: সত্য- আভূষণ :
মানুষ হয়ে আমরা চাই, চলতে রাস্তায় সরল
সরল রাস্তা কেউ কি পায়? সেই মানুষই বিরল,
সরল মনের মানুষ পেলে জীবন হয় ধন্য
ঐ রকম মানুষ কম, তাই জীবন হয় নরক জঘন্য।।১
সরলতা একটি মহৎ গুণ সবাই করে পছন্দ
সরল বিশ্বাসী না হলে হয় অশান্তি আর দ্বন্দ্ব,
সংসারে বক্র ভাব শেখায় কে আমাদের?
মানুষ গড়ার দায়িত্ব ছিল এখানে যাদের।।২
কৃষ্ণের হাতে মুরলি বাজে সুন্দর সরল বলে
আমাদের হৃদয়টা সরল হলে সুন্দর সংসার চলে,
বাঁশরীর ভিতরে নেই কোন গাট, তাই সুন্দর বাজে
মনের মধ্যে আছে ষড়রিপু, তাই লাগে না কাজে।।৩
সংসার বড় জটীল, তো চলা যাবে কিভাবে?
শিক্ষা দেয়, এমন মিষ্টি হইও না সবাই চেটে খাবে,
আবার এমন তেতো হবে না কেউ তোমায় থুকবে
পরিস্থিতি বুঝে এবার তোমরা রাস্তায় চলবে।।৪
রামায়ণের মন্থরা ছিল না আদৌ সরল
কৈকেয়ীর কানে ঢেলেছিল ভালোমতো গরল,
আমাদের সংসারেও আছে মন্থরার মত অনেক
থাকতে হবে সবাইকে সাবধানে, নিজেকে করে চেক।।৫
মহাভারতের শকুনি ছিল না আদৌ সরল
দাসীর পুত্র বিদুর ছিলেন, তিনি এক বিরল,
কুরুক্ষেত্রে যুদ্ধের কারণ ছিল দুষ্টবুদ্ধি শকুনি
এত জেনেশুনেও সংসারে আমরা কিছু শিখিনি।।৬
সরলতা একটি মহৎ গুণ যদি হৃদয়ে থাকে
সব বিপদে এই ভগবান রক্ষা করেন তাকে,
ভক্ত প্রহ্লাদ, ধ্রুবের চরিত্র, সুন্দর উদাহরণ
অটুট সরল বিশ্বাস তাদের উদ্ধারের কারণ।।৭
আমরা হারিয়ে ফেলেছি আমাদের সরলতা
যত দিন যাচ্ছে দেখছি মানুষের বাড়ছে ক্রূরতা,
হৃদয়ের গাট খুললে উঠে অনাহত ধ্বনি
গুরুদেবের কৃপায় তা যেন নিত্য আমি শুনি।।৮
………………….
দেখুন:
স্বামী নিত্যানন্দ গিরির সকল বাণী