নামাপরাধ কি
১. সাধুনিন্দা।
২. শিব ও বিষ্ণুর নামগুণাদি ভেদ করা।
৩. গুরুকে অবজ্ঞা করা।
৪. বেদাদি শাস্ত্রনিন্দা করা।
৫. হরিনামে বৃথা অর্থ কল্পনা করা।
৬. হরিনামে পাপ ধ্বংস জানিয়া পাপ করা।
৭. ধর্ম্ম ব্রত, দান ও যজ্ঞাদি শুভকর্ম্মকে নামের সহিত সমজ্ঞান করা।
৮. শ্রদ্ধাবিহীন ও শ্রবণবিমুখ জনে উপদেশ দেওয়া।
৯. নাম মাহাত্ম্য শ্রবণে শ্রদ্ধা ও ভক্তি না করা।
১০. আমি ও আমার জ্ঞান বিষয়ে লিপ্ত হওয়া।
নামাপরাধ ভঞ্জন
প্রমাদবশত: নামাপরাধ সর্ব্বদা নাম সংকীর্ত্তনেই মুক্ত হয়।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস