরত আবূ নসর সৈয়দ আবেদ শাহ মুজাদ্দেদী আল মাদানী (রহ)।
      • প্রতিবছর ২৩ আশ্বিন বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • ইমামে রাব্বানী দরবার শরীফ।
      • মোজাদ্দেদ নগর, ধেররা, হাজিগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।
    • তপস্যাকুল শিরমণি হযরত আবুল বাসার পাগলাকারী (র) এর ওফাত দিবস উদযাপন।
      • প্রতিবছর ২৩ আশ্বিন ওরশ অনুষ্ঠিত হয়।
      • আবুল বাসার পাগলাকারীর মাজার।
      • কেউপুর, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত কালুশাহ দেওয়ানের ১২৪তম বার্ষিক লক্ষ্মীপূর্ণিমার ওরস শরীফ ও ভক্তআশেক সাধুফকিরের মিলনমেলা।
      • তিথি মতে, ২২ আশ্বিন আর বাংলাদেশী পঞ্জিকা মতে ২৪ আশ্বিন বার্ষিক ওরশ পালিত হবে।
      • ৮ অক্টোবর জোয়ারের সময় খোয়াজ খিজির (আ) এর ভেলা ভাসানো দিয়ে ওরশ শুরু হবে।
      • আউলিয়া গাউছে আজম কালুশাহ দেওয়ানের দরবার শরীফ।
      • বৌরুমখার ডিঘি দিয়া পূর্বদিকে সামফকির বাড়ি, আউলিয়াপুর, বাকেরগঞ্জ, বরিশাল, বাংলাদেশ।

 

  • ৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/১২ রবি আউ ১৪৪৪ হিজরী/রবিবার
    • পূর্ণিমার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্ণিমার ব্রতোপবাস ও নিশিপালন।
    • প্রদোষে শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত ও শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মীপূজা।
    • রাত্রিতে কোজাগরকৃত্য।
    • গোস্বামীমতে রাত্রিতে শ্রীশ্রীকৃষ্ণের শারদ রাসযাত্রা। 
    • রাত্রি ২/৫৬ মধ্যে আশ্বিনী পূর্ণিমাবিহিত স্নানদানাদি।
    • দেশবিশেষে প্রচলিত কৌমুদী (কুমার) পূর্ণিমা।
    • গোস্বামীমতে গৌর্ণমাস্যারম্ভকল্পে নিয়মসেবা (কার্তিকব্রত) আরম্ভ।
    • রাত্রি ২/৫৬ গতে গৌণচান্দ্র কার্তিক কৃষ্ণপক্ষ আরম্ভ।
    • ফাতেহা-ইয়াজদাহাম।
    • ঈদে মিলাদুন্নবী (সা)।
    • শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা।
    • শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা উৎসব।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
      • স্বামীবাগ লোকনাথ মন্দির।
    • প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) (বৌদ্ধ পর্ব)।
    • কাঙাল হরিনাথ মজুমদারের প্রয়াণ দিবস।
      • কুণ্ডুপাড়া, কুমারাখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • ডা সায়াদাত হোসাইন প্রকাশ বাঁশতলী হুজুরের দরগাহ্’র বার্ষিক ওরশ।
      • বিবির হাট, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
      • প্রতিবছর ১০ মহররম শোহাদায়ে কারবালার স্মরণে ওরশ শরীফ পালিত হয়।
      • ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুননবী (সা) মহাসমারোহে উদযাপিত হয়।
      • প্রতিবছর ২৯ শাওয়াল ওরশ পালিত হয়।
      • ডা সায়াদাত হোসাইন প্রকাশ বাঁশতলী হুজুরের দরগাহ্।
      • বিবির হাট, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • রহিমিয়া রশিদিয়া দরবার শরীফে ৬৯তম ওরশ।
      • প্রতিবছর ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে ২ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • ৬-৮ রজব ৩ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • ২৭-২৮ রজব ২ দিনব্যাপী উক্ত দরগাহে ওরশ শরীফ পালিত হয়।
      • রহিমিয়া রশিদিয়া দরবার শরীফ।
      • পূর্বসুলতান পুর, ফরহাদ নগর, কৃষ্ণ মজুমদার হাট, ফেনী সদর, বাংলাদেশী।
    • পীর হযরত হাসান শরীফ সাহেবের দরগাহ্ বার্ষিক ওরশ।
      • যা হরিশ্চর দরগাহ শরীফ নামে খ্যাত।
      • প্রতিবছর ১২ রবিউল আউয়াল দরবারে সীরাতুন্নবী (সা) এর মাহফিল অনুষ্ঠিত হয়।
      • পীর হযরত হাসান শরীফ সাহেবের দরগাহ্।
      • হরিশ্চর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • সিরাজিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ঈদ-ই-মিলাদুন্নবী (সা), শোহাদয়ে কারবালা ও পীর সাহেব কেবলার ওফাত বার্ষিকী স্মরণে ইসালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
      • সিরাজিয়া দরবার শরীফ।
      • চৌধুরী বাড়ি, মহিপাল, ফেনী, বাংলাদেশ।
    • ঈদে মিলাদুন্নাবী উদযাপন উপলক্ষ্যে মহানবীর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও সূফীধারা উৎসব-২০২২।
      • ৯ অক্টোবর ২০২২ সালের রোজ রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
      • সূফি সাধক, গবেষক ও দার্শনিকগণ আলোচনা করবেন এবং শানে মোস্তফা (সা) সংগীতের আয়োজন থাকবে।
      • আয়োজনে: কালান্দার বাবা জাহাঙ্গীর বাবা প্রতিষ্ঠিত ‘ফকিরানি দরবার শরীফ’
      • আব্দুস সালাম হল।
      • জাতীয় প্রেসক্লাব (৩য় তলা), তোপখানা রোড, ঢাকা, বাংলাদেশ।

