ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

অন্তিম কালের কালে ও কি হয় না জানি
কি মায়া ঘোরে কাটালাম হারে দিনমণি।।

এনেছিলাম, বসে খেলাম,
উপার্জন কই করিলাম,
বিকশের বেলা
খাটবে না ভেলা এলো বানি।।

জেনে শুনে সোনা ফেলে
মন মজালাম রাঙ্‌ পিতলে,
এ লাজের কথা
বলিব কোথা আর এখনি।।

ঠকে গেলাম কাজে কাজে,
ঘিরিল তনু পঞ্চাশে
লালন বলে মন
কি হবে এখন বল্‌ রে শুনি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!