আমায় অকূলে ভাসাইয়া গেলি রে
ওরে আমাার শ্যামল বংশীধারী,
আমি মন হারাইয়া বৃন্দাবনে রে
ওরে আমি মন খুঁজিয়া মরি।।
মনের আগুন দেখা যায় না
ধাউ ধাউ কইরা জ্বলে
ওরে বন্ধু তোমার কথা
মনে হইলে আসি নদীর কূলে
ওরে আমি সব হারাইয়া এই গোকূলে রে
ওরে আমি পথে পথে ঘুরি।।
আমি যার লাগিয়া বৃন্দাবনে
পাতলাম প্রেমের ফাঁন (ফাঁদ)
আমি মায়াজ্বালের ফাঁকে ফাঁকে
শুনতাম বাঁশীর গান
এখন লাগ [নাগাল] পাই না ঐ আকাশের চাঁন
তারে আমি কেমন কইরা ধরি।।
চাওয়া পাওয়া সব
ফুরাইবে সমাধি অতলে
ওরে বন্ধু হয়তো পুড়ে ছাই করিবে
নয় ভাসাবে জলে
ওরে মাতাল রাজ্জাকেরে
লইও কোলে রে।।