ভবঘুরেকথা
বিজয় সরকার

অবস্থায় না পড়লে সাধুর
হয় না আত্মপরিচিতি।
যাদের অফুরন্ত ধন ঐশ্বর্য
দারিদ্র্যের নাই অনুভূতি।।

রেখে সম্মুখে প্রচুর উপভোগ্য
সহজে দেখানো চলে মৌখিক বৈরাগ্য;
তখন ভোগের রোগ হয় দুরারোগ্য
কররৈ দুরাবস্থায় অবস্থিতি।।

চিরসুখি যারা সংসারে
দু:খ বেদন কখন কেমন বুঝতে না পারে;
যেমন বন্ধ্য নারী বোঝে না রে
হারে যা বোঝে সন্তান প্রসূতি।।

সুখ সম্পদ আনন্দে থাকে
উদ্বিগ্ন হয় যখন পরে দু:খের বিপাকে;
যারা অভাবে স্বভাব ঠিক রাখে
তারা পায় পরিপূর্ণ পরিণতি।।

স্বচক্ষে তাই কতো দেখেছি
অবস্থায় মন নড়ে চড়ে ঠেকে শিখেছি;
পাগল বিজয় বলে তাই লিখেছি
যা আমার এই ভাবেরগীতি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!