(প্রসাদী-একতালা)
অসকালে যাব কোথা।
আমি ঘুরে এলাম যথা তথা॥
দিবা হ’ল অবসান
তাই দেখে কাঁপিছে প্রাণ,
তুমি নিরাশ্রয়ের আশ্রয় হয়ে
স্থান দাও গো জগন্মাতা॥
শুনেছি শ্রীনাথের কথা
বট চতুর্বর্গদাতা।
রামপ্রসাদ বলে চরণতলে
রাখবে রাখ এই কথা॥
(প্রসাদী-একতালা)
অসকালে যাব কোথা।
আমি ঘুরে এলাম যথা তথা॥
দিবা হ’ল অবসান
তাই দেখে কাঁপিছে প্রাণ,
তুমি নিরাশ্রয়ের আশ্রয় হয়ে
স্থান দাও গো জগন্মাতা॥
শুনেছি শ্রীনাথের কথা
বট চতুর্বর্গদাতা।
রামপ্রসাদ বলে চরণতলে
রাখবে রাখ এই কথা॥