ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

অকুল পাড় দেখে মোদের লাগেরে ভয়।
মাঝি বেটা বড় ঠেঁটা
হাল ছেড়ে দিয়ে বগল বাজায়৷৷

উজানভাটি তিনটি নালে
দমদমা দম বেদম কলে
তারা পুরো ঘাটে একশব্দ হয়;
গুরুর গুরু পবন গুরু
প্রেম আনন্দে সাঁতার খেলে৷৷

সামনেতে অপার নদী
পার হয়ে যায় ছয়জন বাদী
শ্রীরূপ লীলাময়;
লালন বলে ভাব জানিয়ে
ডুব দিয়ে সে রত্ন উঠায়৷৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!