অনিত্য বাসনা ছাড়না ছাড়না
মুখে গুরু নাম বল না বল না,
যা আছে কপালে, ফলিবে কালে কালে
সে ভাবনা আর ভেবনা।।
যাগ যজ্ঞ আদি তাপস ব্রত
কলি যুগে কিছু হবে না হবে না,
নাম যজ্ঞ সার কর মন অনিবার
না বিনে নিস্তারং পাবে না পাবে না।।
প্রাণ ভরে পান কর নাম সুধা
ভব ক্ষুধা আর রবে না রবে না,
হরি নামের গুণে, তারিবে শমনে
চৌরাশী ভ্রমণে যেতে আর হবে না।।
জননী জঠরে ছিলে যে কঠোরে
সে কথা কি মনে পড়ে না পড়ে না,
বহু ভাগ্যফলে, মানব জনম পেলে
এমন সাধের জনম, হেলায় হারাইয়াও না।।
রাধা শ্যাম বলে কামিনী-কাঞ্চন
দূরেতে বিসর্জন করনা করনা,
দিন বয়ে যায়, এখনও কর উপায়
গুরু চাঁদের পায় মজনা মজনা।