অর্থ না হলে যদি দয়াল তোমায় মিলে সহজে।
কাঙ্গাল করে তুমি মোরে কাছে লহো যে
যদি পরমার্থ মলিন করে সেই অর্থ অনর্থ যে।।
দীন জনের বান্ধব তুমি সব লোকে বলে
নিরাশ্রয়ের আশ্রয়, তোমার চরণ তলে;
যারা ঐশ্বর্যের গৌরবে চলে
তুমি তাদের নহো যে।।
যদি দীনতায় তোমারে পাওয়া যায় দীন-তারণ
করিয়ো না তুমি আমার দীনতা হরণ;
আমার মন-ব্রমর করবে বিচরণ
তোমার চরণ সরোজে যে।।
ক্ষুদ্রা তৃষ্ণা ভুলে যাবে নিত্য পরশে
চিত্তচকোর বিভোর হবে প্রেম সুধা রসে;
থাকবে প্রবৃত্তি নিবৃত্তির বশে
মনের অধীন মন যে।।
যাবতীয় জাগতিক এই অভাবের গ্লানি
স্বভাব শুদ্ধ হলে ঘুচবে সহজে জানি;
সে যে শশ্মানে মিলায় রাজধানী
চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যে।।
পাগল বিজয় কয়, যে সব কিছুতে তোমাকে দেখে
সে চিরকাল সন্তুষ্ট সকল যন্ত্রণা থেকে;
তার বুকের কাছে ও-মুখ রেখে
মিলন বাণী কহো যে।।