অনেক দিনের পাগল আমি
ঘুড়ে বেড়াই তার তালাসে,
শতকে একটা সত্য কথা
শুনলে আবার মরায় হাসে।।
হাঁটি পিছন দিকে চাইয়ে
শুখনাতে যাই তরী বাইয়ে,
পেট ভরে তিন বেলা খাইয়
দিনটি কাটাই উপবাসে।।
রাজা বাদশা উজির নাজির
সবাই মোর খেদমতে হাজির,
জরু- লাড়কা মন বাবাজির
তখত কথা জলে ভাসে।।
দালানকোটায় মানুষ নাই
বন জঙ্গলে গেছে সবাই,
পুড়ে যদি হইতাম ছাই
উড়ে যাইতাম ঐ আকাশে।।
দুনিয়ার সব আমার গড়া
পৃথিবী মোর পেটে ভরা,
মরব বলে জেতা মরা
গোর খুদতেছি বাতাসে।।
জালালে কয় ওরে বেটা
তোর মত আর ভালো কেটা,
চিনতে লাগে বিষম ল্যাঠা
কেবল মাত্র অবিশ্বাসে।।