অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই।
কীসের পরে ভেসেছিল কে দিল আশ্রয়।।
তখন কোন আকার ধরে
ভেসেছিল কোন প্রকারে,
কোন সময় কোন কায়া ধরে
ভেসেছিল সাঁই।।
পাক-পাঞ্জাতন হইল যারা
কীসের পরে ভাসল তারা,
কোন সময় নূর সেতারা
ধরেছিল সাঁই।।
সেতারা রূপ হল কখন
কী ছিল তার আগে তখন,
লালন বলে সে কথা কেমন
বুঝা হলো দায়।।