(তাল-গড়খেমটা)
তোরা কেউ নিবি নাকি রে?
আমার আউল গোঁসাইর করণ সোনার মালা।
সে যে আ’ল আ’ল পালি পালি, পাব জানে না ভোলা।
মালা যে পরেছে যে ছুয়েছে, সে হয়েছে পাগলা।
সে যে মনোসুতের গাঁথা মালা, ছিঁড়লে ঘটে জ্বালা।
মালার সৌরভে জাত মাতিল, রূপেতে উজলা।
দিসনে চোরের নৌকায় সাধুর নিশান, কাজ কি তিলক মালা।
হয়ে গুরুনিষ্ঠ কৃষ্ণ বিষ্ণু সকল ঠেলে ফেলা।
গেল বাউল মারা পল ধরা, দেখে মালার খেলা।
বড় পাগলের আহ্লাদে মহানন্দ শরীর কালা।
যদি থাকে হাউস হরে বেহুস হরিবলা।
………………………………………………………..
হরিবর সরকার