 

  • ১০ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/১৩ রবি আউ ১৪৪৪ হিজরী/সোমবার
    • প্রতিপাদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • হযরত আলফাজ উদ্দিন (মদন মাস্তান) (র) জন্মবার্ষিকী ওরশ।
      • প্রতিবছর ২৫-২৭ আশ্বিন ৩ দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।
      • মদন মাস্তানের মাজার।
      • কাতলামারী, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • পীরে কামেল হযরত নেয়ামত শাহ্ (র) এর মাজারে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১০ অগ্রহায়ণ তার স্মরণে ওরশ পালিত হয়।।
      • পীরে কামেল হযরত নেয়ামত শাহ্ (র) এর মাজার শরীফ।
      • কাজীরখীল, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ১১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/১৪ রবি আউ ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পীরে কামিল মরমী সাধক ফকির আছিম শাহ্‌ (রহ) এবং সাধক কবি সুন্দর শাহ্ (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ।
      • আছিম নগর, (মোকামবাড়ী), জগন্নাথপুর, সুনামগঞ্জ, বাংলাদেশ।
      • উপজেলা সদর হতে পায়ে হেঁটে/ক্সিা/গাড়ি।
    • গুলজার শাহ্ ফকিরের তিরোধান দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২৬ আশ্বিন দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • গুলজার ফকিরের আখড়াবাড়ি।
      • শান্তিনগর, মথুরাপুর, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত শাহ্ নকির উদ্দিন পাগল (রহ)-এর ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • পাগল বাবা ২০১৬ সালে দেহত্যাগ করেন।
      • ওফাত দিবস উপলক্ষ্যে প্রতিবছর ১১ অক্টোবর ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী ভক্তিমূলত গান পরিবেশিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) মাজার শরীফ চত্ত্বর।
      • জামালপুর, মতিহার, রাজশাহী, বাংলাদেশ।

 

  • ১২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/১৫ রবি আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • মজুশাহ্ ভাণ্ডার খোশরোজ শরীফ।
      • হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান আল হাসানী মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ এবং সাজ্জাদানশীল হযরত মাওরানা সৈয়দ আবুল বশর মাইজভাণ্ডারীর জন্মদিন দারবারে অনুষ্ঠিত হবে।
      • এতে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমন্ত্রিত।
      • অক্সিজেনের পূর্ব পার্শ্বে খঞ্জার দিঘীর পাড়, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • মহর্ষি মনোমোহন দত্তের একমাত্র পুত্র শ্রীমৎ স্বামী সুধীর চন্দ্র দত্তের জন্ম দিবস।
      • মহর্ষি মনোমোহনের ঔরসে সাধ্বী সৌদামিনীর গর্ভে ১৯০৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
      • মনোমোহন রচিত বিভিন্ন গ্রন্থ তার জীবনকালেই প্রথম সংস্করণ ও প্রকাশিত হয়।
      • তিনি দয়াময় নাম প্রচার করতে গিয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় শাখা আশ্রম প্রতিষ্ঠা করেন।
      • সুধীর চন্দ্র দত্ত ১৯৩৬ সালে সাধ্বী কমলা রানী দত্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 
      • ২৫ ডিসেম্বর ২০০১ সালে তিনি ৯৪ বছর বয়সে দেহ ত্যাগ করেন।
      • সাতমোড়া, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • হেরেং ফকিরের খেলাফত দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২৭ আশ্বিন অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • হেরেং ফকির সাধু আশ্রম।
      • কাথুলী উত্তরপাড়া, কাথুলী, গাংনী, মেহেরপুর, বাংলাদেশ।

