অন্তরে অন্তর দেখ গিয়া চিন্তা করে
প্রভু সাঁই পরোয়ারে কী খেলা খেলায়।।
থাকিয়া নিরালা ঘরে সৃষ্টি নিয়া চিন্তা করে
বিচিত্র কৌশল করে জীবের বানায়,
ছিয়া ছফেদ লাল জরদা চার রঙ্গে দুনিয়া বাঁধা
বানাইয়া নর মাদা ভবেত পাঠায়।।
মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুঁস
কেউ যে রইয়াছে সন্তোস কারে বা কাঁদায়,
প্রথম গড়ে নাভি কুন্ড উর্ধ্ব পদে হেঁট মুন্ড
তিনশ দশ দিন দশ দন্ড রেখে এক জায়গায়।।
নাভির চার আঙ্গুল নিচে তিনটি যে পাত্র আছে
তিন পদার্থ তারি মাঝে ভরেছে নিরালায়,
উপরে হাওয়া নিচে পানি মধ্যে আগুনের খনি
ক্ষান্ত নাহি দিন রজনী তিনজনে চালায়।।
নাভির উপরে সিনা দখিতে বেশ নমুনা
দুই ধারে দিয়াছে টানা হাওয়ার জানালায়,
যেমন একটা রাজবাড়ি। থরে থরে কর্মচারী
তুলনা রাবনের পুরী করা নাহি যায়।।