(তাল-রাণেটি)
তোরা দেখসে আসি ব্রজবাসী ব্রজঙ্গনা,
এসেছে ঠিক যেন সেই কেলেসোনা।।
রাধা রসে গোরা, এমন পোরা আর দেখবি না।।
তেম্নি গোরার আঁখির ভুরু, তেম্নি রামরম্ভা উরু,
তেম্নি ওর মনচোরা কটি সরু,
যেমন ব্রজে ছিল নন্দ-নন্দন, তেমনি মত অঙ্গ গঠন, কাঁচাসোনা।।
করে ধ্বনি রা-রা-রা-রা, যুগল চক্ষে শত ধারা,
ধা ব’লে অধর হয়ে পড়ে ধারা,
মুখে হা রাই! হা রাই! ধ্বনি, কি ধন হারায়ে ধনীর এ যন্ত্রণা।।