 

  • ১৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/১৬ রবি আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • প্রদোষ সন্ধ্যা ৫/৪২ গতে রাত্রি ৭/১৮ মধ্যে দশরথচতুর্থী ব্রত।
    • ভগিনী নিবেদিতার প্রয়াণ দিবস।
    • হযরত খাজা গরীবুল্লাহ শাহ (রহ) বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৮ আশ্বিন দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • খতমে কোরান, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা ও তবারুক বিতরণ।
      • হযরত খাজা গরীবুল্লাহ শাহ (রহ) মাজার।
      • জিইসি, কুলসি, চট্রগ্রাম, বাংলাদেশ।
    • হযরত আশান শাহ্ (রহ) এর ৬তম বার্ষিক ওরশ সম্মেলন।
      • হযরত দয়াল বাবা গণি শাহ্ (র) এর রূহানী সন্তান হযরত আশান শাহ্ (রহ)।
      • প্রতিবছর ১৩ অক্টোবর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • এই সম্মেলনে সকল আশেকান-জাকেরান অংশগ্রহণ করে অশেষ পূণ্য অর্জন করুন।
      • দরবার-এ-শরীফ।
      • দক্ষিণখান মধ্যপাড়া, গাজিপুর সিটি, গাজিপুর, বাংলাদেশ।
      • রেল সড়কের পূর্ব পাশে ৩১নং ওয়ার্ডে।

 

  • ১৪ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/১৭ রবি আউ ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • মাইজভাণ্ডার মহান ২৯ আশ্বিন আওলাদে রাসুল, ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়ার পূর্ণতাদানকারী, ইমামুল আউলিয়া শেখে ফায়াল, হয়রত গাউছুল আযম শাহসূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক) এর খোশরোজ শরীফ।
      • প্রতিবছর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়।
      • জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই আমন্ত্রিত।
      • গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিল।
      • মাইজভাণ্ডার দরবার শরীফ।
      • ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • হযরত খাজা আব্দুর রহমান আল চিশতী নিজামী (র) এর বার্ষিক ওরশ।
      • তিনি ১৪ অক্টোবর ২০১৩ সালে ওফাতপ্রাপ্ত হন।
      • তার স্মরণে প্রতিবছর ১৪ অক্টোবর বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত খাজা আব্দুর রহমান আল চিশতী নিজামী (র) এর মাজার।
      • পাঠুলী পাড়া, ভাঙ্গুড়া, পাবনা, বাংলাদেশ।

 

  • ১৫ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৩০ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/১৮ রবি আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।

 

  • ১৬ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৩১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/১৯ রবি আউ ১৪৪৪ হিজরী/রবিবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ড. মহানাম ব্রত ব্রহ্মচারী মহারাজের জন্মতিথি।
      • ১৪০৬ বঙ্গাব্দের ৩১ আশ্বিন তার মহাপ্রয়াণ ঘটে।
      • এমএ(ডাবল), পিএইচডি (শিকাগো), ডি-লিট (ভারত)।
      • ১৯৩৩ সালে তিনি মার্কিন যুক্টরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত ২য় বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেন।
      • তিনি যুক্তরাষ্ট্রের ৬৩টি শহর ২৯টি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও সমিতিতে ৪৭৬টি ভাষণ প্রদান করেন।
      • বরিশাল জেলার বানরীপাড়ু উপজেলার অন্তর্গত খালিশাকোটা গ্রামে তার জন্ম।
      • বিশ্বব্যাপী জগবন্ধু সুন্দরের মন্দিরে তার জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

