অচিনা এক পাখি ঘরে করেছে বাসা
ধরা যায় না ছলে বলে থাকে বাতাসে মিশা।।
ফাঁকি দিয়া পাখি চলে
সন্ধানে দরজা খুলে
খেলে দিবা নিশি রংমহলে
রংগীলা পাশা।।
মাঝে মাঝে ডিম পারিয়া
উড়ে যায় পাখি ডিমে ওম না দিয়া
যাবার কালে যায় ফেলিয়া
মাটির এক আজব খোলসা।।
থাকতো যদি পাখির হাত পাও
আমি জানতাম পাখি মানুষের ছাও
রইল অন্তর বোঝাই অজানা ঘাও
সর্দি জ্বর আমাশা।।
পাখি গেলেই মজবে খাঁচা
খাঁচাতে ধরিবে পঁচা
মাতাল রাজ্জাকের সব হইল মিছা
এই রং তামাশা।।