প্ৰাণ সখী গো–অভিমকালের উপায় দেখিনা।।
বেপার করিতে আইলাম। একে দ্বিগুণ দুনা
ছয় ঠগে ঠগিয়া নিলো মূলের এখন নাই ঠিকানা
হেলায় খেলায় জনম গেল। খেয়াল কিছু কইলাম না
কামের সনে পিরিত করি প্রেমের কাছা ভিড়লাম না
কাম সাগরে সাতার দিয়া কিনার তাহার পাইলাম না।
মাঝখানে ডুবিয়া মাইলাম শেষের উপায়। কইলাম না
ভাবিয়া রাধারমণ বলে উপায় কিছু দেখি না
গুরুর কৃপা বিনে আমার ঘটুবো বিষম লাঞ্ছনা।