  • ১৭ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২০ রবি আউ ১৪৪৪ হিজরী/সোমবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • গোস্বামীমতে অর্থরাত্রে গোবর্ধনগিরিস্থ শ্রীরাধাকুণ্ডে স্নান ও শ্রীশ্রীকৃষ্ণপূজা।
    • পরমগুরু ভবা পাগলার আবির্ভাব দিবস।
      • ১৭ অক্টোবর ১৯০২ খ্রিস্টাব্দ।
    • ফকিরকূলের শিরোমণি ফকির লালন সাঁইজির তিরোধান দিবসে সাধুসঙ্গ। 
      • প্রতিবছর ১ কার্তিক সাঁইজির তিরোধানে ৩ দিনব্যাপী বার্ষিক স্মরণোৎসব অনুষ্ঠিত হয়।
      • তিন দিনের মেলা পরিচালিত হলেও ১ কার্তিক বিকালে দ্বীন ডাকার মধ্য দিয়ে চব্বিশ ঘণ্টার সাধুসঙ্গ আরম্ভ হবে।
      • লালন সাঁইজির আখড়াবাড়ি।
      • ছেঁউড়িয়া, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • হযরত শাহ বাহাদুর (রহ) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর পহেলা কার্তিক বার্ষিক ওরশ পালিত হয়।
      • কালীপুর হযরত শাহ্ বাহাদুর (রহ) মাজার।
      • কালীপুর, ইজ্জতনগর, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ১৮ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২১ রবি আউ ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ১০/৪৩ মধ্যে পুণ্যতরা গঙ্গাস্নান।
    • জলবিষুব সংক্রান্তি- সংক্রান্তিকৃত্য ও স্নানদানাদি।
    • প্রদোষে সন্ধ্যা ৫/৩৭ গতে রাত্রি ৭/১৩ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ণব্রত।
    • তুলাকারাম্ভকল্পে চাতুর্মাস্য ব্রতারম্ভ।
    • গোস্বামীমতে তুলাকারম্ভকল্পে কার্তিক ব্রতারম্ভ ও নিয়মসেবারম্ভ।
    • শ্রীশ্রীরাধাদামোদর পূজা।
    • যমপুষ্করিণী ব্রতারম্ভ।
    • নলসংক্রান্তি।
    • ধান্যবৃক্ষে নলপূজা। 
    • সৌর কার্তিকমাসে প্রত্যহ প্রদোষে আকাশে দীপদানরম্ভ।
    • মহাপুরুষ শিরডি সাঁইবাবার তিরোভাব দিবস।
      • ১৮ অক্টোবর ১৯১৯ খ্রিস্টাব্দ।

 

  • ১৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২২ রবি আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • দশমীর সপিগুন।
    • মহামহোপাধ্যায় আচার্য্য শ্রীমন ড মহানামব্রত ব্রহ্মচারীর তিরোধান দিবস।
    • গুলজার শাহ্ ফকিরের গুরু মার ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ৩ কার্তিক দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • গুলজার ফকিরের আখড়াবাড়ি।
      • শান্তিনগর, মথুরাপুর, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • রাবেয়া ফকিরাণীর ওফাত দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • পাঁচু শাহ্ সিঁড়ির ফকির গুলজার ফকিরের সাধনসঙ্গী রাবেয়া ফকিরাণী।
      • প্রতিবছর ৩ কার্তিক অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • গুলজার ফকিরের আখড়াবাড়ি।
      • লালন শাহী দরবার।
      • চর বাগোয়ান, শান্তিপুর, মথুরাপুর, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ২০ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২৩ রবি আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • দশমীর একোদ্দিষ্ট।
    • কবি অতুলপ্রসাদ সেনের জন্মদিবস।
      • ২০ অক্টোবর ১৮৭১ খ্রিস্টাব্দ।
    • ওমেসা খাতুন স্মরণে বার্ষিক সাধুসঙ্গ।
      • দৌলত শাহ্ ফকিরের ভক্ত অফিস ফকিরের নানাী ওমেসা খাতুন।
      • প্রতিবছর ৪ কার্তিক অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • মধ্যপাড়া, ফতেপুর, মেহেরপুর, বাংলাদেশ।

 

