ভবঘুরেকথা
স্বামী নিত্যানন্দ গিরি

স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এগারো

সময়ের সুর-

সময় নেই, সময় কোথায়?ব্যস্ত সবাই জগতময়।
ছুটছে, ঘুরছে, পড়ছে, মরছে ; বিশ্ব-ভুবন ছন্দোময়।।১

সারাজীবন অনেক সময়, সময়কে যদি ধরতে পারো
ঠিক সময়ের ঠিক কাজে, অমোল-রতন ভরতে পারো।।২

গড়িমসি করতে পারো, সময় অনেক আছে বলে।
মুঠোয়-ভরা বালির মত সময় তখন যাবে গলে।।৩

ঠিক সময়ে সূর্য ওঠে, ঠিক সময়ে সে অস্ত যায়।
প্রকৃতি সদাই সময় মেনে কাল-চক্রের গুন গায়।।৪

কালকের কাজ আজ করো আজের কাজ এখন।
শূন্য জীবন পূর্ণ জীবন পুণ্য হবে দেখবে তুমি তখন।।৫

সময় থেকে অর্থ মিলে, পরমার্থও সময় দেয়।
কর্ম-যজ্ঞ জ্ঞান-সাধনা সব সাধনাই কাল-ময়।।৬

সময় বসায় সিংহাসনে, কখনো বা ফেলে ধুলায়।
সময়ের এই ইষ্ট-জ্ঞান সাধু-সন্ত সদাই বিলায়।।৭

সময়ের নেই ভূতাভুত, সময়ের নেই মন্দ-ভালো।
যখনই তুমি করবে শুরু, জ্বলবে তখন শুভ আলো।।৮

ভূত-কাল আসেনা ফিরে, ভবিষ্যৎ অন্ধকার।
বর্তমান-ই আছে শুধু কালাকাল একাকার।।৯

সময়মতো আসে ঠিক জন্ম, মৃত্যু কিংবা জরা।
সময় কারো অধীন নয়, সময়কে যায় না ধরা।।১০

সময় আর জলস্রোত, আসেনা আর পুনঃ ফিরে।
দুটোই ক্রমে বিলীন হয়, মানব-জীবন নদীর তীরে।।১১

সময়ের এই চক্র-ব্যূহে ঘুরছে জীবন চক্রাকার।
সোহহম জ্ঞান কখন হবে, কখন হবে চক্র পার।।১২

কবে কখন হবে সেই সময়, যখন সময় থেমে যায়।
আমিই সময় আমিই জগৎ আমি আদি সর্বময়।।১৩

সময় থাকতে সাধন-ভজন, সময়মতো করো ক্রিয়া।
চিদাকাশে জ্বলবে উঠে, জ্যোতির্ময় প্রাণের দিয়া।।১৪

সময় জেন আর এক গুরু, সময় এক শিক্ষাদাতা।
সময় তোমায় সব ভুলায় সময় তোমার বলী-ত্রাতা।।১৫

সারা জীবন অনেক সময়, তবুও কেন সময় নেই ?
মোহের ঘোরে কাটালে জীবন, সময় তুমি পাবে কই।।১৬

সেই সময়ের সময়তরে সময় তোএখন দিচ্ছি তাই।
সময় মোরে সময় দেবে, তাইতো আমার চিন্তা নাই।।১৭

স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বারো>>

…………………
আরও পড়ুন-
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এক
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: দুই
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তিন
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চার
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পাঁচ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: ছয়
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: সাত
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আট
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: নয়
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: দশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: এগারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চৌদ্দ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: পনেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: ষোল
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: সতেরো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: আঠারো
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: উনিশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বিশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: একুশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: বাইশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: তেইশ
স্বামী নিত্যানন্দ গিরির বাণী: চব্বিশ

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

……………….
আরও পড়ুন-
মহানবীর বাণী: এক
মহানবীর বাণী: দুই
মহানবীর বাণী: তিন
মহানবীর বাণী: চার
ইমাম গাজ্জালীর বাণী: এক
ইমাম গাজ্জালীর বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: এক
গৌতম বুদ্ধের বাণী: দুই
গৌতম বুদ্ধের বাণী: তিন
গৌতম বুদ্ধের বাণী: চার

গুরু নানকের বাণী: এক
গুরু নানকের বাণী: দুই
চৈতন্য মহাপ্রভুর বাণী
কনফুসিয়াসের বাণী: এক
কনফুসিয়াসের বাণী: দুই
জগদ্বন্ধু সুন্দরের বাণী: এক
জগদ্বন্ধু সুন্দরের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: এক
স্বামী পরমানন্দের বাণী: দুই
স্বামী পরমানন্দের বাণী: তিন
স্বামী পরমানন্দের বাণী: চার
স্বামী পরমানন্দের বাণী: পাঁচ
স্বামী পরমানন্দের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: এক
সীতারাম ওঙ্কারনাথের বাণী: দুই
সীতারাম ওঙ্কারনাথের বাণী: তিন
সীতারাম ওঙ্কারনাথের বাণী: চার
সীতারাম ওঙ্কারনাথের বাণী: পাঁচ
সীতারাম ওঙ্কারনাথের বাণী: ছয়
সীতারাম ওঙ্কারনাথের বাণী: সাত
সীতারাম ওঙ্কারনাথের বাণী: আট
সীতারাম ওঙ্কারনাথের বাণী: নয়
শ্রী শ্রী কৈবল্যধাম সম্পর্কে
শ্রী শ্রী রামঠাকুরের বাণী
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ১ম খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ২য় খন্ড
শ্রী শ্রী রামঠাকুরের বেদবাণী : ৩য় খন্ড
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: এক
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: দুই
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: তিন
সদগুরু জাগ্গি‌ বাসুদেবের বাণী: চার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!