(তাল-ঠুংরী)
অনিবার্য্যে দেহ রাজ্যের
খবর যেয়ে জেনে নে এবার।
শ্রীশ্রীহরির ভাব সংকীর্ত্তন
জানলে দেহের খবর, ঘুচবে আঁধার,
দেহ তোর হবে দীপ্তাকার।।
১। আঠার মোকামের পাশে রয়,
একবারে বলিব কত, কথা সমুদয়।
আছে দেহের মালিক সহস্রারে,
পরম ব্রহ্ম জ্যোতির্ম্ময় যার।।
২। চতুর্দ্দলে রয় মহাশক্তি,
জীবাত্মা ধন তাহার কোলে করে বসতি।
আরও ভ্রু-মধ্যে দ্বিদলেতে,
হাকিনী সে রয় নিরন্তর।।
৩। লিঙ্গে ব্রহ্মা করে অবস্থান
পাট মধ্যে মহাবিষ্ণু, থাকে সর্ব্বক্ষণ।
আছে ব্রহ্মা লিঙ্গে মনোরঙ্গে,
খেলা করতেছে অনিবার।।
৪। দেহের রাজা হরিধনে
ডাক তারে প্রেম ভরে, আকুল প্রাণে।
হরি গোসাই বলে তত্ত্ব বিনে,
দীনারে তোর নাই পারা পার।।
…………………………..
তত্ত্ব গীতি
রাগিনী-অরুণভেরি