  • ২১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২৪ রবি আউ ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর উপবাস (রমা)।
    • গোস্বামীমতে ও নিম্বার্কমতে অদ্য একাদশীর উপবাস।
    • গোবৎসদ্বাদশীব্রত।
    • সৎসঙ্গের প্রধানচার্য্য শ্রীশ্রীদাদার শুভ জন্মদিবস।
      • ২১ অক্টোবর ১৯৩৩ খ্রিস্টাব্দ।
      • ৪ কার্তিক ১৩৪০ বঙ্গাব্দ।
    • জিন্না ফকিরের খেলাফত দিবেসের সাধুসঙ্গ।
      • লালন শাহ্ ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ৫ কার্তিক ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • জিন্না ফকিরের আখড়াবাড়ি প্রাঙ্গণ।
      • ঢেপাহাটি, মোশান বাজার, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ২২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৬ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২৫ রবি আউ ১৪৪৪ হিজরী/শনিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ৯/৫৮ মধ্যে একাদশীর পরাণ।
    • গোস্বামীমতে অপমৃত্যুবিনাশ জন্য বহির্ভাগে যমদীপদান।
    • শ্রীশ্রীহরিভক্তিবিলাসমতে যমদীপাদান।
    • ধনতেরাত (ধনত্রয়োদশী)।
    • কবি জীবনানন্দ দাসের ৬৮তম প্রয়াণ দিবস।

 

  • ২৩ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৭ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২৬ রবি আউ ১৪৪৪ হিজরী/রবিবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • সন্ধ্যা ৫/২৯ গতে ভূতচতুর্দশীকৃত্য।
    • প্রদোষে সন্ধ্যা ৫/৩৩ গতে রাত্রি ৭/৯ মধ্যে দেবগৃহাদিতে চতুদর্শ দীপদান।
    • গাউসুল আযম গোলামুর রহমান দয়াল বাবা ভান্ডারী (ক) এঁর মাজার শরীফের বার্ষিক ওরশ।  
      • প্রতি বছর ৭ কার্তিক মাজার শরীফে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • গাউসুল আযম গোলামুর রহমান দয়াল বাবা ভান্ডারী (ক) এঁর আশেক হাফেজ জাফর শাহ্ (রহ) তাঁর সহধর্মিনী ফিরোজা বেগম ও তাঁর শাহজাদা হোসেন শাহ্ পুতুল এঁর মাজার শরীফ। 
      • কড়িহাটি, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ। 
    • বিশ্ব পাগলের মেলা।
      • চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সুফি সাধকদের মিলনমেলা।
      • প্রতিবছর ৭ কার্তিক ৭ দিনব্যাপী পাগল মেলা অনুষ্ঠিত হয়।
      • জানা যায়, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ভৈষেরকোর্ট গ্রামের নুরুল ইসলাম ওরফে দয়াল সুজনের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
      • হজরত ওয়ায়েছ কুরুনীর (রহ) আস্তানা এবং হজরত শাহ কামাল ইয়ামিনীর (রহ) দরবার শরীফ।
      • কুমিল্লার আদিনামুড়া দরবার ।
      • বরুড়া উপজেলার সীমান্তবর্তী, দেবীদ্বার, কুমিল্লা, বাংলাদেশ।
    • হযরত দয়াল বাবা গণি শাহ্’র রুহানী দরবার শরীফে ৮ম বার্ষিক ওরশ ও দয়ালের মেলা।
      • রাতব্যাপী বাউল গানের আসর।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • প্রতিবছর ৭-৮ কার্তিক ২ দিনব্যাপী পালিত হয়।
      • রুহানী দরবার শরীফ।
      • নাওডোবা প্রজেক্ট আরএস ফোর।
      • নাওডোবা, জাজিরা, শরীয়তপুর, বাংলাদেশ।

 

