(তাল – ঠুংরি)
অপরূপ এক মানুষ এল ভাই, এল ওড়াকান্দি।
বাকা নয়ন জোড়া ভুরু, হেরে দিবানিশি কাঁদি।।
আজানুলম্বিত বাহু, তারে গ্রাস করেছে প্রেম রূপ রাহু, সঙ্গে ভক্তবহু;
দে’খলে স্থির থাকে না কেহ, তার নয়ন বানে বিন্দি।।
দেখ তার রুপের চেহারা, কেউ বলে সই শচীর গোরা, কেউ কয় মাখন চোরা।
নব রসে তনু পোরা, বদন জিনি মদন ছাদি।।
কি কব সেই রুপের কথা, দে’খলে পতি ছাড়ে পতিব্রতা খেয়ে ধর্মের মাথা।
শ্রী চরণে নোয়ায় মাথা, তাঁরা ত্যাজিয়া বেদ-বিধি।।
হেরিয়া তার মুখ শশী, যোগ ভুলে যায় যোগ ঋষি পদে লোটায় আসি।।
বলে গোঁসাই রাখ দাসী, মোদের ছজন ভজন বাদী।।
বলে গোঁসাই মহানন্দ, এবার ঘুচল জীবের চিত্ত সন্দ গেল সাধন দ্বন্দ্ব
অশ্বিনী তুই অজ্ঞানান্ধ, গুরুর চরণে হও বন্দী।।