ভবঘুরেকথা
সাধু পঞ্জিকা : সেপ্টেম্বর মাসের দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)

সেপ্টেম্বর মাসের দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
২০২২ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ মোতাবেক বাংলা ভাদ্র-আশ্বিন মাসে অনুষ্ঠিত সাধুসঙ্গ, সাধুগুরু, সাধনমার্গের দিন-ক্ষণকে সংক্ষিপ্তাকারে একত্রিত করা এবং ভক্ত-আশেকান-অনুসারি-অনুরাগিদের কাছে সেই তথ্য তুলে ধরার জন্য ভবঘুরেকথা.কম-এর এই “সাধু পঞ্জিকার” আয়োজন। যাতে ভক্ত-আশেকানরা তাদের কাঙ্খিত তথ্য পেতে ও দিতে পারে। এটি একটি চলমান প্রকৃয়া। যাতে প্রাপ্ত নতুন তথ্য যুক্ত করে আরো সমৃদ্ধ করা হবে। জয়গুরু।।

সেপ্টেম্বর মাসের তিথিসমূহ-

  • সেপ্টেম্বর মাসের পূর্ণিমা:
    • ভাদ্র পূর্ণিমা।
      • মধু পূর্ণিমা।
      • ৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ।
      • শুক্রবার।
      • ৯ সেপ্টেম্বর/২৫ ভাদ্র সন্ধ্যা ৬:১৭ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ১০ সেপ্টেম্বর/২৬ ভাদ্র ভোর ৪:২৭ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • সেপ্টেম্বর মাসের অমাবস্যা:
    • আশ্বিন অমাবস্যা।
      • ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ।
      • শনিবার
      • ২৪ সেপ্টেম্বর/৯ আশ্বিন রাত ৩:২৭ মিনিট থেকে শুরু হয়ে
        পরদিন ২৫ সেপ্টেম্বর/১০ আশ্বিন রাত ৩:৫৫ মিনিট পর্যন্ত।
      • (লোকনাথ ফুল পঞ্জিকা মতে)

 

  • সেপ্টেম্বর মাসের একাদশী:
    • পার্শ্ব একাদশী।
      • ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ২৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ।
      • বুধবার
      • ভোর ৫:৪২ মিনিট থেকে সকাল ৯:৩০ মিনিট।
    • ইন্দিরা একাদশী।
      • ২১ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।
      • ৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ।
      • বুধবার
      • ভোর ৬:০০ মিনিট থেকে সকাল ৯:২৮ মিনিট।

 

  • সেপ্টেম্বর মাসের উপবাস:
    • ৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ/মঙ্গলবার
      • পার্শ্ব একাদশীর উপবাস (পদ্মা বা পার্শ্বপরিবর্তনী)।
      • গোস্বামীমতে ও নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
    • ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ/বুধবার
      • গোস্বামী ও নিম্বার্কমতে অদ্য পার্শ্বৈকাদশীর উপবাস।
      • দিবা গতে ৩/৩৫ গতে গোস্বামীমতে শ্রবণাদ্বাদশী-ব্রতের উপবাস।
    • ৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ/বৃহস্পতিবার
      • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • ২১ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/বুধবার
      • একাদশীর উপবাস (ইন্দিরা)।
      • গোস্বামীমতে অদ্য ও নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
    • ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/বৃহস্পতিবার
      • নিম্বার্কমতে একাদশীর উপবাস।

সেপ্টেম্বর মাসের পরবসমূহ-

  • ১ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/৪ সফর ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও ষষ্ঠীর সপিগুন।
    • ষটপঞ্চমীব্রত।
    • রক্ষাপঞ্চমীব্রত।
    • নির্ণয়সিন্ধুমতে ঋষিপঞ্চমী।
    • প্রচলিত শ্রীশ্রীমসনাদেবী ও অষ্টনাগপূজা।
    • শ্রীশ্রীলক্ষ্মীপূজা।

 

  • ২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/৫ সফর ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপ্তমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ১২/৮ মধ্যে মন্থানষষ্ঠী।
    • চর্পটাষষ্ঠী (চাপড়াষষ্ঠী)।
    • নির্ণয়সিন্ধুমতে শ্রীশ্রীসূর্যষষ্ঠী, অক্ষয়ষষ্ঠী।
    • সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীঅনুকূলচন্দ্র ঠাকুরের দেওঘরে৭৭তম শুভাগমন স্মরণোৎসব ও অনুকূলাব্দা ৭৭তম বর্ষারম্ভ (২ সেপ্টেম্বর)।
    • দরবেশ বেহাল শাহ্’র তীরোধান দিবসে সাধুসঙ্গ।
      • তার জন্ম কুষ্টিয়া জেলার মিরপুর থানার খোদ আইলচরা গ্রামে।
      • প্রতিবছর ১৮ ভাদ্র তার নিজ আখড়াবাড়িতে ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • তিনি গুরুশিষ্য, মানুষতত্ত্ব, দেহতত্ত্ব, হাটের দ্বাড়া, চোরের দ্বাড়া, সূধার দ্বাড়া, নীরের দ্বাড়া, শরিয়তের দ্বাড়া, মারিফতের দ্বাড়া, পারাপার, যুগল মিলন পারাপার, কাম-প্রেম, আল্লাহ-আদম, আদম-শয়তান, জীব-পরম, গৌড়লীলা, ব্রজলীলা, মথুরলীলা, নবীর জন্ম, মেরাজ, লীলাকারি, মানভঞ্জন, ষটচক্র, বিচ্ছেদ ছাড়াও ৩৬ দ্বাড়াতে ৩৬টি গান রচনা করেছেন।
      • দরবেশ বেহাল শাহ্’র আখড়াবাড়ি।
      • ফরিদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
    • হযরত খাজা মালেক শাহ্ আল চিশতী নিজামী (রাহ) এর ২২তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৮ ভাদ্র ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু হয়।
      • হযরত খাজা মালেক শাহ্ আল চিশতী নিজামী (রাহ) এর মাজার।
      • লক্ষ্মীকুণ্ডু দরবার, সাফদারপুর, কোটচাঁদপুর, ঝিনাইদহ, বাংলাদেশ।
    • শাহ্ সূফী সৈয়দ আবদুল হেদায়েত উল্যাহ্ হোসাইনী (রহ) মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৮ ভাদ্র তার ওফাত বার্ষিকীতে ওরশ শরীফ পালিত হয়।
      • শাহ্ সূফী সৈয়দ আবদুল হেদায়েত উল্যাহ্ হোসাইনী (রহ) মাজার।
      • সামপুর দায়রা শরীফ, সামপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।

 

  • ৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/৬ সফর ১৪৪৪ হিজরী/শনিবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ১০/২০ মধ্যে ললিতাসপ্তমীব্রত।
    • কুক্কুটীব্রত।
    • উমা-মহেশ্বর পূজা।
    • শ্রীবিশুদ্ধানন্দ গিরি মহারাজের আবির্ভাব তিথি।
    • মঙ্গল শাহ্ ফকিরের ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • আক্তারুজ্জামান মুকুল ফকিরের গুরু।
      • পাঞ্জু শাহ্ ঘরের সাধুসঙ্গ।
      • প্রতিবছর ১৮ ভাদ্র দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ আরম্ভ হয়।
      • আক্তার ফকিরের আখড়াবাড়ি।
      • ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, বাংলাদেশ।
    • সাধক রূপচাঁদ পাগলের ৫ম তিরোধান দিবস উপলক্ষে পাগল মেলা ও ভক্তসঙ্গ।
      • প্রতিবছর তিথি অনুযায়ী ১৭-১৯ ভাদ্র ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • এই বছর ১৭-১৯ ভাদ্র পরেছে বাংলাদেশী পঞ্জিকা মতে ৩-৫ সেপ্টেম্বর।
      • বৈঠকী গান ও বিচার পরিবেশিত হবে।
      • খাগজানা নিমতলা সার্বজনীন পাগল আশ্রম।
      • খাগজানা, কালুখালী, রাজবাড়ি, বাংলাদেশ।
    • ফকির লালন সাঁই স্মরণ উৎসব।
      • ৩ সেপ্টেম্বর এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
      • সকল সাধু, গুরু, বৈষ্ণব, লালন ভক্ত অনুসারীদের আমন্ত্রণ।
      • মহাত্মা ফকির লালন সাঁই চর্চা কেন্দ্র।
      • দড়িকান্দী, বাজিতপুর, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
    • হযরত আল্লামা এমএম কামাল শাহ্ কাদেরী আমেরীর ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • অলিয়ে শায়েখে আলম, কুতুবুল আলম, গাউছুল আযম, নূরে আলম, নায়েবে রাসূল হযরত আল্লামা এমএম কামাল শাহ্ কাদেরী আমেরী।
      • এবার ৩০তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।
      • প্রতিবছর ১৯ ভাদ্র বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • আমরুল্লাহ্ শরীফ পাহী পাক দরবার।
      • বন্দরামপুর, তিতাস, কুমিল্লা, বাংলাদেশ।
    • চেরাগ আলি শাহ স্মরণে সাধুসঙ্গ।
      • নফেল শাহ’র ভক্ত চেরাগ আলি শাহ।
      • প্রতিবছর ১৯ ভাদ্র ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • নফেল ফকিরের আস্তানা।
      • চরপাড়া, বেলঘড়িয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, বাংলাদেশ।

 

  • ৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/৭ সফর ১৪৪৪ হিজরী/রবিবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ৮/১৬ মধ্যে দূর্বাষ্টমীব্রত।
    • গোস্বামীমতে শ্রীশ্রীরাধাষ্টমীব্রত।
    • আচরণবশত গো-পূজা ও গোশালা পূজা।
    • শ্রীপাট গাম্ভীলায় রাধাষ্টমীব্রত উপলক্ষে উৎসব।
    • দিবা ৮/১৬ গতে তালনবমীব্রত।
    • সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীঅনুকূলচন্দ্র ঠাকুরের শুভাবির্ভাব তিথি।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯২তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে ২৯২টি ঘৃতপ্রদীপ প্রজ্বলন উৎসব।
      • লোকনাথ বাবার মন্দির।
      • স্বামীবাগ আশ্রম, স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • পরমারাধ্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯২তম আবির্ভাব উৎসব উপলক্ষ্যে ১১দিন ব্যাপী অনুষ্ঠান।
      • প্রতিবছর বাবার আবির্ভাব দিবস উপলক্ষ্যে ১৮ ভাদ্র অনুষ্ঠানের শুরু হয়। তিনি অনুযায়ী এইবার ১৮ ভাদ্র পরেছে বাংলাদেশী পঞ্জিকা মতে ৪ সেপ্টেম্বর।
      • বাল্যভোগ, অঞ্জলি প্রদান, প্রদীপ প্রজ্জ্বলন, মহাপ্রসাদ বিতরণ, ৭ দিনব্যাপী শ্রীমদ্ভাদবত পাঠ, ৩ দিনব্যাপী পদকীর্ত্তন অনুষ্ঠিত হবে।
      • আপনারা সবান্ধব আমন্ত্রিত।
      • কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ মন্দির।
      • হরিসভা সংলগ্ন, বানারীপাড়া, বরিশাল।
    • হযরত শেখ মোহাম্মদ তেজার উদ্দীন ওয়ায়েসী (রহ) এর ওফাত দিবসে বার্ষিক ওরশ।
      • তেজার বাবা ২০০৯ সালে দেহত্যাগ করেন।
      • ওফাত দিবস উপলক্ষ্যে প্রতিবছর ৪-৫ সেপ্টেম্বর ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী ভক্তিমূলত গান পরিবেশিত হবে।
      • প্রধান দিন ৫ সেপ্টেম্বর।
      • সকলে আমন্ত্রিত।
      • হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ) মাজার শরীফ চত্ত্বর।
      • জামালপুর, মতিহার, রাজশাহী, বাংলাদেশ।
    • ঘুগরু শাহ্ ফকিরের খেলাফত দিবসে বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর ২০ ভাদ্র অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার বার্ষিক সাধুসঙ্গ শুরু হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • তারাপুর, পাংশা, রাজবাড়ী, বাংলাদেশ।

 

  • ৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/৮ সফর ১৪৪৪ হিজরী/সোমবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • প্রাত ৫/৫৯ মধ্যে গোস্বামীমতে শ্রীশ্রীরাধাষ্টমীব্রতের পারণ।
    • মাদার তেরেসার প্রয়াণ দিবস।
    • আলহাজ্ব হযরত শাহ্সুফি মুফতি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলীর ১২তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৮-১০ সফর বার্ষিক ওরশ পালিত হয়।
      • জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ।
      • পশ্চিম এলাহাবাদ, কাঞ্চন নগর, চন্দনাইশ, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২২ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/৯ সফর ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পার্শ্ব একাদশীর উপবাস (পদ্মা বা পার্শ্বপরিবর্তনী)।
    • গোস্বামীমতে ও নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
    • ‘সুরসম্রাট’ খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী।
      • তিনি ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
      • ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে মদিনা ভবনে তিনি মারা যান।
      • প্রতিবছর ৬ সেপ্টেম্বর ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
      • শিবপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • দয়াল বাবা মোতালেব শাহ্ (র) এর তিরোধান দিবস স্মরণে ৪৪তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২২-২৩ ভাদ্র বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • মোহালেব শাহ্ বাবার তিরোধান উপলক্ষ্যে বছরে দুইটি অনুষ্ঠান পালিত হয়। একটি হয় আরবী হিজরী বছর হিসেবে। আরেকটি অনুষ্ঠিত হয় বাংলা তারিখ হিসেবে।
      • জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • দরবারে নূরানী দয়াল বাবা মোতালেব শাহ্ (র) মাজার।
      • ৩৩ আলমগঞ্জ রোড, মিলব্যারাক, ঢাকা, বাংলাদেশ।
    • মহান দরবারে হজরত রহমানপুরী আলীয়া শরীফের বার্ষিক ওরশ।
      • মুফতিয়ে আজম আল্লামা গাজী সাইয়্যেদুনা আবু তাহের মুহাম্মদ সুলতান আহমদ রহমানপুরী (রহ) এর মাজার শরীফ।
      • সপ্তাহব্যাপী ওরশের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
      • আশাতলা, স্নানঘাট ইউপি, বাহুবল, হবিগঞ্জ, বাংলাদেশ।
    • ফকির আব্দুস সালাম আল কাদেরী (র)-এর প্রথম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২২-২৪ ভাদ্র ৩ দিনব্যাপী ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী ভক্তিমূলত গান পরিবেশিত হবে।
      • সকলে আমন্ত্রিত।
      • গাওসিয়া চিশতিয়া দরবার শরীফ।
      • অচিনতলা, বসুয়া, রাজপাড়া, রাজশাহী, বাংলাদেশ।
    • মহর্ষি মনোমোহন দত্তের প্রপৌত্র স্বামী স্বরূপরতন দত্ত (দয়াল মণি) ৪৪তম জন্ম উৎসব ।
      • ১৩৮৫ বঙ্গাব্দের ২০ ভাদ্র দয়াল মণি জন্মগ্রহণ করেন।
      • তিথি মতে পালিত হয় বলে এইবার ২০ ভাদ্র বাংলাদেশের পঞ্জিকা মতে ৬ সেপ্টেম্বরে পালিত হবে।
      • জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ।
      • মহর্ষি মনোমোহন আশ্রম।
      • রামচন্দ্রপুর উত্তর বাখরাবাদ, মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ।
    • নামাচার্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব।
      • বৃন্দাবনের ষড়গোস্বামীর পরেই চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য ও পার্ষদ নামাচার্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর।
      • তাঁর ইচ্ছামৃত্যুর দিনে পালিত হয় ‘নির্যান তিথি’।
      • প্রতিবছর ২২ ও ২৩ ভাদ্র ২ দিনব্যাপী উদযাপিত হয়।
      • প্রথম দিন মূল অনুষ্ঠান আর দ্বিতীয় দিন প্রসাদ বিতরণ।
      • নামাচার্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রম।
      • বেনাপোল, যশোর, বাংলাদেশ।

 

  • ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১০ সফর ১৪৪৪ হিজরী/বুধবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূবাহ্নে ১০/২ মধ্যে স্মার্তমতে পার্শ্বৈকাদশীর পারণ।
    • গোস্বামী ও নিম্বার্কমতে অদ্য পার্শ্বৈকাদশীর উপবাস।
    • দিবা গতে ৩/৩৫ গতে গোস্বামীমতে শ্রবণাদ্বাদশী-ব্রতের উপবাস।
    • গোস্বামীমতে বিজয়া মহাদ্বাদশীব্রত।
    • শ্রীশ্রীহরিভক্তিবিলাসমতে বিষ্ণুশৃঙ্খলযোগ।
    • স্মার্ত ও গোস্বামীমতে সায়ংসন্ধ্যায় শ্রীশ্রীহরির পার্শ্বপরিবর্তন, শক্রোত্থান, কল্কিদ্বাদশী ও ইন্দ্রলোকাদি পূজা।
    • গোস্বামীমতে বামন-দ্বাদশীব্রত, শ্রীশ্রীবামনজয়ন্তী, শ্রীশ্রীবামনদেবের আবির্ভাব।
    • অর্চনা এবং অর্চনান্তে পারণ ও পারণান্তে গঙ্গাস্নান।
    • আমলী ১৪৩০ সাল আরম্ভ।
    • ফকির আসাদ শাহ্ ওফাত দিবসের সাধুসঙ্গ।
      • তিনি ২৩ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে দেহত্যাগ করেন।
      • প্রতিবছর ২৩ ভাদ্র ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • ফকির লালন সাঁইজি ঘরের সাধুসঙ্গ।
      • কালাচাঁদ ফকিরের আখড়াবাড়ি।
      • হাট কানপাড়া, দূর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
    • শাহ্ সুফী হযরত মাওলানা খাজা আরিফুর রহমান চিস্তি (রহ) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ভাদ্র মাসের ২৩ তারিখে বার্ষিক ওরশ পালিত হয়।
      • শাহ্ সুফী হযরত মাওলানা খাজা আরিফুর রহমান চিস্তি (রহ) এর মাজার শরীফ।
      • মক্রবপুর, নাঙ্গলকোট, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১১ সফর ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ১০/২ মধ্যে গোস্বামীমতে ও নিম্বার্কমতে পার্শ্বৈকাদশীর পারণ।
    • দিবা ২/০ গতে শ্রবণাদ্বাদশীব্রতের পারণ ও গোস্বামীমতে বিজয়ামহাদ্বাদশীব্রতের পারণ।
    • অদ্য হতে পূর্ণিমা পর্যন্ত শ্রীশ্রীদেবীর ধুননযাত্রা।
    • শ্রীশ্রীলক্ষ্মীপূজা (নক্ষত্রদোষ)।
    • স্বামী অভেদানন্দের তিরোভাব দিবস।
      • ৮ সেপ্টেম্বর ১৯৩৯ খ্রিস্টাব্দ।
    • শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুক্লা ত্রয়োদশী উপবাস।
    • হযরত মতি শাহ (র) এর ওফাত দিবস স্মরণে বার্ষিক ওরশ।
      • এই বছর উপ-মহাদেশের অন্যতম জ্ঞানসাধক ও ধর্মপ্রচারক হযরত মতি শাহ (র) এর ৪৬২তম জন্ম ও ৩৪৮তম ওফাত দিবস স্মরণে ওরশ অনুষ্ঠিত হবে।
      • প্রতিবছর ১১-১৩ সফর ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • হযরত মতি শাহ্ (র) ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন এবং ওই শহরের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপদ পদে কর্মরত ছিলেন।
      • তিনি ইসলাম প্রচারের জন্য খাজা মঈনউদ্দিন হাসান সাঞ্জরী আতায়ে রাসুল আজমেরী (রহ) ডাকে ভারতবর্ষে আসেন।
      • তিনি হযরত আব্দুল কাদির জ্বিলানী (র) ও হযরত শাহ্ মখদুম রূপোশ (র) এর বংশের সন্তান ছিলেন।
      • তিনি ধর্মপ্রচার করতে করতে বাংলাদেশের রাজশাহীতে ওফাত লাভ করেন।
      • তাঁকে তাঁর গুরু হযরত বোরহান উদ্দিন শাহ্ (র) র পাশে সমাধিত করা হয়।
      • হযরত মতি শাহ (র) বাবার মাজার।
      • কাজলা গেট, রাজশাহী বিশ্ববিদ্যালয় গেট, রাজশাহী, বাংলাদেশ।
      • রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজলা গেট সংলগ্ন।
    • হযরত শাহান শাহ্ রাহাত আলী শাহ্ (রা) এর ৭৭তম চল্লিশা ও ভক্ত সম্মেলন।
      • প্রতিবছর ২৪-২৬ ভাদ্র ৩ দিনব্যাপী পালিত হয়ে আসছে।
      • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • হযরত শাহান শাহ্ রাহাত আলী শাহ্ (রা) মাজার।
      • ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • আউলিয়া হযরত সৈয়দ আহম্মদশাহ্ বোগদাদী (রহ) সাহেবের মাজার শরীফে ৭৩তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৪-২৮ ভাদ্র ৫ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • আউলিয়া হযরত সৈয়দ আহম্মদশাহ্ বোগদাদী (রহ) সাহেবের মাজার শরীফ।
      • রাথুরা মাজার শরীফ, পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।

