অপারের কাণ্ডার নবীজী আমার
অপারের কাণ্ডার নবীজী আমার
ভজন সাধন বৃথা গেল আমার নবী না চিনে,
নবী আউয়াল আখের বাতেন জাহের
কখন কোন রূপ ধারণ করেন কোনখানে।।
আল্লাহ নবী দুটি অবতার
গাছ বীজ যে-রূপ দেখি সে প্রকার,
সুবুদ্ধিতে কর তার বিচার
ও সে গাছ বড় কি ফলটি বড় নেও জেনে।।
আসমান জমিন জলধি পবন
যে নবীর নূরে হয় সৃজন,
বলো কোথায় ছিল সে নবীর আসন
নবী পুরুষ কি প্রকৃতি আকার তখন।।
আত্মতত্ত্বে ফাজেল যে জনা
সেই জানে সাঁইয়ের নিগূঢ় কারখানা,
রাসুল রূপে প্রকাশ রব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….