(তাল-গড়খেমটা)
আমার অন্তর যায় জ্বলে,
সখী তোরা ভাবিস কি, আমি কাঁদি কি, গৌর পাব বলে।।
কে এসে অন্তরে কাঁদায় আমারে, ভাসায় নয়ন জলে,
আমি তারে পেলাম কই, জ্বলে ম’লেম সই, গৌর প্রেম বিষানলে।।
গৌর বলিয়া কাঁদিয়া মাতিয়া, কে কোথা কি ভাবে বলে,
আমার দেখিতে শুনিতে, সময় বহিতে, সময় নাই সময় কালে।।
গৌর বলিব পাব কি না পাব, কোন অভাগী ভাবিলে,
আমার মনের মানসা, গৌর পদে আশা, জিহ্বার লালসা কি ভুলে।।
গৌর বলিয়া যে জন কাঁদিল, তারে ভুলিল কোন কালে,
তবে কেন গৌরহরি, কাঁদে ন’দেপুরী, রাধাঋণ শোধিব বলে।।
ত্যজিয়া ভুলোকে গোঁসাই গোলক, গৌরপদে দাসী হলে,
কেন্দে মহানন্দ কয়, ওরে তারক আয়, কান্দি হরিচাঁদ বলে।।