  • ২৪ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৮ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২৭ রবি আউ ১৪৪৪ হিজরী/সোমবার
    • চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • চতুদর্শীর উপবাস।
    • চতুদর্শ যমতর্পণ।
    • ভূতচতুর্দশীকৃত্য।
    • শস্ত্রাহত চতুদর্শী।
    • নরকচতুর্দশী।
    • গোস্বামীমতে যমচতুর্দশী ও ধর্মরাজপূজা।
    • অমাবস্যার নিশিপালন।
    • প্রদোষে সন্ধ্যা ৫/৩২ গতে রাত্রি ৭/৮ মধ্যে শ্রীশ্রীলক্ষ্মীপূজা ও অলক্ষ্মীপূজা এবং উল্কাদানাদি।
    • মধ্যরাত্রিতে শ্রীশ্রীশ্যামাপূজা।
    • দেবীর দীপযাত্রা।
    • দীপাবলী
    • দেবগৃহাদিতে দীপদান।
    • শ্রীশ্রীমা তারাদেবীর আবির্ভাব।
    • শ্যামাপূজা।
    • শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলী উৎসব।
      • স্বামীবাগ লোকনাথ মন্দির।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।ৱ
    • হযরত সৈয়দ ফিরুজ শাহ চিশতী (রহ) এর মাজার শরীফের বার্ষিক ওরশ। 
      • তিন দিনব্যাপী ওরশ।
      • মুড়ারবন্দ,  হবিগঞ্জ, বাংলাদেশ।
    • সামছল হক দরবেশ সাহেবের বার্ষিক ওরশ।
      • ১৯৮৩ সালের ২৪ অক্টোবর তিনি পর্দা করেন।
      • সামছল হক দরবেশ সাহেবের মাজার শরীফ।
      • ৯নং ওয়ার্ড, সমসেরাবাদ মৌজা, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • শ্রীমৎ সতিশ চন্দ্র বিশ্বাসের ১০৮তম জন্ম উৎসব।
      • প্রতিবছর তিথি মতে ৮ কার্তিক উৎসব পালিত হয়।
      • ভোগ অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, রাতব্যাপী মলয়া ও ভক্তিমূলত সংগীত অনুষ্ঠিত হবে।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • সন্তোষ চন্দ্র সরকারের বাড়ি।
      • সর্ব্ব ধর্ম্ম মিশন।
      • বেগমাবাদ, পশ্চিমপাড়া, দেবিদ্বার, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ২৫ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২৮ রবি আউ ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অমাবস্যার ব্রতোপবাস।
    • দীপান্বিতা পার্বনশ্রাদ্ধ।
    • দীপান্বিতাকৃত্য।
    • দেওয়ালী।
    • প্রদোষে সন্ধ্যা ৫/৩১ গতে রাত্রি ৭/৭ মধ্যে শ্রীশ্রীহরিভক্তিবিলাসমতে শ্রীশ্রীবলিদৈত্যরাজ পূজা।
    • অপরাহ্ন ৪/৫৮ মধ্যে গোসহস্রীযোগ।
    • অপরাহ্ন ৪/৫৮ গতে মুখ্যচান্দ্র কার্তিক শুক্লপক্ষ আরম্ভ।
    • সূর্যগ্রহণ আংশিক (খণ্ড) গ্রাস।
    • হযরত মাওলানা ক্বারী মফিজ উদ্দিন (রহ) এর ৫৫তম ঐতিহাসিক মাহফিল।
      • ৩৬০ অলির একজন পীরে কামেল হযরত শাহরাস্তি (রহ) এর সঙ্গে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছিলেন তিনি।
      • জানা যায়, তাঁর পূর্বপুরুষ ছিলেন ইয়েমেনের অধিবাসী।
      • এনায়েতপুর, মোহাম্মদপুর, হযরতপুর, কার্তিকপুর, টিকেটপুর, আমিনবাজার, কলাতিয়া, আটিবাজার, বান্দুরা ও ঢাকাতে তাঁর আস্তানা ও অনেক ভক্ত মুরিদান রয়েছে।
      • প্রতিবছর অক্টোবরের ২৫ তারিখে এখানে ওরছ মাহফিলের আয়োজন করা হয়।
      • হযরত মাওলানা ক্বারী মফিজ উদ্দিনের মাজার শরীফ।
      • বিজয়পুর উত্তরপাড়া, শাহরাস্তি, চাঁদপুর, বাংলাদেশ।

 