 

  • ৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১২ সফর ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অনন্তচতুর্দশীব্রত।
    • মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) (বৌদ্ধ পর্ব)।
    • প্রদোষে সন্ধ্যা ৬/১৭ গতে রাত্রি ৭/৫২ মধ্যে শ্রীশ্রীসত্যনারায়ণব্রত।
    • পূর্ণিমার নিশিপালন।
    • রামকৃষ্ণপুর গণপতি আশ্রমের ১০৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব।
      • রামকৃষ্ণপুর গণপতি আশ্রম ১৩২৩ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়।
      • প্রতিবছর ২৫ ভাদ্র উৎসব আয়োজিত হয়।
      • রামকৃষ্ণপুর গণপতি আশ্রম।
      • রামকৃষ্ণপুর, হোমনা, কুমিল্লা, বাংলাদেশ।
    • ফকির হৃদয় সাঁই ও অধরা ফকিরানীর ডোর কোপনী/ভেখ খেলাফত উপলক্ষে বার্ষিক সাধুসঙ্গ।
      • প্রতিবছর মধু পুর্ণিমার যোগে ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।
      • সত্যধাম।
      • ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
    • দয়াল বাবা হযরত কামুচাঁন শাহ্ (লট্টু) চিশতি (র) এর বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ভাদ্র পূর্ণিমাতে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • এইবার ১০২তম ভাদ্র পূর্ণিমার ওরশ অনুষ্ঠিত হবে।
      • এই বছর ২৫ ভাদ্র থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ওরশ পালিত হবে।
      • শেষ তিন রাত বাউল-বৈঠকী গানের আসর বসবে।
      • সকলে আমন্ত্রিত।
      • দয়াল বাবা হযরত কামুচাঁন শাহ্ (লট্টু) চিশতি (র) মাজার।
      • হাসনাবাদ, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।
      • বাংলাদেশ চীন মৈত্রী সেতুর দক্ষিণ পার্শ্বে।
    • হযরত শাহ্ সোলেমান লেংটা বাবার নাম স্মরণে বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ২৫-২৬ ভাদ্র ২ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • রাতব্যাপী বাউল গানের আসর অনুষ্ঠিত হবে।
      • গাউছে পীর হযরত উকিল উদ্দিন শাহ্ ও উকিল লেংটার দরবার শরীফ।
      • কদমতলী, আদমজী নগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ১০ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৬ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১৩ সফর ১৪৪৪ হিজরী/শনিবার
    • পূর্ণিমার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্ণিমার ব্রতোপবাস।
    • দিবা ৪/২৭ মধ্যে ভাদ্রীপূর্ণিমা।
    • শ্রীশ্রীদেবীর ধূননযাত্রা সমাপন।
    • দিবা ৪/২৭ গতে গৌণচান্দ্র আশ্বিণ কৃষ্ণপক্ষ আরম্ভ।
    • প্রভু জগদ্বন্ধুসুন্দরের দশাশ্রয়।
      • শ্রীঅঙ্গন, ফরিদপুর, বাংলাদেশ।
    • বাউল কবি রশিদ উদ্দিনের ৫৮তম প্রয়াণ দিবস।
      • ১৮৮৯ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি নেত্রকোণা জেলা শহরের পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
      • ১৯৩০ খ্রিস্টাব্দে রশিদ উদ্দিন জন্ম দিয়েছেন তর্ক ধর্মী নতুনধারার ‘মালজোড়া বাউল গান’।
      • ১৯২৯ খ্রিস্টাব্দে তিনি ‘স্বর রাজ লহরি’ নামে একটি গানর বই রচনা করেন।
      • তিনি ১৯৬৪ খ্রিস্টাব্দের ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
      • বাউল গানের আয়োজনে সকলে আমন্ত্রিত।
      • বাহিছাপড়া, নেত্রকোণা, বাংলাদেশ।

 

