ভবঘুরেকথা
ব্রাহ্মসামাজ

ব্রাহ্ম ধর্মের মূল সত্য

১. ঈশ্বর এক ও চিন্ময়। তিনি নিরবয়ব, অনন্ত, সর্বব্যাঢ, সর্বশক্তিমান্। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ন্তা, বিধাতা। তিনি জ্ঞানময়, মঙ্গলময়, প্রেমময়, পুণ্যময়, আনন্দময়।

২. মানবাত্মা অবিনম্বর ও অনন্ত উন্নতির অধিকারী ; সে তাহার কর্মের জন্য ঈশ্বরের নিকট দায়ী।

৩. পরমেশ্বরের উপাসনা মনুষ্যের অবশ্য কর্তব্য। তাহার দ্বারাই মানবের ঐহিক ও পারত্রিক মঙ্গল হয়। উপাসনা মনের দ্বারা করিতে হয়, বাহ্য অনাষ্ঠানের দ্বারা নয়। সংক্ষেপে বলিতে গেলে, ঈশ্বরে প্রীতি ও তাঁহার প্রিয় কার্যসাধনই তাঁহার উপাসনা।

৪. কোনো পরিমিত ব্যক্তি বস্তু ঈশ্বররূপে বা তাঁহার অবতার রূপে অথবা মধ্যবর্তীরূপে উপাস্য নহে।

৫. জাতি ও সম্প্রদায়-নির্বিশেষে সকল শাস্ত্রের ও সকল সাধুর উপদেশ হইতেই শ্রদ্ধার সহিত সত্য গ্রহনীয়। কিন্তু কোনো ব্যক্তি কিংবা কোনো শাস্ত্র গ্রন্থ সম্পূর্ণরূপে অভ্রান্ত বা ধর্মসাধনের একমাত্র উপায় নহে।

৬. ঈশ্বরের পিতৃত্ব ও মানবের ভ্রাতৃত্বই ধর্মের সারকথা।

৭. ঈশ্বর পুণ্যের পুরষ্কর্তা ও পাপের দণ্ডদাতা। এই পুরষ্কার ও দণ্ড তাঁহার করুণা প্রণোদিত ; উভয়ই মানবাত্মার কল্যাণের জন্য।

৮. পাপের জন্য অকৃত্রিম ও ব্যাকুল অনুতাপ এবং পাপ হইতে নিবৃত্তিই পাপের প্রায়শ্চিত্ত।

৯. জ্ঞান, প্রেম ও পবিত্রতাতে ঈশ্বরের সহিত যক্তি হইয়া নিরন্তর তাৎহার দিকে অগ্রসর হওয়াই মুক্তির অবস্থা।

…………………………
ব্রাহ্মধর্ম্ম ও ব্রাহ্মসমাজ

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

………
আরও পড়ুন-
ব্রাহ্মসমাজ
সাধারণ ব্রাহ্মসমাজের সভ্য হইবার যোগ্যতা
ব্রাহ্ম ধর্মের মূল সত্য
ব্রহ্ম মন্দিরের ট্রাস্টডিড
ব্রাহ্মধর্ম্মের মূল সত্য
আত্মা
মানুষের ভ্রাতৃত্ব
উপাসনা ও প্রার্থনা
শাস্ত্র
গুরু
মধ্যবর্ত্তী ও প্রেরিত
সুখ-দু:খ : দু:খবাদ ও আনন্দবাদ
পাপ ও পুণ্য
পুনর্জ্জন্ম
পরকাল
স্বর্গ ও নরক
ধর্ম্ম রক্ষা
পরিবারে পুরুষ ও নারীর অধিকার-সাম্য
ব্রাহ্মসমাজের প্রতি ব্রাহ্মদিগের কর্ত্তব্য
সমবেত উপাসনা
পূর্ণাঙ্গ উপাসনার আদর্শ 
স্তুতি
বিবিধ অবস্থায় প্রার্থনা
নৈমিত্তিক অনুষ্ঠান
সন্তান জন্ম
ব্রাহ্মধর্ম্ম গ্রহণ ও ব্রাহ্মসমাজে প্রবেশ
ধর্ম্মসাধন ব্রতে দীক্ষা
ব্রাহ্মধর্ম্ম গ্রহণ ও ধর্ম্মদীক্ষা
বিবাহ ও তাহার আনুসঙ্গিক অনুষ্ঠান
বিবাহের বাগদান
বিবাহ
মৃত্যু ও অন্ত্যেষ্টি ক্রিয়া
শ্রাদ্ধ
গৃহ প্রবেশ
ব্রহ্ম ও ব্রহ্মের স্বরূপ
ব্রহ্ম ধ্যান
ব্রাহ্মধর্ম
সকলেই কি ব্রাহ্ম?
ব্রাহ্মোপসনা প্রচলন ও পদ্ধতি
আদি ব্রাহ্ম সমাজ ও “নব হিন্দু সম্প্রদায়”
পূর্ণাঙ্গ উপাসনার আদর্শ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!