  • ২৬ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২৯ রবি আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • প্রাত:কালে দ্যুতক্রীড়া, বীরপ্রতিপদ।
    • স্মার্তমতে পূবাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীবলিদৈত্যরাজপূজা।
    • গোস্বামীমতে শ্রীশ্রীগোবর্ধনপূজা, গোপূজা, গোবর্ধনার্চন, গোবর্ধনযাত্রা ও অন্নকূট মহোৎসব এবং রাত্রি জাগরণ।
    • বিক্রম সংবৎ ২০৭৯ (চান্দ্রবর্ষ) আরম্ভ।
    • মহাবীর নির্বাণাব্দ ২৫৪৯ (চান্দ্রবর্ষ) আরম্ভ।
    • কার্তিক শুক্লাদি।
    • বিন্দুসাধক পাগলবাবা হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ্’র ২৯তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওরশ। 
      • বাদ মাগরিব মিলাদ কিয়াম দোয়া এবং তবারক বিতরণ শুরু।
      • রাতব্যাপী বাউল গানের আসর।  
      • আপনারা সকলেই আমন্ত্রিত 
      • গুটিয়া নগর পবিত্র মাজার শরীফ। 
      • সাতাইশ, টঙ্গী পশ্চিম, গাজীপুর, বাংলাদেশ।

 

  • ২৭ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১১ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/৩০ রবি আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ২/৩৫ মধ্যে ভ্রাতৃদ্বিতীয়াকৃত্য (ভাইফোঁটা)।
    • যম-যমুনা-চিত্রগুপ্ত ও যমদূত পূজা।
    • যমার্ঘ্যদান।
    • ভগিনী কর্তৃক ভ্রাতৃপূজা।
    • গোস্বামীমতে যমদ্বিতয়িা ও মধ্যাহ্নে শ্রীশ্রীযমরাজ (ধর্মরাজ) পূজা।

 

  • ২৮ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/১ রবি সানি ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ভগিনী নিবেদিতার জন্মদিবস।
      • ২৮ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন।
    • হযরত বাবা শানাল শাহ্ (র) ২৪তম বার্ষিক ওরশ।
      • পাপী তাপীর কান্ডারী শিরোমণি দ্বীনবন্ধু হযরত বাবা শানাল শাহ্ (র)।
      • প্রতিবছর ১২-১৩ কার্তিক ২ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • দ্বীনবন্ধু বাবা শানাল শাহ্ মাজার।
      • বানিয়াছল, নরসিংদী, বাংলাদেশ।

 

  • ২৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/২ রবি সানি ১৪৪৪ হিজরী/শনিবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট এবং পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • লবাণ (আব্দুর রব) সাঁইজির তিরোধান দিবসের সাধুসঙ্গ। 
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • জ্যোতিধাম।
      • খলিশাকুণ্ডি, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • মরমী গীতিকবি ও বাউলসাধক দুর্বিন শাহ’র জন্ম।
      • তিনি ১৩২৭ বঙ্গাব্দের ছাতকের সুরমা নদীর উত্তর পারে নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন।  
      • তার পিতা সফাত আলি শাহ ছিলেন একজন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পিরানী। 
      • মাত্র সাত বছর বয়সে বাবাকে হারান।
      • ১৯৪৬ সালে সুরফা বেগমের সঙ্গে বিয়ে তার বিয়ে হয়।

 

  • ৩০ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/৩ রবি সানি ১৪৪৪ হিজরী/রবিবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ৮/৩৪ মধ্যে ষটপঞ্চমীব্রত।
    • দিবা ৮/৩৪ গতে নাড়ীষষ্ঠী।
    • প্রতিহারষষ্ঠী।
    • শ্রীশ্রীছটপূজা বা শ্রীশ্রীসূর্যপূজা।
    • আর্যসমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী স্বামীর তিরোভাব দিবস।
      • ৩০ অক্টোবর ১৮৮৭ খ্রিস্টাব্দ।
    • হালিম বয়াতীর জন্মবার্ষিকী।
    • গুনু পন্ডিতের মাজারে বার্ষিক ওরশ।
      • আবদুস সামাদ মোক্তার প্রকাশ বাবা খলীলপুরী (রহ) এর আশেক গুনু পণ্ডিত।
      • প্রতিবছর ১৪ কার্তিক তাঁর বার্ষিক ওরশ শরীফ পালিত হয়।
      • গুনু পন্ডিতের মাজার।
      • চরমেহের, রামদয়াল বাজার, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশী।
    • হযরত গুনু পণ্ডিত (রহ) এর বার্ষিক ওরশ।
      • হযরত আলকি নূরী (রহ) এর আশেক হযরত গুনু পণ্ডিত (রহ)।
      • প্রতিবছর ১৪ কার্তিক বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত গুনু পণ্ডিত (রহ) এর মাজার।
      • রাম দয়াল, রামগতি, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ৩১ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ/১৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ/৪ রবি সানি ১৪৪৪ হিজরী/সোমবার
    • সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ভবা পাগলার জন্মতিথি।