  • ১১ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১৪ সফর ১৪৪৪ হিজরী/রবিবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন এবং দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • দিবা ২/৫৭ গতে চন্দ্রগদ্ধা।
    • ফসলী ১৪৩০ সাল আরম্ভ।
    • শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজীর ভাষণ।
      • স্বামীজী বিবেকানন্দ ১১ সেপ্টেম্বর ১৮৯৩ সালে এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।
    • বাউল সম্রাট আ.রশিদ সরকারের জন্মদিন।
      • তিনি ১১ সেপ্টেম্বর ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন।
      • আজিমপুর, সিংগাইর, মানিকগঞ্জ, বাংলাদেশ।
    • শাহ্ সূফী হযরত আবদুল মুকিত ছিদ্দিকী (রহ) মাজারের বার্ষিক ওরশ
      • প্রতিবছর ১১ সেপ্টেম্বর তাঁর বার্ষিক ওরশ পালিত হয়।
      • শাহ্ সূফী হযরত আবদুল মুকিত ছিদ্দিকী (রহ) মাজার শরীফ।
      • মটবি, বটতলী, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • হাফেজ আব্দুল মুকিত সিদ্দিকী (রহ) এর ৪৪তম বার্ষিক বেছালে হক দিবস উপলক্ষ্যে পবিত্র ইছালে সওয়াব এ আউলিয়ায়ে মটবী।
      • খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক (রা) এর ৪০তম অধ:স্তন বংশধর মোজাদ্দেদে জামান হুজুর আউলিয়ায়ে মটবী হাফেজ আব্দুল মুকিত সিদ্দিকী (রহ)।
      • প্রতিবছর ২৭ ভাদ্র দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সূফি, তরিকতপন্থী, আউলিয়া প্রেমী, আহলে বাইত প্রেমী আশেকে রাসূল (সা) সহ সকল আশেকানে সাইফি বিনীত ভাবে সাদরে আমন্ত্রিত।
      • সাইফিয়া দরবার শরীফ।
      • লক্ষ্মীপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • মাওলানা নজির শাহ্ আল মাইজভান্ডারী (র)-র ৮২তম বার্ষিক ওরশ।
      • মহান আধ্যাত্মিক সাধক অলিয়ে কামেল হাজত রাওয়া মুশকিল কোশা ফানা ফিল্লাহ বাকাবিল্লাহ খলিফায়ে গাউছুল আযম শহর কুতুব মাওলানা নজির শাহ্ আল মাইজভান্ডারী (র)।
      • প্রতিবছর ১১ সেপ্টেম্বর বার্ষিক ওরশ পালিত হয়।
      • নজির শাহ্ মাজার প্রাঙ্গণ।
      • ৫৩ স্টেশন রোড, চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ১২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১৫ সফর ১৪৪৪ হিজরী/সোমবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট এবং তৃতীয়ার সপিগুন।
    • ১৫০১ সালের এই দিনে মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।
    • শাহ্ আব্দুল করিমের প্রয়াণ দিবসে ১৩তম ওরশ।
      • ২০০৯ সালে তিনি ১২ সেপ্টেম্বর দেহত্যাগ করেন।
      • শাহ্ আব্দুল করিমের মাজার।
      • উজানধল, ধিরাই, সুনামগঞ্জ, বাংলাদেশ।

 

  • ১৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১৬ সফর ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও চতুর্থীর সপিগুন।
    • কবি রজনীকান্ত সেনের প্রয়াণ দিবস।
      • ১৩ সেপ্টেম্বর তিনি দেহত্যাগ করেন।
    • হযরত দেওয়ান মাজিজুল ইসলাম ওরফে মাঞ্জু শাহ্ (কা ছি আ)এর চল্লিশা উপলক্ষে ১০তম ওরশ।
      • প্রতিবছর ২৭ ভাদ্র বার্ষিক ওরশ পালিত হয়।
      • চুলুরিয়া মুর্শ্বিদপুর রূহানী দরবার শরীফ।
      • রোয়াচালা, বাঙ্গরা বাজার, কুমিল্লা, বাংলাদেশ।

 

  • ১৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৩০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১৭ সফর ১৪৪৪ হিজরী/বুধবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও পঞ্চমীর সপিগুন।
    • কাসেম ভান্ডার শরীফের বার্ষিক ওরশ।
      • রাহবারে আশেকীনে পীরে ত্বরিকত, শাহ্জাদা শাহসূফি হযরত আনিসুর রহমান শাহ্ আল মাইজভান্ডারী (ক) প্রকাশ আনিস বাবাজান কেবলা কাবার ১ম বার্ষিক ওরশ মোবারক।
      • প্রতিবছর ৩০ ভাদ্র দিনব্যাপী ওরশ পালিত হবে।
      • কাসেম ভান্ডার দরবার শরীফ।
      • বি আর টি সি চট্টগ্রাম, বাংলাদেশ।

 

  • ১৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৩১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ/১৮ সফর ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও ষষ্ঠীর সপিগুন।
    • প্রচলিত শ্রীশ্রীমনসাদেবী ও অষ্টনাগ পূজা।
    • শ্রী নির্মল ঠাকুরের শুভ জন্মোৎসব।
      • প্রতিবছর ৩১ ভাদ্র উৎসব পালিত হয়।
      • শুভ মঙ্গল ঘট স্থাপন, শান্তি হরি পূজা, হরিলীলামৃত পাঠ, মতুয়া দলের শুভাগমন, হরি যাত্রাপালা, ধর্মীয় আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
      • শ্রীশ্রী জাতীয় শিবমন্দির প্রাঙ্গণ।
      • ৪৫,৪৮/১ শরৎগুপ্ত রোড, গেণ্ডারিয়া, ঢাকা, বাংলাদেশ।
    • কদম আলী মস্তানের দরবারে ফল ফাতেহা।
      • কলিযুগে পাগলকুলের শিরমণি ফানাফিল্লাহ বাকাবিল্লাহ শাহান শাহ্ হযরত দয়াল বাবা কদম আলী মস্তান।
      • প্রতিবছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ফল ফাতেহার আয়োজন করা হয়।
      • এছাড়াও প্রতিবছর ৭ অগ্রহায়ণ ভেলা ভাসানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
      • এছাড়া প্রতিবছর ৫-৬ পৌষ ২ দিনব্যাপী বাবা জানের নামে শিন্নির আয়োজন করা হয়।
      • এছাড়া প্রতিবছর ১৭-২৪ মাঘ সপ্তাহব্যাপী বাবার ওফাত দিবসে বার্ষিক ওরশ পালিত হয়।
      • হযরত দয়াল বাবা কদম আলী মস্তান (র) এর দরবার শরীফ।
      • দিঘলী, লৌহজং, মুন্সীগঞ্জ, বাংলাদেশ।

 

  • ১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/১৯ সফর ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপ্তমীর সপিগুন।
    • সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব দিবস।
      • ১৪ সেপ্টেম্বর ১৮৮৮ খ্রিস্টাব্দ।
      • ৩০ ভাদ্র ১২৯৫ বঙ্গাব্দ।

 

  • ১৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২০ সফর ১৪৪৪ হিজরী/শনিবার
    • সপ্তমির একোদ্দিষ্ট।
    • দিবা ৩/৩৪ গতে জিতাষ্টমীব্রত।
    • প্রদোষে সন্ধ্যা ৬/৮ গতে রাত্রি ৭/৪৪ মধ্যে শ্রীশ্রীজীমূতবাহন পূজা।
    • শ্রীশ্রী মা মাতঙ্গী দেবীর আবির্ভাব।
    • দিবা ৩/৩৪ গতে পুণ্যতরা গঙ্গাস্নান।
    • রাত্রি ১১/২৫ গতে মাসদগ্ধা।
    • ষড়শীতি সংক্রান্তি।
    • প্রদোষে শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত।
    • শ্রীশ্রীবিশ্বকর্মাপূজা।
      • স্বামীবাগ লোকনাথ বাবার আশ্রম।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • আচরণবশত অরন্ধন, প্রচলিত শ্রীশ্রীমনসাদেবী ও অষ্টনাগ পূজা সমাপন এবং শ্রীশ্রীমনসাদেবীর ভাসান।
    • ভদ্রাবতী পূজা সমাপন।
    • শাহ্ সূফী সৈয়দ ফকির আলী আজ্জম প্রকাশ বারপুরী হযরতের চল্লিশা ফাতেহা শরীফ।
      • প্রতিবছর ২ আশ্বিন বার্ষিক ওরশ পালিত হয়।
      • বারপুরী হযরতের মাজার শরীফ।
      • বীজবাগ সেনবাগ নোয়াখালী, বাংলাদেশ।

