লোকনাথ ব্রহ্মচারী ছিলেন যোগসিদ্ধ মহাপুরুষ। দূর থেকে কোনো মানুষ তাঁকে ভক্তিভরে একমনে স্মরণ করলেই, তিনি বুঝতে পারতেন। তাকে তৎক্ষণাৎ সূক্ষ্ম শরীরে দর্শন দিয়ে বিপদ হতে মুক্ত করতেন।
একবার দার্জিলিং-এর ডেপুটি ম্যাজিস্ট্রেট এক দূরারোগ্য রোগে আক্রান্ত হন। বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েও রোগ কিছুতেই কমল না, বরং দিনে দিনে বাড়তে লাগল। ঐ ম্যাজিস্ট্রেটের নাম ছিল পার্বতীবাবু।
পার্বতীবাবুর এক বন্ধু বারদীর ব্রহ্মচারী লোকনাথ বাবার পরম ভক্ত ছিলেন। তিনি পার্বতীবাবুকে অভয় দিয়ে বললেন- তুমি কিছুমাত্র ভেবো না; লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করো, তাহলেই রোগমুক্তি হবে।
বন্ধুর কথামত পার্বতীবাবু একমনে লোকনাথ বাবাকে ডাকতে থাকলেন। সেইদিন রাতেই তন্দ্রাবিষ্ট অবস্থায় পার্বতীবাবু দেখলেন, জটাজুটি-মন্ডিত এক সন্ন্যাসী তাঁর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ঘুম ভাঙ্গার পর বাড়ির সকলকে জিজ্ঞাসা করলে, সবাই বলল- কেউ সেই সন্ন্যাসীকে দেখেনি। সকলেই আশ্চর্য হয়ে গেল।
পরদিন সেই বন্ধু এসে পার্বতীবাবুর সব কথা শুনে বললেন- সেই মহাপুরুষই লোকনাথ ব্রহ্মচারী। তোমার ভাগ্য ভাল যে, স্বপ্নে দেখা পেয়েছ স্মরণ করার সঙ্গে সঙ্গে।
পার্বতীবাবু বললেন- তিনি আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর থেকে আর আমার কোন রোগ নেই। দু-তিন বছর পর পার্বতীবাবু বারদী গিয়ে লোকনাথ বাবাকে দর্শন করে তাঁর অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে আসেন।
<<লোকনাথ বাবার লীলা ।। লোকনাথ বাবার লীলা : দুই>>
………………………
সূত্র:
শ্রীযামিনী কুমার দেবশর্ম্মা মুখোপাধ্যায়ের ধর্ম্মসার সংগ্রহ গ্রন্থ থেকে।
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….
…………………
আরও পড়ুন-
লোকনাথ বাবার লীলা : এক
লোকনাথ বাবার লীলা : দুই
লোকনাথ বাবার লীলা : তিন
লোকনাথ বাবার লীলা : চার
লোকনাথ বাবার লীলা : পাঁচ
লোকনাথ বাবার লীলা : ছয়
লোকনাথ বাবার লীলা : সাত
লোকনাথ বাবার লীলা : আট
লোকনাথ বাবার লীলা : নয়
লোকনাথ বাবার লীলা : দশ
লোকনাথ বাবার লীলা : এগারো
লোকনাথ বাবার লীলা : বারো
লোকনাথ বাবার লীলা : তের
লোকনাথ বাবার লীলা : চৌদ্দ
লোকনাথ বাবার লীলা : পনের
লোকনাথ বাবার লীলা : ষোল
লোকনাথ বাবার লীলা : সতের
লোকনাথ বাবার লীলা : আঠার
লোকনাথ বাবার লীলা : উনিশ
লোকনাথ বাবার লীলা
……………..
আরও পড়ুন-
লোকনাথ ব্রহ্মচারীর উপদেশ : এক
লোকনাথ ব্রহ্মচারীর উপদেশ : দুই
লোকনাথ ব্রহ্মচারীর উপদেশ : তিন
লোকনাথ ব্রহ্মচারীর উপদেশ : চার
লোকনাথ ব্রহ্মচারীর উপদেশ : পাঁচ
লোকনাথ ব্রহ্মচারীর উপদেশ : উপসংহার