(তাল-গড়খেমটা)
তোরা কি প্রেম করিবি, পাগল হবি, ধরিবি কি পাগলের বুলি।
গৃহে থাক আছিস ভাল, তোরাই ভাল, কেন দিবি কুলে কালী।।
পাগলের পাগলা ধরণ, উলটা করণ, রসের পাগল প্রেম পুতলী।
দেখে পাগলের কর্ম, ধর্মাধর্ম, সকল দিবে জলাঞ্জলি।।
থাকবে না দিক বিদিক, কেবল নিরিখ, মন থাকবে এক মানুষ বলি।
পাগলের সঙ্গ নিবি পাগল হবি, সারবে না তা বিষ্ণু তৈলী।।
থাকবে না তন্ত্র মন্ত্র, মূল মন্ত্র, দীক্ষা শিক্ষা কপ্নীর ঝুলি।
থাকবে না সাধ্য সাধন, বেদের কারণ, কাঁদবি শেষে গলি গলি।।
গোপীদের রাগের ভাজন, মন্ত্র যাজন, কোন গোপীদের গ্রন্থে পালি।
গোপীর ভাব কৃষ্ণ ভক্তি, কৃষ্ণে আর্তি, প্রাণ বাঁচে সেই কৃষ্ণে পালি।।
গোপীর ভাব দেহ অর্পণ, জীবন নয়ন, এ দেহ সেই কৃষ্ণ বলি।
গোপীর ভাব সেই স্বরূপে, বিষয় কূপে, তারক কেন ডুবে রলি।।