অনেক ভাগ্যের ফলে
অনেক ভাগ্যের ফলে
সে চাঁদ কেউ দেখতে পায়,
অমাবশ্যায় নাই সে চাঁদ
দ্বিদলে তার কিরণ উদয়।।
যথারে সেই চন্দ্র ভূবন
দিবা রাতের নাই আলাপন,
কোটি চন্দ্র যিনি কিরণ
বিজলী চটকের ন্যায়।।
সিন্দু মাঝে বিন্দু বারি
মাঝখানে তার স্বর্গ গিরি,
অধর চাঁদের স্বর্গ পুরী
তিল প্রমাণ জায়গায়।।
দরশনে দু:খ হরে
পরশনে পরশ করে,
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডবেনা তায়।।