 

  • ১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২১ সফর ১৪৪৪ হিজরী/রবিবার
    • অষ্টমীর একোদ্দিষ্ট ও সপিগুন।

 

  • ১৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২২ সফর ১৪৪৪ হিজরী/সোমবার
    • নবমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ১০/০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণানবম্যাদি কল্পারম্ভ ও বোধন প্রশস্তা।
    • লোকসংস্কৃতি গবেষক সুধীর চক্রবতীর জন্ম দিবস।
      • তিনি ১৯৩৪ সালের ১৯ সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন।
    • সৈয়দ খাজা ইউসুফ আহমদ শাহ্’র ৪৪তম বার্ষিক ওরশ।
      • গাউছে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ খাজা ইউসুফ আহমদ শাহ আল চিশতী আল-খিতাপচরী কাদ্দাসা সিররুহুল আজিজ।
      • প্রতিবছর ৪ আশ্বিন বার্ষিক ওরশ পালিত হয়।
      • জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • আজিজ ভাণ্ডার দরবার শরীফ।
      • খিতাপচর, বোয়ালখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।
      • চট্টগ্রাম বহদ্দার বাস টার্মিনাল রেডিও স্টেশনের সামনে দাশের দিঘীর টেম্পু স্টেশন নামতে হবে।
      • বা ট্রেন যোগে চট্টগ্রাম শহর হতে বেঙ্গুরা ট্রেন স্টেশনে নেমে সামান্য দক্ষিণে খিতাপচর আজিজ ভাণ্ডার দরবারে যাওয়া যায়।

 

  • ২০ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২৩ সফর ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • দশমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ১০/০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণাদশমীবিহিত পূজা প্রশস্তা।
    • জালাল আহমেদ প্রকাশ জালাল দরবেশের মাজারে বার্ষিক ওরশ।
      • বাবা আলকিনূরী (ক) এর একান্ত আশেক জালাল আহমেদ প্রকাশ জালাল দরবেশ।
      • প্রতিবছর ৫ আশ্বিন ওরশ অনুষ্ঠিত হয়।
      • এছাড়া প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহের সোমবারে মাসিক মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
      • জালাল দরবেশের মাজার।
      • আফাজিয়া বাজার সংলগ্ন, হাতিয়া, নোয়াখালী, বাংলাদেশ।
    • ছৈয়দ শাহ্ আমিরভাণ্ডারী বাবাজান কেবলার ২৩তম বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ৫ আশ্বিন বার্ষিক ওরশ পালিত হয়।
      • আমির ভাণ্ডার ওরশ শরীফ।
      • পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
    • শাহ্ সূফী আবুল কাশেম মাস্তান (আ) এর আবির্ভাব দিবস ও তিরোধান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান।
      • আবির্ভাব: ২০ সেপ্টেম্বর ৫ আশ্বিন মঙ্গলবার।
      • তিরোধান: ২১ সেপ্টেম্বর ৬ আশ্বিন বুধবার।
      • তরিকতে আহলে বাইত বাংলাদেশ।
      • ইমামিয়া চিশতিয়া নেজামিয়া সংঘ।
      • তেঁতুলিয়াপাড়া, কাঠাল, ত্রিশাল, ময়মনসিংহ, বাংলাদেশ।

 

  • ২১ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২৪ সফর ১৪৪৪ হিজরী/বুধবার
    • একাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • একাদশীর উপবাস (ইন্দিরা)।
    • গোস্বামীমতে অদ্য ও নিম্বার্কমতে পরাহে একাদশীর উপবাস।
    • পূর্বাহ্ন ১০/০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণৈকাদশীবিহিত পূজা প্রশস্তা।
    • লালন সাধক ফকির মন্টু শাহ্‌-এর ওফাত দিবস।
    • আখেরি চাহার সোম্বা।

 

  • ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২৫ সফর ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • দ্বাদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ১০/০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণাদ্বাদশীবিহিত পূজা প্রশস্তা।
    • পূর্বাহ্ন ৯/৫৮ মধ্যে একাদশীর পারণ।
    • নিম্বার্কমতে একাদশীর উপবাস।
    • মাওলা সদর উদ্দিন আহমদ চিশতীর আবির্ভাব ও তিরোভাব দিবস।
      • তিনি ৭ আশ্বিন ১৩২১/২২ সেপ্টেম্বর ১৯১৪ সালে ঢাকার কেরাণীগঞ্জের চুনকুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
      • ৯২ বছর পর একই তারিখ ৭ আশ্বিন ১৪১৩/২২ সেপ্টেম্বর ২০০৬
      • আসছে ৭ আশ্বিন ২২ সেপ্টেম্বর তিনি দেহত্যাগ করেন।
      • জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
      • ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ।
      • সাদরিয়া সোসাইটি, আমিন পাড়া, চুনকুটিয়া, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

 

  • ২৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২৬ সফর ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • ত্রয়োদশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অদ্য হতে অমাবস্যা পর্যন্ত শ্রীশ্রীদেবীর ধূনন যাত্রা।
    • পূর্বাহ্ন ১০/০ মধ্যে নিম্বার্কমতে একাদসফর পারণ।
    • মঘাত্রয়োদশী শ্রাদ্ধ।
    • পূর্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৮/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণাত্রয়োদশীবিহিত পূজা প্রশস্তা।
    • ফকির রসতম আলী ফকিরের খেলাফত দিবসে সাধুসঙ্গ।
      • ফকির লালন সাঁইজির মতাদর্শে পালিত সাধুসঙ্গ।
      • প্রতিবছর ৮ আশ্বিন দিন ডাকার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার সাধুসঙ্গ শুরু হয়।
      • সেরাজনগর বাউল একাডেমী।
      • ফিলিপনগর, সেরাজনগর, দৌলতপুর, কুষ্টিয়া, বাংলদেশ।

 

  • ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২৭ সফর ১৪৪৪ হিজরী/শনিবার
    • চতুর্দশীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ১০/০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণাচতুর্দশীবিহিত পূজা প্রশস্তা।
    • রাত্রি ৩/২৭ মধ্যে পুণ্যতরা গঙ্গাস্নান।
    • স্বামীবাগ শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ১২২তম শ্রীশ্রী মহালয়া উৎসব।
      • ভোর ৫টা থেকে বাবার নামকীর্তন আরম্ভ।
      • স্বামীবাগ লোকনাথ বাবার মন্দির।
      • স্বামীবাগ, ঢাকা, বাংলাদেশ।
    • ফকির দৌলত শাহ্’র ওফাত দিবসে সাধুসঙ্গ।
      • লালন ঘরের সাধুসঙ্গ।
      • ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ।
      • দৌলৎ ফকিরের আখড়া।
      • ফতেইপুর, মেহেরপুর, বাংলাদেশ।
    • শ্রীশ্রী জগৎ জননী শান্তি দেবী জন্ম জয়ন্তী উপলক্ষে বার্ষিক মহোৎসব।
      • প্রতিবছর শান্তি মাতার জন্ম জয়ন্তী উপলক্ষে তিথি মতে ৭-৮ আশ্বিন ২ দিনব্যাপী মহোৎসব পালিত হয়।
      • এই বছর ৭-৮ আশ্বিন তিথি মতে পরেছে ২৪-২৫ সেপ্টেম্বর।
      • উক্ত অনুষ্ঠানের আপনারা সবান্ধবে আমন্ত্রিত
      • শান্তিধাম।
      • জিকাবাড়ি শান্তি দেবীর জন্মভূমি।
      • জিকাবাড়ি, কাশিয়ানী, গোপালগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১০ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২৮ সফর ১৪৪৪ হিজরী/রবিবার
    • অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • অমাবস্যার ব্রতোপবাস ও নিশিপালন।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর অমাবস্যাবিহিত পূজা প্রশস্তা।
    • মহালয়া পার্বণশ্রাদ্ধ।
    • মহালয়া।
    • রাত্রি ৩/৫৫ গতে মুখ্যচান্দ্র আশ্বিন শুক্লপক্ষ আরম্ভ।
    • স্বামীবাগ শ্রীশ্রী লোকনাথ মন্দিরে ভোর ৫টায় বাবার নামকীর্তন সমাপ্ত, পার্বণ শ্রাদ্ধ এবং তিলতর্পণ সমাপন ও ভোগরাগ।
    • শ্রীশ্রী মা মঞ্জু’র ৫৮তম আবির্ভাব দিবস।
      • প্রতিবছর শ্রীশ্রী মা মঞ্জু’র আবির্ভাব দিবস উপলক্ষ্যে ১০-১১ আশ্বিন ২ দিনব্যাপী বার্ষিক উৎসব পালিত হয়।
      • মানব সেবালয়।
      • চক্রাখালী, বটিয়াঘাটা, খুলনা, বাংলাদেশ।

 

  • ২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২৯ সফর ১৪৪৪ হিজরী/সোমবার
    • প্রতিপদের একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর প্রতিপাদাদিকল্পারম্ভ ও প্রতিপদবিহিত পূজা প্রশস্তা ও দেবীর নবরাত্রিক ব্রতারম্ভ।
    • ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস।
      • ১২ আশ্বিন।

 

  • ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/৩০ সফর ১৪৪৪ হিজরী/মঙ্গলবার
    • দ্বিতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লাদ্বিতীয়াবিহিত পূজা প্রশস্তা।
    • রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস।
    • নিজাম উদ্দিন আউলিয়া ও হাফিজ উদ্দিন ফকির (রা)-এর মাজারে বার্ষিক মাহফিল।
      • নিজাম উদ্দিন আউলিয়া (রা) বাংলা ১৩৭৮ বঙ্গাব্দে দেহত্যাগ করেন।
      • হাফিজ উদ্দিন ফকির (রা) বাংলা ১৩৮৩ বঙ্গাব্দে দেহত্যাগ করেন।
      • প্রতিবছর ১২ আশ্বিন দিনব্যাপী বার্ষিক মাহফিল পালন করা হয়।
      • কানিহাই ও শান্তিনগর বাসস্ট্যান্ড মাজার গেইট।
      • নিজাম উদ্দিন আউলিয়া ও হাফিজ ফকির (র) বাড়ি সংলগ্ন।
      • পানিশ্বর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

 

  • ২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/১ রবি আউ ১৪৪৪ হিজরী/বুধবার
    • তৃতীয়ার একোদ্দিষ্ট ও সপিগুন।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লাতৃতীয়াবিহিত পূজা প্রশস্তা।
    • ধর্মশীলা রাণী রাসমণির জন্মদিবস।
      • ১১ আশ্বিন।
    • যুগাবতার স্বামী পরেশ মহাত্মার আবির্ভাব দিবস।
      • ১১ আশ্বিন ১৩১০ বঙ্গাব্দ।
      • ২৯ সেপ্টেম্বর ১৯০৩ খ্রিস্টাব্দ।
      • মুন্সিগঞ্জ জেলার হাঁসাইল গ্রামে জন্মোৎসব পালিত হয়।
      • নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মিরকুণ্ডী আশ্রমেও জন্মোৎসব পালিত হয়।
    • শাহ্ সূফী ছৈয়দ গোলাম হাক্কানী হোসাইনী (রহ) এর মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১৩ আশ্বিন তার ওফাত বার্ষিকীতে ওরশ শরীফ পালিত হয়।
      • শাহ্ সূফী ছৈয়দ গোলাম হাক্কানী হোসাইনী (রহ) এর মাজার শরীফ।
      • সামপুর দায়রা শরীফ, সামপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ।
    • হাজী ছালেহ বাবা (রা) পাক রওজা শরীফের বার্ষিক ওরশ।
      • প্রতিবছর ১ রবিউল আউয়াল থেকে শুরু করে সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • হাজী ছালেহ বাবা (রা) পাক রওজা শরীফ।
      • ছালেহ নগর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

  • ২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/২ রবি আউ ১৪৪৪ হিজরী/বৃহস্পতিবার
    • চতুর্থীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • মানচতুর্থীব্রত।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লাচতুর্থীবিহিত পূজা প্রশস্তা।

 

