ভবঘুরেকথা

চন্দ্র তূল্য অভিমন্যু পল রণে,
গিয়ে দ্রোণ বুহ্যমধ্যে নিগম না জেনে।।
মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধন, পিতা যাহার নর-নারায়ণ,
সহায় থাকতে আত্মস্বজন মল পরাণে।।
তত্ত্ব-নিগম না জানিলে, কি হয় গুরু সহায় বলে,
রক্ষা নাই তার কোন কালে, কাম-দ্রোণের বাণে।।
তত্ত্ব-নিগম জান আগে, জয় কর রিপু ছয় আগে,
কামদ্রোণকে হঠাও আগে, সূবুহ্য সন্ধানে।।
তত্ত্ব-নিগম যে জন জানে, টলে না কাম দ্রোণের বাণে,
যুগল মিলন নিশি দিনে, দেখে নয়নে।।
তারকচাঁদ কয় করে বিক্রম, শোন বলি অশ্বিনী অধম,
শিক্ষা দিব তত্ত্ব-নিগম, থাক চেতনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!