(তাল-ঠুংরী)
সইরে গৌর আমার মন প্রাণ নিল হরে।
গৌর না দেখি হৃদয় আমার বিদরে।।
ফিরে জাহ্নবীর কুলে, যাই গো গৌরচাঁদ বলে,
যদি থাকে কপালে।।
এবার পেলে পরে, রাখবে ধরে,
আমার প্রাণ গেলেও ছাড়ব না বান্ধবেরে।।
যদি না পাই দরশন, ফিরে আসব না কখন,
আমি ত্যজিব জীবন।
তবে দিবে দেখা, প্রাণ সখা যদি গৌর,
নারী বধের ভয় করে।।
মনে না ধৈর্য মানে, কাজ কি ছার কুলমানে,
কাজ কি জীবন যৌবনে।
প্রাণের গৌর বিনে, মরি প্রাণে আমার,
প্রাণ গেল সই গৌর বিচ্ছেদ বিকারে।।
গোঁসাই মহানন্দ কয়, সহজ প্রেম ‘ত সহজ নয়,
যে জন সয় সে মহাশয়।
মশা পিঁপড়ার দংশন, হয় না রে সহ্য ও সে,
সহজ রতন কিসে পাবিরে হ’রে।।
……………………………………………………………
হরিবর সরকার