  • ৩০ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ/১৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ/৩ রবি আউ ১৪৪৪ হিজরী/শুক্রবার
    • পঞ্চমীর একোদ্দিষ্ট ও সপিগুন।
    • ষটপঞ্চমীব্রত।
    • পূর্বাহ্ন ৯/৫৯ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৮/৫৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লাপঞ্চমীবিহিত পূজা প্রশস্তা।
    • ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা শিবনাথ শাস্ত্রীর প্রয়াণ দিবস।
    • জালাল উদ্দিন মুহাম্মদ রুমির জন্মদিবস।
      • ১২০৭ সালে তিনি খোয়ারি জমীয় সাম্রাজ্যের বালখ শহরে জন্মগ্রহণ করেন।
    • হযরত মাওলানা মোরশেদেনা কুতুবুল এরশাদ আহাম্মদ আলী বাবাজান শরীফ শাহ্ সুরেশ্বরী (রহ)-র মাজারের বার্ষিক ওরশ।
      • প্রতি বছর ১৫ আশ্বিন দরবারে ওরশ অনুষ্ঠিত হয়।
      • দরবারে আওলিয়া গোপাইর বাগ দরবার শরীফ।
      • সোমপাড়া,  চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।
    • মালিক ভরসা দরবারের বার্ষিক ওরশ।
      • হযরত খাঁজা শাহ্ হাছান সাঈয়্যিদ নূরুল হোসাইন আহমদ চিশতী (র) এর বার্ষিক ওরশ প্রতিবছর ১৫-১৭ আশ্বিন ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ পালিত হয়।
      • মালিক ভরসা দরবার শরীফ।
      • বীরগাঁও, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
    • হযরত মাওলানা মোরশেদেনা শাহ্ ছুফি বাবা আবদুল মজিদ গোপাইরবাগীর ৬৭তম ওরশ।
      • প্রতিবছর ১৫ আশ্বিন বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।
      • সকল ভক্ত আশেকানের প্রতি আন্তরিক দাওয়াত।
      • দরবারে আউলিয়া গোপাইরবাগ দরবার শরীফ।
      • সোমপাড়া, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ।

 

এছাড়া প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয় যে সকল অনুষ্ঠান

(বিশেষ কারণে মাঝেমধ্যে দিন পরিবর্তন হলেও বেশিভাগ সময়ই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয়)

  • কোরবান শাহ্ ফকিরের আখড়ায় মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • কোরবান শাহ্ ফকিরের আখড়াবাড়ি।
    • বাগলপাড়া, দুর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ।
  • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমীর সপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সিদ্ধিরগঞ্জ লালন একাডেমী।
    • সাইলোগেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
  • বিশ্ব লালন সংঘের নিয়মিত সাপ্তাহিক সাধুসঙ্গ।
    • প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যায় লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • লালন ভক্ত, অনুরাগী ও অনুসারীদের আমন্ত্রণ।
    • সাংস্কৃতিক সংগঠন ঐকতানের কার্যালয়।
    • হসপিটাল রোড, কোনাবাড়ি, গাজীপুর সিটি, বাংলাদেশ।
  • সাধুরবাজারের মাসিক সাধুসঙ্গ।
    • প্রতি ইংরেজি মাসের দুই তারিখে রাতব্যাপী লালন সাঁইজির গানের আয়োজন হয়।
    • সাধুর বাজার।
    • লোহাগাছিয়া, গাজীপুর, বাংলাদেশ।
  • পবিত্র মাসিক ফাতেহা শরীফ।
    • প্রতি মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।
    • কার্যক্রম- সকাল ৮.৩০-১২টা পর্যন্ত পবিত্র দরূদ শরীফ শুরু হয় অতপর ফাতেহা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা নেওয়াজ শরীফ বিতরণ করা হয়।
    • মুরিদান আশেকান ভক্ত সবাইকে আমন্ত্রণ।
    • বাবা সিরাজ শাহ্’র আস্তানা।
    • পুরানবন্দর, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

 

[বি.দ্র. পঞ্জিকায় উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণের দিন-তারিখ নির্দিষ্ট করা মোটেও সহজ কাজ নয়। কারণ আমাদের দেশে একই সাথে চার ধরণের পঞ্জিকার দিন-তারিখ মেনে উৎসব-অনুষ্ঠান আয়োজিত হয়। খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকার পাশাপাশি চলে আসছে দুটি বাংলা পঞ্জিকা। এর ‘বাংলা পঞ্জিকা’টি চলে তিথি অনুসারে। আর‘বাংলাদেশী পঞ্জিকা’টি চলে দিন গুনে তারিখ হিসেবে। পর ফলে কোনো একটি দিবস নির্ণয় করতে গেলে চারটি তারিখ সামনে চলে আসছে-

১. বাংলা তিথি অনুযায়ী একটি তারিখ।
২. বাংলা তারিখ (বাংলাদেশী পঞ্জিকা মতে) একটি তারিখ।
৩. খ্রিস্টিয় পঞ্জিকা মতে একটি তারিখ।
৪. আরবী পঞ্জিকা মতে একটি তারিখ।

সেই দিবসকে কেন্দ্র যে উৎসবাদি আয়োজন হয় তা কোন পঞ্জিকা মেনে হয় তা নির্দিষ্ট করা সহজ হয় না। যদিও এতে খ্রিস্ট্রীয় ও আরবী পঞ্জিকা মতে যে দিবসগুলো পালিত হয় তা অনেকটা নির্দিষ্ট। কিন্তু বাংলা দিবসকে মেনে যা করা হয় তা নিয়ে অধিক বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ একই দিবসকে এক এক জন এক এক পঞ্জিকা মতে অনুসরণ করে।

সে কারণে নির্ভুল পঞ্জিকা বির্নিমাণ করা সহজ নয়। তাই এরূপ কোনো ত্রুটি-বিচূতি যদি দৃষ্টিগোচর হয়। তাহলে আবশ্যই অবগত করার বিনীত অনুরোধ রইলো। যাতে তা সংশোধন করার সুযোগ তৈরি হয়। সাধুগুরুপাগলভক্ত সর্বচরণে ভক্তিপূর্ণ এই নিবেদন –ভবঘুরেকথা.কম।]

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)>>

…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

…………………….
পঞ্জিকার তথ্যসূত্র:
লোকনাথ ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
সুদর্শন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
বিশুদ্ধ সনাতন ফুল পঞ্জিকা ১৪২৮ ও ১৪২৯ বঙ্গাব্দ।
উইকিপিডিয়া।
বাংলাপিডিয়া।
সাধুগুরুপাগলভক্তদের কাছ থেকে প্রাপ্ত তথ্য।
দরবার-আখড়া-আশ্রম থেকে প্রাপ্ত তথ্য।
ভাববাদ-আধ্যাত্মবাদের বিভিন্ন গ্রুপ।

Related Articles

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • পাগল আরিফ , বুধবার ১৭ আগস্ট ২০২২ @ ১১:৫০ অপরাহ্ণ

    ৩ সেপ্টেম্বর সাধক রুপচাঁদ পাগল এর তিরোধান দিবস উপলক্ষে আপনাদের উপস্থাপনা অত্যন্ত সুবিন্যাস্থ এবং সুনিপুণ। সাধুবাদ জানাই “সাধু পঞ্জিকা”।

    • ভবঘুরে , বৃহস্পতিবার ১৮ আগস্ট ২০২২ @ ১২:২৫ পূর্বাহ্ণ

      অনেক অনেক ধন্যবাদ দরদী
      জয় হোক
      জয়গুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!