অব্যক্ত আছিলে প্রভু
ব্যক্ত হয়েছো,
নিরাকারে একা একা
জলে ভেসেছো।।
ছিলে একা অন্ধকারে
আলোকিত প্রেম নুরে,
আহাদ তুমি মীমের ঘরে
পিরীত করেছো।।
বৈরাগ্য স্ব’ভাবের খেলা
তোমার গলায় নামের মালা,
পঞ্চভাবে মাতওয়ালা
পাগল সেজেছো।।
সর্ব যুগের সর্ব কালে
মানুষ রূপ ভালবাসিলে,
কয় আমির উদ্দিন পাগলে
কৌশলে আছো।।