(ভৈরবী-ঝাঁপতাল)
অসীম কাল-সাগরে ভুবন ভেসে চলেছে,
অমৃতভবন কোথা আছে তাহা কে জানে?
হের আপন হৃদয়-মাঝে ডুবিয়ে,
এ কি শোভা! অমৃতময় দেবতা সতত বিরাজে,
এই মন্দিরে সুধা-নিকেতন।।
(ভৈরবী-ঝাঁপতাল)
অসীম কাল-সাগরে ভুবন ভেসে চলেছে,
অমৃতভবন কোথা আছে তাহা কে জানে?
হের আপন হৃদয়-মাঝে ডুবিয়ে,
এ কি শোভা! অমৃতময় দেবতা সতত বিরাজে,
এই মন্দিরে সুধা-নিকেতন।।