এক কৃষ্ণ নাম করে সর্ব্বপাপ নাশ।
প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ।।
প্রেমের উদয় হয় প্রেমের বিকার।
স্বেদ কম্প পুলক আদি গদ্ গদাশ্রূধার।।
অনায়াসে পাপক্ষয় কৃষ্ণের সেবন।
এক কৃষ্ণের নামের ফল পাই এত ধন।।
হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার।
তবু যদি প্রেম নহে, নহে অশ্রুধার।।
তবে জানি অপরাধ তাহাতে প্রচুর।
কৃষ্ণনাম বীজ যাহে না হয় অঙ্কুর।।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস