ভবঘুরেকথা

অশ্রুনদীর সুদূর পারে
ঘাট দেখা যায় তোমার দ্বারে ॥

নিজের হাতে নিজে বাঁধা
ঘরে আধা বাইরে আধা-
এবার ভাসাই সন্ধ্যাহাওয়ায় আপনারে ॥

কাটল বেলা হাটের দিনে
লোকের কথার বোঝা কিনে।
কথার সে ভার নামা রে মন,
নীরব হয়ে শোন্‌ দেখি শোন্‌
পারের হাওয়ায় গান বাজে কোন্‌ বীণার তারে ॥

………………………..
রাগ: পূরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!