 

এছাড়া প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয় যে সকল অনুষ্ঠান

(বিশেষ কারণে মাঝেমধ্যে দিন পরিবর্তন হলেও বেশিভাগ সময়ই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়)

  • কোরবান শাহ্ ফকিরের আখড়ায় মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • কোরবান শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
    • বাগলপাড়া, দুর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
  • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমীর সপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী।
    • সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
  • বিশ্ব লালন সংঘের নিয়মিত সাপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • লালন ভক্ত, অনুরাগী ও অনুসারীদের আমন্ত্রণ।
    • সাংস্কৃতিক সংগঠন ঐকতানের কার্যালয়।
    • হসপিটাল রোড, কোনাবাড়ি, গাজীপুর সিটি, বাংলাদেশ।
  • সাধুরবাজারের মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি ইংরেজি মাসের দুই তারিখে রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সাধুর বাজার।
    • লোহাগাছিয়া, গাজীপুর, বাংলাদেশ।
  • পবিত্র মাসিক ফাতেহা শরীফ।
    • প্রতি মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
    • কার্যক্রম- সকাল ৮.৩০-১২টা পর্যন্ত পবিত্র দরূদ শরীফ শুরু হয় অতপর ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নেওয়াজ শরীফ বিতরণ করা হয়।
    • মুরিদান আশেকান ভক্ত সবাইকে আমন্ত্রণ।
    • বাবা সিরাজ শাহ্’র আস্তানা।
    • পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

[বি.দ্র. পঞ্জিকায় উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণের দিন-তারিখ নির্দিষ্ট করা মোটেও সহজ কাজ নয়। কারণ আমাদের দেশে একই সাথে চার ধরণের পঞ্জিকার দিন-তারিখ মেনে উৎসব-অনুষ্ঠান আয়োজিত হয়। খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকার পাশাপাশি চলে আসছে দুটি বাংলা পঞ্জিকা। এর ‘বাংলা পঞ্জিকা’টি চলে তিথি অনুসারে। আর‘বাংলাদেশী পঞ্জিকা’টি চলে দিন গুনে তারিখ হিসেবে। পর ফলে কোনো একটি দিবস নির্ণয় করতে গেলে চারটি তারিখ সামনে চলে আসছে-

১. বাংলা তিথি অনুযায়ী একটি তারিখ।
২. বাংলা তারিখ (বাংলাদেশী পঞ্জিকা মতে) একটি তারিখ।
৩. খ্রিস্টিয় পঞ্জিকা মতে একটি তারিখ।
৪. আরবী পঞ্জিকা মতে একটি তারিখ।

সেই দিবসকে কেন্দ্র যে উৎসবাদি আয়োজন হয় তা কোন পঞ্জিকা মেনে হয় তা নির্দিষ্ট করা সহজ হয় না। যদিও এতে খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকা মতে যে দিবসগুলো পালিত হয় তা অনেকটা নির্দিষ্ট। কিন্তু বাংলা দিবসকে মেনে যা করা হয় তা নিয়ে অধিক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ একই দিবসকে এক এক জন এক এক পঞ্জিকা মতে অনুসরণ করে।

সে কারণে নির্ভুল পঞ্জিকা বির্নিমাণ করা সহজ নয়। তাই এরূপ কোনো ত্রুটি-বিচূতি যদি দৃষ্টিগোচর হয়। তাহলে আবশ্যই অবগত করার বিনীত অনুরোধ রইলো। যাতে তা সংশোধন করার সুযোগ তৈরি হয়। সাধুগুরুপাগলভক্ত সর্বচরণে ভক্তিপূর্ণ এই নিবেদন –ভবঘুরেকথা.কম।]

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)>>

…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

…………………….
পঞ্জিকার তথ্যসূত্র:
লোকনাথ ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
সুদর্শন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বিশুদ্ধ সনাতন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
উইকিপিডিয়া।
বাংলাপিডিয়া।
সাধুগুরুপাগলভক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য।
দরবার-আখড়া-আশ্রম থেকে প্রাপ্ত তথ্য।
ভাববাদ-আধ্যাত্মবাদের বিভিন্ন গ্রুপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!