জ্ঞান থাকিলে গান বুঝিবে, অজ্ঞানে কি বুঝে ছাই।
চোখ ঢাকা বলদের মত, অভাবিকের স্বভাব নাই।।
অপ্রেমিক অরসিকে কয়, গান কিছু নয় সুর ভালা
বেশী মাতে জাগা জুড়ে, অরসিক শালাল শালা
যৌবন সখি বন্ধু কালা, শুনিয়া কয় আরাম পাই।।
গান বাজনা আশেকের গেজা,আশেকের জানা
আসল কথা মুর্শিদশানে, কলবে ধ্যানে জিকির করনা
ভাব নিতে হয় ভাবুক জনা, এস্কে ফানা হওয়া চাই।।
অপ্রেমিকের জন্য গান, গাওয়া এবং শুনা হারাম
ভুল বুঝিলে বিপদ আছে, অশুদ্ধে কুফরি কালাম
বেমুরিদা শয়তানের গোলাম, কোরানে হাদিসে পাই।।
পবিত্রতার ধার-ধারেনা, সততা নাই হারাম খায়
ধারে বসে আরাম পাইয়া, দূরে গেলে মন্দ গায়
বাউল আমির উদ্দিন বলে তোমায়, মুর্শিদ ধরো আল্লার দুহাই।।