অজান খবর না জানিলে কিসের ফকিরি
অজান খবর না জানিলে কিসের ফকিরি ।
যে নূরে নূর নবী আমার
তাহে আরশ বাড়ি।।
বলব কি সে- নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা,
ধরতে গেলে না যায় ধরা
যৈছেরে বিজরি।।
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর,
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঝলক দিচ্ছে তারি।।
সিরাজ সাঁই বলে রে লালন
করগে আপন দেহের বলন,
নূরে নীরে করে মিলন
থাক রে নেহারি।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….