অচিন দেশের মাঝি ভাই
তুমি কোন দেশে যাও বাইয়া
ভরা গাঙ্গে নদীর স্রোতে
রঙিন পাল উড়াইয়া।।
মাঝি কোন দেশে যাও বাইয়া।
শুন বলিরে ও মাঝি ভাই
আস্তে ধীরে বাও
কইও খবর বাবার কাছে
দেখা যদি পাও
কইও নাইওর নেবার মানুষ পাঠায়
পানসি নাও সাজাইয়া।।
বাবা যদি হয়নারে রাজি
নিবেনা নাইওর
বিনয় করে কইওরে
মাঝি আমার একটা খবর
কইও এই আষাঢ়ের স্রোতের লহর
যাবেরে শুকাইয়া।।
যে দেশে আমির উদ্দিনের
দুঃখেরি নিবাস
সেই দেশেতে দিলরে বিয়া
বাবা না নিল তালাশ
কইও আমারে করিয়া নৈরাশ
থাকুক সুখী হইয়া।।