অসার ভেবে সার দিন গেলো আমার
অসার ভেবে সার দিন গেলো আমার
সার বধন এবার হলামরে হারা,
হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে
দেখে শুনে লালস গেল না মারা ।।
গুরু যার সহায় হয় এ সংসারে
লোভে সাঙ্গ দিয়ে সেই যাবে সেরে,
অঘাটায় আজ মরণ হল আমারে।
জানলাম না গুরুর করণ কী ধারা।
মহতে কয় থাকলে পূর্ব স্কৃতি
দেখিতে শুনিতে হয় গুরুপদে মতি,
সে সুকৃতি আমার থাকতো যদি
তবে কি আর আমি হতাম পামরা।।
সময় ছাড়িয়া জানিলাম এখন
গুরুকৃপা বিনে বৃথা এ জীবন,
বিনয় করে কয় ফকির লালন
আর কি আমি পাব অধরা।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….