: সহানুভূতি :
শ্রীগুরু চরণে জানাই মোর প্রণাম শুভদিনে
আছো সাথে মোর তবু কাটেনা তব স্মরণ বিনে,
গুরু দিলেন বুদ্ধি মোরে তিনি-ই পরম গতি
ভ্রমিতেরে দেখালেন পথ দিয়ে পরম জ্যোতি।।১
চারটি বছর গুরু সেবার সুযোগ পেয়ে হয়েছি ধন্য
পূর্বজন্মের কর্মফলে সেটাই অর্জন আমার পূণ্য,
প্রারম্ভে গুরুর কাছে যা পেয়েছিলাম শিক্ষা
সবকিছুই দিয়েছেন ভরে না চাইতেও ভিক্ষা।।২
গুরু ছিলেন অল্পভাষী বলতেন অত্যন্ত ধীরে
সকাল-সন্ধ্যায় করতেন ক্রিয়া নির্দিষ্ট কুটিরে,
আজ এই সংস্কার সবি গুরুর দেওয়া
চোখ কান ছিল খোলা নিয়েছি যেটুকু নেওয়া।।৩
গুরু মোর কল্পতরু কোন কিছুর হয়নি অভাব
সব সময় আছেন সঙ্গে দেখেছি গুরুর প্রভাব,
ভ্রমণ করেছিলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে
কখনো ভুলি নাই জাগরণে কিংবা স্বপনে শয়নে।।৪
অনাথ আমি হয়ে গেলাম গুরুর মহাপ্রয়াণে
তিনি রেখেছেন মোরে সদাই তার নয়নে নয়নে,
গুরুর নামে হয়েছে প্রতিষ্ঠা চারটি আশ্রম
তিনি করেছেন আশীর্বাদ করতে কঠোর পরিশ্রম।।৫
সে আশ্রমে করবে সাধনা হয়ে আশ্রমবাসী
জাত ধর্মের বিচার নাই হলে ব্রহ্মচারী সন্ন্যাসী,
গুরুই পরম দেবতা গুরু ছাড়া শ্রেষ্ঠ কেহ নাই
নিত্যানন্দ বলে গুরু শ্রেষ্ঠ সম্পদ, গুরুস্মরণ চাই।৫।
গুরুর দেওয়া ক্রিয়া আজ যে করবে শুভক্ষণে।
থাকবে ভালো গুরু কৃপায় সে নিশ্চয় আগামী দিনে।।৬
………………….
দেখুন:
স্বামী নিত্যানন্দ গিরির সকল বাণী